Index

আদিপুস্তক - Chapter 46

1 তাই ইস্রায়েল, তাঁর যা কিছু ছিল, তা নিয়ে রওনা হলেন। বেশেবায় এসে তিনি তাঁর পিতা ইসায়াকের পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।
2 পরমেশ্বর রাত্রিকালীন দর্শনে ইস্রায়েলকে বললেন, 'যাকোব, যাকোব!' তিনি বললেন, ‘এই যে আমি!'
3 তিনি বলে চললেন, 'আমি ঈশ্বর, তোমার পিতার- পরমেশ্বর। তুমি মিশরে যেতে ভয় পেয়ো না, কেননা আমি তোমাকে সেখানে এক মহা জাতি করে তুলব।
4 আমিই তোমার সঙ্গে মিশরে যাব, আমিই সেখান থেকে তোমাকে ফিরিয়েও আনব। যোসেফের হাত তোমার চোখের পাতা বন্ধ করবে।'
5 তাই যাকোব বেশেবা থেকে রওনা হলেন, আর ইস্রায়েলের সন্তানেরা তাঁদের পিতা যাকোবকে ও নিজ নিজ ছেলেমেয়েদের ও বধূদের সেই সব গাড়িতে করে নিয়ে গেলেন, যা ফারাও তাঁকে বহন করার জন্য পাঠিয়েছিলেন।
6 পশুপাল ও ধনসম্পদ, যা কিছু তারা কানান দেশে সঞ্চয় করেছিল, সবকিছু সঙ্গে নিয়ে তারা মিশরে চলে এল : যাকোব নিজে এলেন, ও তাঁর সঙ্গে তাঁর গোটা বংশ এল;
7 তাঁর সন্তানেরা ও তাঁর সন্তানদের সন্তানেরা, তাঁর কন্যারা ও তাঁর কন্যাদের কন্যারা, তাঁর বংশের এই সকলকেই তিনি সঙ্গে করে মিশরে নিয়ে গেলেন।
8 যে ইস্রায়েল সন্তানেরা (যাকোব ও তাঁর সন্তানেরা) মিশরে গেলেন, তাদের নাম এই : যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেন।
9 রূবেনের সন্তানেরা : হানোক, পাপ্পু, হেসোন ও কার্মি।
10 সিমেয়োনের সন্তানেরা যেমুয়েল, যামিন, ওহাদ, যাখিন, জোহার ও কানানীয় স্ত্রীজাত সন্তান সৌল।
11 লেবির সন্তানেরা : গেশোন, কেহাৎ ও মেরারি।
12 যুদার সন্তানেরা : এর, ওনান, সেলা, পেরেস ও জেরাহ্ (কিন্তু এর ও ওনান কানান দেশেই মরল)। পেরেসের সন্তানেরা হেসোন ও হামুল।
13 ইসাখারের সন্তানেরা তোলা, পুয়া, যোব ও সিঘ্রোন।
14 জাবুলোনের সন্তানেরা : সেরেদ, এলোন ও যাহ্নেল।
15 এঁরা লিয়ার পুত্রসন্তান; তিনি পাদ্দান-আরামে যাকোবের ঘরে এঁদের ও তাঁর কন্যা দীণাকে প্রসব করেন। যাকোবের এই পুত্রকন্যারা সবসমেত তেত্রিশজন।
16 গানের সন্তানেরা জিফিয়োন, হাঞ্জি, সুনি, এজবোন, এরি, আরোদি ও আরেলি।
17 আসেরের সন্তানেরা : ইন্না, ইস্তা, ইস্তি, বেরিয়া ও তাদের বোন সেরাহ। বেরিয়ার সন্তানেরা : হেবের ও মাল্কিয়েল।
18 এঁরা সেই সিল্লার সন্তান, যাকে লাবান তাঁর কন্যা লিয়াকে দিয়েছিলেন; সে যাকোবের ঘরে এঁদের প্রসব করেছিল। এরা ষোলজন।
19 যাকোবের স্ত্রী রাখেলের সন্তানেরা : যোসেফ ও বেঞ্জামিন।
20 যোসেফের সন্তানেরা মানাসে ও এফ্রাইম মিশর দেশে জন্মেছিল; ওন শহরের পোটিফেরা যাজকের কন্যা আসেনাৎ তাঁর ঘরে তাদের প্রসব করেছিলেন।
21 বেঞ্জামিনের সন্তানেরা : বেলা, বেখের, আসবেল, গেরা, নামান, এহি, রোস, মুস্লিম, হুল্লিম ও আর্দ্র।
22 এঁরা রাখেলের সন্তান; তিনি যাকোবের ঘরে এঁদের প্রসব করেন। এরা সবসমেত চৌদ্দজন।
23 দানের সন্তান : হুসিম।
24 নেফালির সন্তানেরা : যাহৎসিয়েল, গুনি, যেসের ও সিঙ্কোম।
25 এঁরা সেই বিহ্বার সন্তান, যাকে লাবান তাঁর কন্যা রাখেলকে দিয়েছিলেন ; সে যাকোবের ঘরে এঁদের প্রসব করেছিল। এরা সবসমেত সাতজন।
26 যাকোবের কটি থেকে উৎপন্ন যে ব্যক্তি তাঁর সঙ্গে মিশরে প্রবেশ করল, যাকোবের পুত্রবধূ ছাড়া তারা সবসমেত ছেষট্টিজন।
27 মিশরে যোসেফের যে সন্তানেরা জন্মেছিল, তারা দু'জন। এদের ধরে যাকোবের পরিজন, যারা মিশরে প্রবেশ করল, তারা সবসমেত সত্তরজন।
28 যুদা যেন গোশেনে আগেই এসে উপস্থিত হন, এই উদ্দেশ্যে যাকোব তাঁর আগে আগে ঘুদাকে যোসেফের কাছে পাঠিয়েছিলেন; তাই যখন তাঁরা গোশেন প্রদেশে এসে পৌঁছলেন,
29 তখন যোসেফ তাঁর নিজের রথ সাজিয়ে গোশেনে তাঁর আপন পিতা ইস্রায়েলের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তাঁকে দেখামাত্র তিনি তাঁকে আলিঙ্গন করে তাঁর গলা ধরে অনেকক্ষণ কাঁদলেন।
30 ইস্রায়েল যোসেফকে বললেন, “তোমার মুখ দেখবার পর এবার আমি মরতে পারি, কেননা তুমি এখনও বেঁচে আছ।'
31 তখন যোসেফ তাঁর ভাইদের ও পিতার পরিজনদের বললেন, ‘আমি গিয়ে ফারাওকে সংবাদ দেব; তাঁকে বলব, আমার ভাইয়েরা ও পিতার সমস্ত পরিজন, যাঁরা কানান দেশে ছিলেন, আমার কাছে এসেছেন।
32 তাঁরা পশুপালক, তাঁরা পশুপাল পালন করেন; তাঁরা তাঁদের মেষপাল, পশুপাল ও সবকিছুই এনেছেন।
33 তাই ফারাও তোমাদের ডেকে যখন জিজ্ঞাসা করবেন, “তোমাদের পেশা কি?”
34 তখন তোমাদের বলতে হবে : “আপনার এই দাসেরা পিতৃপুরুষানুক্রমে বাল্যকাল থেকে আজ পর্যন্ত পশুপাল পালন করে।” একথা কেন, যেন তোমরা গোশেন প্রদেশে। বাস করতে পার; কেননা যত পশুপালক মিশরীয়দের ঘৃণার পাত্র।'