Index

আদিপুস্তক - Chapter 5

1 আদমের বংশাবলি-পুস্তক এ। যেদিন পরমেশ্বর মানুষকে সৃষ্টি করলেন, সেদিনে পরমেশ্বরের সাদৃশ্যেই তাকে নির্মাণ করলেন—
2 পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করলেন এবং তাদের তিনি আশীর্বাদ করলেন; তারা সৃষ্ট হলে পর তিনি তাদের নাম 'মানুষ' রাখলেন।
3 পরে আদম একশ' ত্রিশ বছর বয়সে নিজের সাদৃশ্যে, নিজের প্রতিমূর্তি অনুসারে একটি পুত্রসন্তানের পিতা হয়ে তার নাম সেথ রাখলেন।
4 সেথের পিতা হওয়ার পর আদম আটশ' বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
5 সবসমেত আদমের বয়স হল ন'শো ত্রিশ বছর; পরে তাঁর মৃত্যু হল।
6 সেথ একশ' পাঁচ বছর বয়সে এনোসের পিতা হলেন;
7 এনোসের পিতা হওয়ার পর সেথ আটশ' সাত বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
8 সবসমেত সেথের বয়স হল ন'শো বারো বছর; পরে তাঁর মৃত্যু হল।
9 এনোস নব্বই বছর বয়সে কেনানের পিতা হলেন
10 কেনানের পিতা হওয়ার পর এনোস আটশ' পনেরো বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
11 সবসমেত এনোসের বয়স হল ন'শো পাঁচ বছর ; পরে তাঁর মৃত্যু হল।
12 কেনান সত্তর বছর বয়সে মাহালালেলের পিতা হলেন;
13 মাহালালেলের পিতা হওয়ার পর কেনান আটশ' চল্লিশ বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
14 সবসমেত কেনানের বয়স হল ন'শো দশ বছর; পরে তাঁর মৃত্যু হল।
15 মাহালালেল পঁয়ষট্টি বছর বয়সে যারেদের পিতা হলেন;
16 যারেদের পিতা হওয়ার পর মাহালালেল আটশ' ত্রিশ বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন
17 সবসমেত মাহালালেলের বয়স হল আটশ' পঁচানব্বই বছর; পরে তাঁর মৃত্যু হল ।
18 যারেদ একশ' বাষট্টি বছর বয়সে এনোখের পিতা হলেন
19 এনোখের পিতা হওয়ার পর যারেদ আটশ' বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
20 সবসমেত যারেদের বয়স হল ন'শো বাষট্টি বছর ; পরে তাঁর মৃত্যু হল।
21 এনোখ পঁয়ষট্টি বছর বয়সে মেথুসেলাহর পিতা হলেন;
22 এনোখ পরমেশ্বরের সঙ্গে চললেন; মেথুসেলাহ্র পিতা হওয়ার পর তিনি তিনশ' বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
23 সবসমেত এনোখের বয়স হল তিনশ' পঁয়ষট্টি বছর।
24 এনোখ পরমেশ্বরের সঙ্গে চললেন; পরে তিনি আর রইলেন না, কেননা পরমেশ্বর তাঁকে ছিনিয়ে নিলেন।
25 মেথুসেলাহ্ একশ' সাতাশি বছর বয়সে লামেখের পিতা হলেন
26 লামেখের পিতা হওয়ার পর মেথুসেলাহ্ সাতশ' বিরাশি বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
27 সবসমেত মেথুসেলাহ্র বয়স হল ন'শো ঊনসত্তর বছর; পরে তাঁর মৃত্যু হল।
28 'লামেখ একশ' বিরাশি বছর বয়সে একটি পুত্রসন্তানের পিতা হয়ে
29 তাঁর নাম নোয়া রাখলেন, কেননা তিনি বললেন, 'প্রভু যে ভূমি অভিশপ্ত করেছেন, সেই ভূমির কারণে আমাদের যে শ্রম ও হাতের ক্লেশ হচ্ছে, সেই ব্যাপারে এ আমাদের সান্ত্বনা দেবে।”
30 নোয়ার পিতা হওয়ার পর লামেখ পাঁচশ' পঁচানব্বই বছর বেঁচে থেকে আরও পুত্রকন্যাদের পিতা হলেন।
31 সবসমেত লামেখের বয়স হল সাতশ' সাতাত্তর বছর ; পরে তাঁর মৃত্যু হল।
32 নোয়া পাঁচশ' বছর বয়সে শেম, হাম ও যাফেথের পিতা হলেন।