1 যাকোব তাঁর ছেলেদের কাছে ডেকে বললেন, “একত্র হও, যেন ভাবীকালে তোমাদের প্রতি যা ঘটবে, তা তোমাদের বলতে পারি।
2 যাকোবের সন্তানেরা, একত্র হও, শোন ; তোমাদের পিতা ইস্রায়েলের কথা শোন।
3 রূবেন, তুমি আমার প্রথমজাত : তুমি আমার প্রাণশক্তি, এবং আমার পুরুষত্বের প্রথমফল ; তুমি মহিমায় প্রধান, শক্তিতে প্রধান।
4 তুমি ফুটন্ত জলরাশির মত; তোমার প্রাধান্য থাকবে না ; কেননা তুমি তোমার পিতার বাসর দখল করেছিলে, আমার মিলন-শয্যায় উঠে তা কলুষিত করেছিলে।
5 সিমেয়োন ও লেবি দুই সহোদর : তাদের খরণ দৌরাত্ম্যের অস্ত্র :
6 তাদের মন্ত্রণাসভায় যেন না ঢোকে আমার প্রাণ! তাদের আসরে যেন যোগ না দেয় আমার হৃদয় ! কেননা তাদের ক্রোধে তারা নরহত্যা করল, নিজেদের ইচ্ছার বশেই বৃষের শিরা ছিন্ন করল।
7 তাদের ক্রোধ অভিশপ্ত হোক, কেননা তা প্রচণ্ড; তাদের কোপ অভিশপ্ত হোক, কেননা তা নিষ্ঠুর। আমি তাদের যাকোবে বিভক্ত করব, ইস্রায়েলে তাদের বিক্ষিপ্ত করব।
8 যুদা, তোমার ভাইয়েরা তোমারই স্তব করবে ; তোমার হাত তোমার শত্রুদের ঘাড় চেপে ধরবে ; তোমার পিতার সন্তানেরা তোমার সামনে প্রণিপাত করবে।
9 যুদা একটা যুবসিংহ; বৎস, নিহত শিকার ফেলে রেখে তুমি উঠে এলে। সে পা গুটিয়ে বসে আছে একটা সিংহের মত, একটা সিংহীরই মত—তাকে ওঠাবে, এমন সাহস কার?
10 যুদা থেকে রাজদণ্ড যাবে না, তার দু' পায়ের মাঝখান থেকে বিচারদণ্ড যাবে না, যতদিন না তিনি আসেন রাজদণ্ড যাঁর অধিকার, জাতিসকল খাঁ আনুগত্য স্বীকার করবে।
11 সে আঙুরলতায় বাঁধে নিজের গাধা, সেরা আঙুরলতায় নিজের গাধার বাচ্চা: সে আঙুররসে ধুয়ে নেয় নিজের পোশাক, আঙুরের রক্তে নিজের কাপড়।
12 তার চোখ আঙুররসে রক্তবর্ণ, তার দাঁত দুধে স্বেতবর্ণ।
13 জাবুলোন সমুদ্রতীরে বাস করবে, হবে যত জাহাজের আশ্রয়স্থল, সিদোনমুখীই তার পাশ।
14 ইসাখার একটা বলবান গাধা যা মেষপালের মধ্যে শায়িত।
15 সে যখন দেখল, বিশ্রামস্থান কেমন উত্তম, যখন দেখল, দেশটি কেমন মনোরম, তখন ভার বইতে কাঁধ পেতে দিল ও মেহনতি কাজের দাস হল।
16 দান নিজের প্রজাদের বিচার করবে ইস্রায়েলের অন্য সকল গোষ্ঠীর মত।
17 দান পথের একটা সাপ হোক, হোক রাস্তার এমন চন্দ্রবোড়া, যা অশ্বের পায়ে কামড় দেয়, ফলে অশ্বারোহী পিছনে পড়ে যায়।
18 প্রভু, আমি তোমার পরিত্রাণের প্রত্যাশায় আছি !
19 গাদকে সৈন্যদল আক্রমণ করবে, কিন্তু সে পিছন থেকে তাদের উপর আঘাত হানবে।
20 আসের থেকে উত্তম খাদ্য উৎপন্ন হবে : সে রাজারই উপযুক্ত খাদ্য সরবরাহ করবে।
21 নেঙ্গালি একটা দ্রুত হরিণী, যা মনোরম শাবক প্রসব করে।
22 যোসেফ একটি উর্বর তরু-পল্লব, সে উৎসের ধারে উর্বর তরু-পল্লব, যার শাখাগুলো প্রাচীরের উপরে ছড়িয়ে পড়ে।
23 তীরন্দাজেরা তাকে কঠোর ক্লেশ দিল, তীরের আঘাতে তাকে উৎপীড়ন করল ;
24 কিন্তু তার ধনুক অক্ষুণ্ণ থাকল, তার বাহু বলবান রইল যাকোবের সেই শক্তিমানের বাহু দ্বারা, সেই পালকের নামে, যিনি ইস্রায়েলের শৈল,
25 তোমার পিতার সেই ঈশ্বর দ্বারা, যিনি তোমার সহায়, সেই সর্বশক্তিমান ঈশ্বর দ্বারা, যিনি তোমাকে আশীর্বাদ করেন : ঊর্ধ্ব থেকে স্বর্গীয় আশীর্বাদ, অধোলোকে গহ্বরের আশীর্বাদ, বুক ও গর্ভের আশীর্বাদ।
26 প্রাচীন পর্বতমালার আশীর্বাদের চেয়ে, চিরন্তন গিরিমালার আকর্ষণের চেয়ে তোমার পিতার আশীর্বাদই প্রাচুর্যময়। তেমন আশীর্বাদ নেমে আসুক যোসেফের মাথায়, তারই শিরে, ভাইদের মধ্যে যে নিবেদিতজন !
27 বেঞ্জামিন একটা নেকড়ের মত যা দীর্ণ-বিদীর্ণ করে ; প্রভাতে, সে নিজের শিকার গ্লাস করে, সন্ধ্যায়, লুণ্ঠিত সম্পদ ভাগ করে নেয়।'
28 এঁরা সকলে ইস্রায়েলের গোষ্ঠী, সংখ্যায় বারো এঁদের পিতা আশীর্বাদ করার ; সময়ে একথা বললেন; এঁদের প্রত্যেকজনের উপরে বিশেষ বিশেষ আশীর্বাদ। উচ্চারণ করলেন।
29 পরে যাকোব তাঁদের এই আজ্ঞা দিলেন, 'আমি আমার জাতির সঙ্গে মিলিত হতে চলেছি। হিত্তীয় এফ্রোনের সেই একখণ্ড জমিতে যে গুহা রয়েছে, সেই গুহাতে আমার পিতৃপুরুষদের সঙ্গে আমাকে সমাধি দাও।
30 সেই গুহা কানান দেশে মাত্রের সামনে মাখপেলার সেই একখণ্ড জমিতে রয়েছে ; আব্রাহাম জমি সমেত গুহাটা হিত্তীয় এক্লোনের কাছ থেকে সমাধিস্থান হিসাবে কিনেছিলেন।
31 সেইখানে আব্রাহামকে ও তাঁর স্ত্রী সারাকে সমাধি দেওয়া হয়েছে, সেইখানে ইসায়াককে ও তাঁর স্ত্রী রেবেকাকে সমাধি দেওয়া হয়েছে, এবং সেইখানে আমি নিজে লিয়াকে সমাধি দিয়েছি;
32 সেই একখন্ড জমি ও জমির গুহাটা হিত্তীয়দের কাছ থেকে কেনা হয়েছিল।' ছেলেদের কাছে এই আজ্ঞা দেওয়া শেষ করার পর যাকোব বিছানায় পা দু'টো তুলে নিলেন, এবং প্রাণত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।