Index

যাত্রাপুস্তক - Chapter 15

1 তখন মোশী ও ইস্রায়েল সন্তানেরা প্রভুর উদ্দেশে এই সঙ্গীত গান করলেন ; তাঁরা বললেন :
আমি প্রভুর উদ্দেশে গান গাইব, কারণ তিনি মহাবিজয়ী হলেন-
তিনি অশ্ব অশ্বারোহীকে সমুদ্রে ফেলে দিলেন।
2 প্রভুই আমার শক্তি, আমার স্তবগান,
তিনি হলেন আমার পরিত্রাণ।
তিনি আমার ঈশ্বর-
আমি তাঁর গুণগান করব ;
তিনি আমার পিতার পরমেশ্বর—
আমি তাঁর বন্দনা করব।
3 প্রভু মহাযোদ্ধা,
প্রভুই তো তাঁর নাম;
4 তিনি ফারাওর সমস্ত রথ ও সেনাদল
সমুদ্রে ঠেলে দিলেন,
তার যত সেরা বীরযোদ্ধা
লোহিত সাগরে নিমজ্জিত হল।
5 অতলদেশ তাদের ঢেকে দিল,
তলিয়ে গেল তারা পাথরের মত।
6 প্রভু, তোমার ডান হাত প্রতাপে মহীয়ান,
প্রভু, তোমার ডান হাত শত্রুদের করে চূর্ণ ;
7 তুমি নিজ মহিমার মহে
তোমার প্রতিদ্বন্দ্বীদের নিপাত কর ;
তুমি নিজ কোপ ছেড়ে দাও,
সেই কোপ তাদের খড়ের মতই গ্রাস করে।
8 তোমার নাকের ফুৎকারে
পুঞ্জিভূত হল জলরাশি,
বাঁধের মত সোজা হয়ে দাঁড়াল জলস্রোত,
সাগর-গর্ভে জমাট হয়ে গেল অতলের জল।
9 শত্রু বলেছিল : ধাওয়া করে তাদের ধরব,
লুণ্ঠিত সবকিছু ভাগ করে নেব,
তাদের নিয়ে পরিপূর্ণ হবে আমার প্রাণ ;
আমার খড়্গা বের করব,
আমার হাত তাদের বিনাশ করবে।
10 তুমি যেই ফুৎকার দিলে
সাগর তাদের ঢেকে দিল,
সীসার মতই তারা তলিয়ে গেল
প্রবল জলরাশির মধ্যে।
11 দেবতাদের মধ্যে কেবা তোমার মত, প্রভু ?
কেইবা তোমার মত পবিত্রতায় মহামহিম,
গৌরবে ভয়ঙ্কর,
আশ্চর্য কর্মকীর্তির সাধক?
12 তুমি যেই বাড়িয়ে দিলে ডান হাত,
ভূমি তাদের করল গ্রাস।
13 যাদের মুক্তিকর্ম সাধন করলে,
তোমার কৃপায়
তুমি সেই জনগণকে চালিত করলে,
তোমার প্রতাপে
তাদের পৌঁছিয়ে দিলে তোমার পবিত্র বাসস্থানে।
14 তা শুনে জাতি সকল কম্পান্বিত,
যন্ত্রণায় আক্রান্ত ফিলিস্তিয়ার অধিবাসী সকল।
15 এদোমের নেতারা ভয়ে অভিভূত,
শিহরণে আক্রান্ত মোয়াবের নেতৃবৃন্দ,
কানান-নিবাসী সকলে বিচলিত।
16 সন্ত্রাস, বিভীষিকা এসে পড়ছে তাদের উপর,
তোমার বাহুবলে তারা পাথরেরই মত ততক্ষণ স্তব্ধ,
যতক্ষণ, প্রভু, তোমার আপন জনগণ না পার হয়ে যায়,
যতক্ষণ না পার হয়ে যায় এ জনগণ
যাদের তুমি নিজেরই জন্য কিনলে।
17 তাদের এনে তুমি তোমার উত্তরাধিকার-পর্বতে রোপণ করবে,
সেই স্থান, প্রভু, যা তুমি করলে তোমার আপন আবাস,
সেই পবিত্রধাম, প্রভু, যা তোমার দু'হাতই স্থাপন করল।
18 প্রভু রাজত্ব করবেন
চিরদিন চিরকাল।
19 কেননা ফারাওর অশ্বগুলো, তাঁর সমস্ত রথ ও অশ্বারোহী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করল, তখন প্রভু সমুদ্রের জলরাশি তাদের উপরে ফিরিয়ে আনলেন ; কিন্তু ইস্রায়েল সন্তানেরা শুকনা মাটিতেই সমুদ্রের মধ্য দিয়ে হেঁটে চলল।
20 তখন আরোনের বোন নবী মরিয়ম হাতে খঞ্জনি নিলেন, এবং অন্য স্ত্রীলোকেরা সকলে খঞ্জনি হাতে করে নাচতে নাচতে তাঁর পিছু পিছু গেল।
21 মরিয়ম তাদের এই ধুয়ো গান করালেন :
তোমরা প্রভুর উদ্দেশে গান গাও ;
কারণ তিনি মহাবিজয়ী হলেন-
তিনি অশ্ব অশ্বারোহীকে সমুদ্রে ফেলে দিলেন।
22 মোশীর পরিচালনায় ইস্রায়েল শিবির তুলে লোহিত সাগর ছেড়ে শুর মরুপ্রান্তরের দিকে এগিয়ে চলল। তিন দিন ধরেই তারা মরুপ্রান্তরে যেতে যেতে একটুও জল পেল না।
23 তারা মারাতে এসে পৌঁছল, কিন্তু মারার জল খেতে পারল না, কারণ সেই জল তিত ছিল; এজন্যই সেই স্থানের নাম মারা রাখা হল।
24 তাই জনগণ মোশীর বিরুদ্ধে এই বলে গজগজ করতে লাগল, 'আমরা কী পান করব?'
25 তিনি চিৎকার করে প্রভুকে ডাকলেন, আর প্রভু তাঁকে বিশেষ এক ধরনের গাছ দেখালেন। তিনি তার এক টুকরো জলে ফেলে দিলেই জল মিষ্ট হল। যোশুয়া সেই স্থানে তিনি ইস্রায়েলের জন্য একটা বিধি ও একটা নিয়ম জারি করলেন, এবং সেখানে তাদের পরীক্ষা করলেন।
26 তিনি বললেন, “তুমি যদি তোমার পরমেশ্বর প্রভুর প্রতি বাধ্য হও, তাঁর দৃষ্টিতে যা ন্যায় তেমন কাজই কর, তাঁর আজ্ঞার প্রতি কান দাও, ও তাঁর বিধিগুলো পালন কর, তবে আমি মিশরীয়দের যে সমস্ত রোগে আক্রান্ত করলাম, সেই সমস্ত কিছুতে তোমাকে আক্রান্ত হতে দেব না, কারণ আমি প্রভু তোমার আরোগ্যদাতা।'
27 পরে তারা এলিমে এসে পৌঁছল; সেখানে ছিল জলের বারোটা উৎস ও সত্তরটা খেজুরগাছ। তারা সেইখানে, জলের ধারে, শিবির বসাল।