Index

আদিপুস্তক - Chapter 25

1 আব্রাহাম কেটুরা নামে আর একজন স্ত্রী নিলেন।
2 তিনি তাঁর ঘরে জিয়ান, যন্ত্রান, মেদান, মিদিয়ান, ইাক ও শুয়াহ্, এই সকলকে প্রসব করলেন।
3 যক্সান থেকে শেবা ও দেদান জন্ম নেয়; আসুরীয়, লেটুসীয় ও লেউম্মীয়েরা দেদানের সন্তান।
4 এবং মিদিয়ানের সন্তান হল এফা, এফের, হানোক, আবিদা ও এন্দায়া; এরা সকলে কেটুরার সন্তান।
5 আব্রাহাম তাঁর সমস্ত সম্পত্তি ইসায়াককে দিলেন।
6 তাঁর উপপত্নীদের সন্তানদের আব্রাহাম নানা উপহার দিলেন, এবং নিজে জীবিত থাকতেই তাঁর সন্তান ইসায়াকের কাছ থেকে দূরে, পুবদিকে, সেই প্রাচ্যদেশেই তাদের পাঠিয়ে দিলেন।
7 আব্রাহামের জীবনকাল হল একশ' পঁচাত্তর বছর;
8 পরে তিনি বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে শুভ বার্ধক্যে প্রাণত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।
9 তাঁর দু'সন্তান ইসায়াক ও ইসমায়েল মায়ের সামনে হিত্তীয় যোহারের সন্তান এফ্রোনের জমিতে মাখপেলার গুহাতে তাঁকে সমাধি দিলেন।
10 এ হল সেই একখণ্ড জমি যা আব্রাহাম হিত্তীয়দের কাছ থেকে কিনেছিলেন; সেখানে আব্রাহামকে ও তাঁর স্ত্রী সারাকে সমাধি দেওয়া হল।
11 আব্রাহামের মৃত্যুর পরে পরমেশ্বর তাঁর সন্তান ইসায়াককে আশীর্বাদ করলেন; ইসায়াক লাহাই-রোই কুয়োর কাছে বসতি করলেন।
12 আব্রাহামের সন্তান ইসমায়েলের বংশতালিকা এ: সারার দাসী সেই মিশরীয় আগার আব্রাহামের ঘরে তাঁকে প্রসব করেছিল।
13 নিজ নিজ নাম ও গোষ্ঠী অনুসারে ইসমায়েলের সন্তানদের নাম এ: ইসমায়েলের জ্যেষ্ঠ পুত্র নেবায়োৎ; পরে কেদার, আব্দেয়েল, মিক্সাম,
14 মিশা, দুমা, মাস্সা,
15 হাদাদ, তেমা, যেটুর, নাফিশ ও কেদমা।
16 এঁরা সকলে ইসমায়েল-সন্তান, এবং তাঁদের বসতি ও শিবির অনুসারে এ-ই তাদের নাম। তাঁরা ছিলেন নিজ নিজ গোষ্ঠীর বারোজন গোষ্ঠীপতি।
17 ইসমায়েলের জীবনকাল হল একশ' সাঁইত্রিশ বছর; পরে তিনি প্রাণত্যাগ করে আপন পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।
18 তিনি হাবিলা থেকে আঙ্গুরের দিকে মিশরের সামনে অবস্থিত সেই শুর পর্যন্ত বাস করলেন; তিনি তাঁর সকল ভাইয়ের সামনেই বসতি করেছিলেন।
19 আব্রাহামের সন্তান ইসায়াকের বংশতালিকা এ: আব্রাহাম ইসায়াকের পিতা হলেন।
20 চল্লিশ বছর বয়সে ইসায়াক আরামীয় বেথুয়েলের কন্যা আরামীয় লাবানের বোন রেবেকাকে পাদ্দান-আরাম থেকে এনে বিবাহ করেন।
21 ইসায়াকের স্ত্রী বন্ধ্যা হওয়ায় তিনি তাঁর জন্য প্রভুর কাছে প্রার্থনা করলেন। প্রভু তাঁর প্রার্থনায় সাড়া দিলেন, আর তাঁর স্ত্রী গর্ভবতী হলেন।
22 এক সময়ে কিন্তু তাঁর গর্ভে শিশুরা এমন জড়াজড়ি করছিল যে, তিনি বললেন, 'এমনটি হলে, তবে আমি কেন বেঁচে আছি?” তিনি প্রভুর অভিমত অনুসন্ধান করতে গেলেন।
23 প্রভু তাঁকে বললেন,
“তোমার গর্ভে রয়েছে দু'টো জাতি,
ও দু'টো বংশ তোমার উদর থেকে পৃথক হবে ;
এক বংশ অন্য বংশের চেয়ে বলবান হবে,
এবং জ্যেষ্ঠজন কনিষ্ঠজনের দাস হবে।'
24 যখন তাঁর প্রসবকাল পূর্ণ হল, তখন তাঁর গর্ভে সত্যিই যমজ সন্তান।
25 যে প্রথমে ভূমিষ্ঠ হল, সে রক্তবর্ণ, ও তার সর্বাঙ্গ ঘন লোমের পোশাকের মত, এজন্যই তার নাম এসৌ রাখা হল।
26 পরপরেই তার ভাই ভূমিষ্ঠ হল ; তার হাত এসৌয়ের পাদমূল ধরে রাখছিল, এজন্যই তার নাম রাখা হল যাকোব ; যখন ইসায়াকের এই যমজ সন্তানের জন্ম হয়, তখন তাঁর বয়স ষাট বছর।
27 ছেলেরা বড় হলে এসোঁ নিপুণ শিকারী হলেন, তিনি ছিলেন বনপ্রান্তরের মানুষ। অপরদিকে যাকোব শান্ত ছিলেন, তিনি তাঁবুগুলির আড়ালে বাস করতেন।
28 ইসায়াকের কাছে এসোঁ প্রিয় ছিলেন, কেননা শিকার করা পশুর মাংস তাঁর খুবই রুচিকর লাগত; অপরদিকে রেবেকার কাছে যাকোবই প্রিয় ছিলেন।
29 একদিন এমনটি ঘটল যে, যাকোব ডাল পাক করছিলেন, এমন সময় এসৌ ক্লান্ত অবস্থায় বনপ্রান্তর থেকে এসে
30 যাকোবকে বললেন, ‘আমি একেবারে ক্লান্ত; আমাকে ওই রাঙ্গা জিনিসের একটু খেতে দাও' (এজন্যই তাঁকে এদো — রাঙ্গা— ব'লে ডাকা হল)।
31 যাকোব বললেন, “তার বদলে তুমি আগে তোমার জ্যেষ্ঠাধিকার আমাকে দাও।'
32 এসৌ উত্তরে বললেন, 'দেখ, আমি মৃতপ্রায়। জোষ্ঠাধিকারে আমার কী লোভ?'
33 যাকোব বললেন, 'তুমি এক্ষণি আমার কাছে শপথ কর।' আর তিনি তাঁর কাছে শপথ করলেন, এবং নিজের জ্যেষ্ঠাধিকার যাকোবের কাছে বিক্রি করে দিলেন।
34 তখন যাকোব এসৌকে রুটি ও রাঁধা মসুরের ডাল দিলেন, আর তিনি খাওয়া দাওয়া করলেন। পরে উঠে চলে গেলেন—নিজের জোষ্ঠাধিকারকে এসৌ এতই মূলা দিলেন!