1 এই সমস্ত ঘটনার পর প্রভুর বাণী দর্শনযোগে আব্রামের কাছে এসে উপস্থিত হয়ে বলল : 'আব্রাম, ভয় করো না, আমিই তোমার ঢাল ; তোমার পুরস্কার অত্যন্ত মহান হবে!'
2 আব্রাম উত্তরে বললেন, 'হে আমার প্রভু পরমেশ্বর, তুমি আমাকে কী দেবে? আমি তো নিঃসন্তান হয়ে চলে যাচ্ছি, আর দামাস্কাসের সেই এলিয়েজের আমার বাড়ির উত্তরাধিকারী।
3 আব্রাম বলে চললেন, “তুমি যখন আমাকে কোন বংশধর দিলে না, তখন আমার বাড়ির লোকজনের একজন হবে আমার উত্তরাধিকারী।"
4 তখন দেখ, প্রভুর বাণী তাঁর কাছে এসে উপস্থিত হয়ে বলল : “ওই লোকটা তোমার উত্তরাধিকারী হবে না; না, তোমার ঔরসজাত একজনই হবে তোমার উত্তরাধিকারী।”
5 তাঁকে বাইরে নিয়ে গিয়ে তিনি বললেন, ‘আকাশের দিকে তাকাও, আর যদি পার, তারানক্ষত্রের সংখ্যা গুনে রা নাও।' তিনি বলে চললেন, 'তোমার বংশ সেইমত হবে!"
6 তিনি প্রভুতে বিশ্বাস রাখলেন, আর প্রভু তাঁর পক্ষে তা ধর্মময়তা বলে পরিগণিত করলেন।
7 তখন তিনি তাঁকে বললেন, 'আমিই সেই প্রভু, যিনি এই দেশ তোমার অধিকারে দেবার জন্য কান্দীয়দের উর্ থেকে তোমাকে বের করে এনেছি।"
8 তিনি বললেন, 'হে আমার প্রভু পরমেশ্বর, আমি যে তার অধিকারী হব, তা কেমন করে জানব?'
9 তিনি তাঁকে বললেন, 'তুমি তিন বছরের একটা বকনা, তিন বছরের একটা মাদী ছাগল, তিন বছরের একটা ভেড়া এবং একটা ঘুঘু ও একটা পায়রা আমার কাছে নিয়ে এসো।'
10 তিনি ওইসব তাঁর কাছে নিয়ে এলেন, এবং সেগুলিকে কেটে দু'টুকরো করে এক একটা ভাগ অন্য অন্য ভাগের সামনাসামনি রাখলেন, কিন্তু পাখিদের দু টুকরো করলেন না।
11 শিকারী পাখিরা সেই মৃত পশুদের উপরে নেমে পড়ছিল, কিন্তু আব্রাম তাদের তাড়িয়ে দিচ্ছিলেন।
12 সূর্য অস্তগমন করছে, এমন সময় আব্রামের উপর গভীর নিদ্রা নেমে এল, আর দেখ, তিনি অন্ধকারময় আতঙ্কে আক্রান্ত হলেন।
13 তখন প্রভু আব্রামকে বললেন, 'জেনে রাখ, তোমার সন্তানেরা এমন দেশে প্রবাসী হয়ে থাকবে, যা তাদের আপন দেশ নয় ; তারা দাসত্ব-অবস্থায় পড়বে ও চারশ' বছর ধরে অত্যাচারিত হবে।
14 কিন্তু তারা যে জাতির দাস হবে, আমিই সেই জাতির বিচার করব; তারপর তারা যথেষ্ট সম্পত্তি নিয়ে বেরিয়ে যাবে।
15 আর তুমি, তুমি তো শান্তিতে তোমার পূর্বপুরুষদের কাছে যাবে, ও শুভ বার্ধক্যের পরে তোমাকে সমাধি দেওয়া হবে।
16 তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে, কেননা আমোরীয়দের শঠতা এখনও পূর্ণ হয়নি।'
17 সূর্য অস্তগমন করেছিল ও অন্ধকার নেমে এসেছিল এমন সময় দেখা গেল, ধূমায়মান এক চুল্লি ও জ্বলন্ত এক মশাল সেই সারি বাধা টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল।
18 সেদিন প্রভু আব্রামের সঙ্গে এক সন্ধি স্থাপন করে বললেন,
“আমি মিশরের নদী থেকে
(ইউফ্রেটিস) মহানদী পর্যন্ত
এই দেশ তোমার বংশকে দিচ্ছি—
19 সেই দেশ পর্যন্ত যেখানে কেনীদ্রেরা, কেনিজীয়েরা, কাদযোনীয়েরা,
20 হিত্তীয়েরা, পেরিজীয়েরা, রেফাইমরা
21 আমোরীয়েরা, কানানীয়েরা, গির্গাশীয়েরা ও যেবুসীয়েরা বাস করে।'