Index

যাত্রাপুস্তক - Chapter 38

1 তিনি বাবলা কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা ও পাঁচ হাত চওড়া আহুতি-বেদিটি তৈরি করলেন, অর্থাৎ বেদিটি ছিল চতুষ্কোণ এবং তার উচ্চতা ছিল তিন হাত।
2 তার চার কোণের উপরে শিং তৈরি করলেন, বেদিটির শিংগুলো তার সঙ্গে অখন্ড ছিল ; তিনি সেগুলিকে ব্রঞ্জে মুড়ে দিলেন।
3 তিনি বেদির সমস্ত পাত্র, অর্থাৎ : ছাই সংগ্রহ করার জন্য হাঁড়ি, হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গার ধানী গড়লেন ; এই সমস্ত পাত্র ব্রঞ্জ দিয়ে গড়লেন।
4 জালের মত ব্রঞ্জের একটা ঝাঁজরি গড়লেন, তা তিনি নিম্নভাগে বেদির বাতার নিচে রাখলেন; ঝাঁজরিটা বেদির মধ্যভাগে ছিল।
5 তিনি বহনদণ্ডের ঘর করে দিতে সেই ব্রঞ্জের ঝাঁজরির চার কোণে চারটে কড়া ঢালাই করলেন।
6 বাবলা কাঠের বহনদণ্ডও তৈরি করে তা ব্রঞ্জে মুড়ে দিলেন।
7 বেদির দু'পাশে কড়ার মধ্যে ওই বহনদণ্ড ঢুকিয়ে দিলেন; সেই বহনদণ্ড বেদি বইবার জন্যই ছিল। তিনি ফাঁপা রেখে তক্তা দিয়ে বেদিটি গড়লেন।
8 যারা সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারে সেবার জন্য শ্রেণিভূত হত, সেই শ্রেণিভূত স্ত্রীলোকদের দ্বারা ব্রঞ্জের তৈরী আয়না দিয়ে তিনি প্রক্ষালনপাত্র ও তার খুরা তৈরি করলেন।
9 তিনি প্রাঙ্গণ প্রস্তুত করলেন; প্রাঙ্গণের দক্ষিণ পাশে, দক্ষিণদিকে, পাকানো শুভ্র ক্ষোম-সুতোয় কাটা একটা কাপড় ছিল; তার এক পাশ একশ' হাত লম্বা ছিল।
10 তার কুড়িটা স্তম্ভ ও কুড়িটা চুঙি ব্রঞ্জের ছিল, এবং স্তম্ভের আঁকড়া ও শলাকাগুলো রুপোর ছিল।
11 তেমনিভাবে উত্তরদিকের কাপড় একশ' হাত লম্বা ছিল, আর তার কুড়িটা স্তম্ভ ও কুড়িটা চুঙি ব্রঞ্জের ছিল; এই স্তম্ভের আঁকড়া ও শলাকাগুলো রুপোর ছিল।
12 প্রাঙ্গণ পশ্চিম পাশে যতখানি চওড়া, তার পঞ্চাশ হাত কাপড় ও তার দশটা স্তম্ভ ও দশটা চুঙি ছিল ;
13 স্তম্ভের আঁকড়া ও শলাকাগুলো রুপোর ছিল। পুব পাশে পুবদিকে প্রাঙ্গণ পঞ্চাশ হাত চওড়া ছিল।
14 এক পাশের জন্য পনেরো হাত কাপড়,
15 তিনটে স্তম্ভ ও তিনটে চুঙি; আর অন্য পাশের জন্যও সেইরূপ : প্রাঙ্গণের প্রবেশদ্বারের এদিক ওদিক পনেরো হাত কাপড়, তিনটে স্তম্ভ ও তিনটে চুঙি ছিল।
16 প্রাঙ্গণের চারদিকের সকল কাপড় পাকানো শুভ্র ক্ষোম-সুতোতে তৈরী ছিল।
17 স্তম্ভের চুড়িগুলো ব্রঞ্জে, স্তম্ভের আঁকড়া ও শলাকাগুলো রুপোতে, ও তার মাথলা রুপোতে মোড়া ছিল, এবং প্রাঙ্গণের সকল স্তম্ভ রুপোর শলাকায় সংযুক্ত ছিল।
18 প্রাঙ্গণের দরজার পরদা নীল, বেগুনি ও সিঁদুরে-লাল সুতোতে ও পাকানো ক্ষোম-সুতোতে তৈরী ছিল—নকশিশিল্পে নিপুণ শিল্পীরই কারুকাজ; তার দৈর্ঘ্য ছিল কুড়ি হাত, আর প্রাঙ্গণের পরদার মত তার উচ্চতা, অর্থাৎ প্রস্থ পাঁচ হাত।
19 তার চারটে স্তম্ভ ও চারটে চুঙি ব্রঞ্জে ও আঁকড়া রুপোতে, এবং তার মাথলা রুপোতে মোড়া ও শলাকা রুপোতে।
20 আবাসের প্রাঙ্গণের চারদিকের গোঁজগুলো ব্রাঞ্জের ছিল।
21 মোশীর আজ্ঞা অনুসারে আবাসের, সাক্ষ্যের আবাসের, দ্রব্য সংখ্যার যে বিবরণ প্রস্তুত করা হল, এবং লেবীয়দের কাজ বলে আরোন যাজকের সন্তান ইথামার দ্বারা করা হল, তা এই।
22 প্রভু মোশীকে যে আজ্ঞা দিয়েছিলেন, সেই অনুসারে যুদা-গোষ্ঠীর হুরের পৌত্র উরির সন্তান বেজালেল সমস্তই তৈরি করেছিলেন।
23 দান-গোষ্ঠীর আহিসামাকের সন্তান অহলিয়াব তাঁর সহকারী ছিলেন; তিনি ছিলেন খোদাই ও শিল্পকলায় বিজ্ঞ, এবং নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতো ও পাকানো শুভ্র ক্ষোম-সুতোর নকশিশিল্পী।
24 পবিত্র আবাস নির্মাণের সমস্ত কর্মে এই সকল সোনা লাগল—এ সেই সমস্ত সোনা যা অবদান হিসাবে দেওয়া হয়েছিল : পবিত্রধামের শেকেল অনুসারে ঊনত্রিশ বাট সাতশ' ত্রিশ শেকেল।
25 জনমন্ডলীর লোকগণনা উপলক্ষে যে রুপো সংগ্রহ করা হয়েছিল, তা পবিত্রধামের শেকেল অনুসারে একশ' বাট এক হাজার সাতশ' পঁচাত্তর শেকেল ছিল।
26 গণিত প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যাদের বয়স কুড়ি বছর বা তার চেয়ে বেশি ছিল, সেই ছ'লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশ' লোকের মধ্যে প্রত্যেকজনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্রধামের শেকেল অনুসারে আধ আধ শেকেল দিতে হয়েছিল।
27 সেই একশ' বাট রুপোতে পবিত্রধামের চুঙি ও পরদার চুঙি ঢালাই করা হয়েছিল; একশ' চুঙির জন্য একশ' বাট, এক এক চুঙির জন্য এক এক বাট ব্যয় হয়েছিল।
28 ওই এক হাজার সাতশ' পঁচাত্তর শেকেলে তিনি স্তম্ভগুলোর জন্য আঁকড়া তৈরি করেছিলেন, ও সেগুলোর মাথলা মুড়ে দিয়েছিলেন ও শলাকায় সংযুক্ত করেছিলেন।
29 অবদান হিসাবে দেওয়া ব্রঞ্জ সত্তর বাট দু'হাজার চারশ' শেকেল ছিল।
30 তা দিয়ে তিনি সাক্ষাৎ-তাঁবুর দরজার চুক্তি, ব্রঞ্জের বেদি ও তার ব্রঞ্জের ঝাঁজরি ও বেদির সকল পাত্র,
31 এবং প্রাঙ্গণের চারদিকের চুক্তি ও প্রাঙ্গণের দরজার চুঙি ও আবাসের সকল গোঁজ ও প্রাঙ্গণের চারদিকের গোঁজ তৈরি করেছিলেন।