Index

যাত্রাপুস্তক - Chapter 39

1 শিল্পীরা নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতো দিয়ে পবিত্রধামে উপাসনা করার জন্য নকশিশিল্প অনুসারে পোশাকগুলো প্রস্তুত করলেন, বিশেষভাবে আরোনের জন্য পবিত্র পোশাক প্রস্তুত করলেন, যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
2 তিনি সোনায়, এবং নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতোতে ও পাকানো ক্ষোম-সুতোতে এফোদ প্রস্তুত করলেন।
3 ফলত তাঁরা সোনা পিটিয়ে পাত করে নকশিশিল্পের নীল, বেগুনি ও সিঁদুরে-লাল ও শুভ্র ক্ষোম-সুতোর মধ্যে বুনবার জন্য তা কেটে তা প্রস্তুত করলেন।
4 তাঁরা জোড়া দেবার জন্য তার দুই স্কন্ধপটি প্রস্তুত করলেন; দুই মুড়াতে পরস্পর জোড়া দেওয়া হল;
5 তা বাঁধবার জন্য নকশিশিল্পে বোনা যে বন্ধনী তার উপরে ছিল, তা তার সঙ্গে অখণ্ড, এবং সেই পোশাকের মত ছিল, অর্থাৎ সোনা দিয়ে ও নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতো ও পাকানো শুভ্র ক্ষোম-সুতো দিয়ে প্রস্তুত হল, যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
6 তাঁরা খোদাই করা মোহরের মত ইস্রায়েলের সন্তানদের নামে খোদাই করা সোনার স্থালীতে খচিত দুই বৈদূর্য মণি খোদাই করলেন।
7 এফোদের দুই স্কন্ধপটির উপরে ইস্রায়েলের সন্তানদের স্মারক মণিমুক্তাস্বরূপে তা বসালেন ; যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
8 এফোদের কারুকাজ অনুসারে তিনি সোনা, এবং নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতো ও পাকানো ক্ষোম-সুতো দিয়ে বুকপাটা প্রস্তুত করলেন।
9 তা চতুষ্কোণ ; তাঁরা সেই বুকপাটা দোহারা করলেন; তা এক বিঘত লম্বা ও এক বিঘত চওড়া করলেন।
10 আবার তা চার সারি মণিমুক্তায় খচিত করলেন; তার প্রথম সারিতে রুধিরাধ্য, পোখরাজ ও মরকত;
11 দ্বিতীয় সারিতে ফিরোজা, নীলকান্ত ও হীরক:
12 তৃতীয় সারিতে গোমেদ, অকীক ও রাজাবর্ত;
13 এবং চতুর্থ সারিতে হেমকান্তি, বৈদূর্য ও সূর্যকান্ত ছিল : স্বর্ণস্থালী এই সকল মণিমুক্তায় খচিত ছিল।
14 এই সকল মণিমুক্তা ইস্রায়েলের সন্তানদের নাম অনুযায়ী ছিল, তাঁদের নাম অনুসারে বারোটা হল; মোহরের মত খোদাই করা প্রত্যেক মণিমুক্তায় ওই বারোটা গোষ্ঠীর জন্য এক এক সন্তানের নাম হল।
15 তাঁরা খাঁটি সোনা দিয়ে বুকপাটার উপরে মালার মত সূক্ষ্ম দুই শেকল তৈরি করলেন।
16 সোনার দু'টো স্থালী ও সোনার দু'টো কড়া তৈরি করে বুকপাটার দু'প্রান্তে ওই দু'টো কড়া বাঁধলেন।
17 বুকপাটার দুই প্রান্তে দুই কড়ার মধ্যে সোনার ওই দু'টো সূক্ষ্ম শেকল রাখলেন।
18 আর সূক্ষ্ম শেকলের দু'টো মুড়া সেই দু'টো স্থালীতে বেঁধে দিয়ে এফোদের সামনে দুই স্কন্ধপটির উপরে রাখলেন।
19 সোনার দু'টো কড়া গড়ে বুকপাটার দুই প্রান্তে ভিতরভাগে এফোদের সামনের মুড়াতে রাখলেন।
20 এবং সোনার দু'টো কড়া গড়ে এফোদের দুই স্কন্ধপটির নিচে তার সম্মুখভাগে তার জোড়স্থানে এফোদের বুনানি করা বন্ধনীর উপরে তা রাখলেন।
21 তাই বুকপাটা যেন এফোদ থেকে খসে না পড়ে বরং এফোদের বুনানি করা বন্ধনীর উপরে থাকে, এজন্য তাঁরা কড়াতে নীল সুতো দিয়ে এফোদের কড়ার সঙ্গে বুকপাটা বাঁধলেন; যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
22 তিনি এফোদের আবরণ বুনলেন : তা তাঁতীর কারুকাজ, সবই নীল রঙের।
23 সেই আবরণের গলা তার মধ্যস্থানে ছিল; তা বর্মের গলার মত; তা যেন ছিঁড়ে না যায়, এজন্য সেই গলার চারদিকে ধারি ছিল।
24 তাঁরা ওই আবরণের আঁচলে চারদিকে নীল, বেগুনি ও সিঁদুরে লাল পাকানো সুতোতে ডালিম তৈরি করলেন :
25 তাঁরা খাঁটি সোনার কিঙ্কিণি গড়লেন ও সেই কিঙ্কিণিগুলো আবরণের আঁচলের চারদিকে ডালিমের মধ্যে মধ্যে দিলেন।
26 উপাসনা চালাবার জন্য আবরণের আঁচলে চারদিকে একটা কিঙ্কিণি ও একটা ডালিম, আবার একটা কিঙ্কিণি ও একটা ডালিম, এইরূপেই করলেন; যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
27 পরে তাঁরা আরোনের জন্য ও তাঁর সন্তানদের জন্য চিত্রিত শুভ্র ক্ষোম-সুতো দিয়ে অঙ্গরক্ষিণী বুনলেন—সত্যি নিপুণ তাঁতীর কারুকাজ।
28 পাগড়িও শুভ্র ক্ষোম-সুতো দিয়ে প্রস্তুত করলেন, এবং শুভ্র ক্ষোম-সুতো দিয়ে টুপি ও পাকানো শুভ্র ক্ষোম-সুতো দিয়ে বোনা সাদা জাঙাল।
29 পাকানো শুভ্র ক্ষোম-সুতোতে, এবং নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতোতে নকশিশিল্প অনুসারে একটা বন্ধনী প্রস্তুত করলেন; যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
30 তাঁরা খাঁটি সোনা দিয়ে পবিত্র মুকুটের পাত প্রস্তুত করলেন, এবং খোদাই করা মোহরের মত তার উপরে খোদাই করে লিখলেন 'প্রভুর উদ্দেশে পবিত্র'।
31 তারপর ঊর্ধ্বে পাগড়ির উপরে রাখবার জন্য তা নীল সুতো দিয়ে বাঁধলেন ; যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
32 এইভাবে আবাসের, অর্থাৎ সাক্ষাৎ-তাঁবুর জন্য সমস্ত কাজ সমাপ্ত হল। মোশীর কাছে প্রভুর আজ্ঞামতই ইস্রায়েল সন্তানেরা সমস্ত কাজ সম্পন্ন করল।
33 তাই তারা ওই আবাস, তাঁবু ও তা সংক্রান্ত সমস্ত দ্রব্য-সামগ্রী মোশীর কাছে আনল : ঘুণ্টি, বাতা, আড়কাট, স্তম্ভ ও চুঙি;
34 রক্তলাল করা ভেড়ার চামড়ায় তৈরী আচ্ছাদন-বস্ত্র, সিন্ধুঘোটকের চামড়ায় তৈরী চাঁদোয়া ও আড়াল-পরদা;
35 সাক্ষ্য-মঞ্জুষা, তার বহনদণ্ড ও প্রায়শ্চিত্তাসন ;
36 এবং ভোজন-টেবিল, তার সমস্ত পাত্র ও ভোগ-রুটি;
37 খাঁটি সোনার দীপাধার, তার প্রদীপগুলো অর্থাৎ সেই প্রদীপগুলো যা তার উপরে বসানোর কথা, তার সমস্ত পাত্র ও দীপ্তিদানের জন্য তেল ;
38 সোনার বেদি, অভিষেকের তেল, ধূপের জন্য গন্ধদ্রব্য ও তাঁবুর প্রবেশদ্বারের পরদা ;
39 ব্রঞ্জের বেদি, তার ব্রঞ্জের ঝাঁজরি, তার বহনদণ্ড ও সমস্ত পাত্র, প্রক্ষালনপাত্র ও তার খুরা ;
40 প্রাঙ্গণের সেই কাপড়গুলো, তার স্তম্ভ ও চুঙি এবং প্রাঙ্গণের দরজার পরদা, ও তার দড়ি, গোঁজ ও সাক্ষাৎ তাঁবুর জন্য আবাসের সেবাকাজের সমস্ত পাত্র ;
41 পবিত্রধামে উপাসনা চালাবার জন্য উপাসনা উপযুক্ত পোশাক, আরোন যাজকের পবিত্র পোশাক ও যাজকত্ব অনুশীলন করার জন্য তাঁর সন্তানদের পোশাক।
42 প্রভু মোশীকে যেমন আজ্ঞা দিয়েছিলেন, সেই অনুসারে ইস্রায়েল সন্তানেরা সমস্তই সম্পন্ন করল।
43 মোশী এই সমস্ত কাজ লক্ষ করলেন; সত্যিই, প্রভু যেমন আজ্ঞা দিয়েছিলেন, তারা ঠিক সেইমতই এই সব করেছে। তখন মোশী তাদের আশীর্বাদ করলেন।