1 এসৌয়ের অর্থাৎ এলোমের বংশতালিকা এ:
2 এসৌ কানানীয়দের মেয়েদের মধ্য থেকেই স্ত্রী নিলেন : তারা ছিল হিত্তীয় এলোনের কন্যা আদা ও হোরীয় জিবেয়োনের পৌত্রী আনার কন্যা অহলিবামা ;
3 এবং নেবায়োতের বোন অর্থাৎ ইসমায়েলের কন্যা বাসেমাৎ।
4 এসৌয়ের ঘরে আদা এলিফাজকে ও, বাসেমাৎ রেউয়েলকে প্রসব করে,
5 এবং অহলিবামা যেয়ুশ, যালাম ও কোরাহ্-কে প্রসব করে ; এরা এসৌয়ের সন্তান, কানান দেশে তাদের জন্ম।
6 পরে এসৌ তাঁর স্ত্রী পুত্র কন্যাদের ও বাড়ির অন্য সকল লোককে, তাঁর সমস্ত মেষপাল, পশুপাল ও সমস্ত ধন, এবং কানান দেশে সঞ্চয় করা সমস্ত সম্পত্তি নিয়ে ভাই যাকোব থেকে বেশ দূরে, সেইর দেশেই চলে গেলেন,
7 কেননা তাঁদের প্রচুর সম্পত্তি থাকায় একত্রে বাস করা তাঁদের পক্ষে সুবিধাজনক ছিল না, এবং যে দেশে। তাঁরা সেসময় বাস করছিলেন, তাঁদের পধনের কারণে সেই দেশে স্থান কুলাতে পারছিল না।
8 এইভাবে এসৌ অর্থাৎ এদোম সেইরের পার্বত্য অঞ্চলে বসতি করলেন।
9 সেইরের পার্বত্য অঞ্চলে এদোমীয়দের পূর্বপুরুষ এসৌয়ের বংশতালিকা এ।
10 এসৌয়ের সন্তানদের নাম এ: এসৌয়ের স্ত্রী আদার সন্তান এলিফাজ ; এসৌয়ের স্ত্রী বাসেমাতের সন্তান রেউয়েল।
11 এলিফাজের সন্তানেরা : তেমান, ওমার, জেফো, গাতাম ও কেনাজ।
12 এসৌয়ের সন্তান এলিফাজের ছিল তিনা নামে এক উপপত্নী, সে এলিফাজের ঘরে আমালেককে প্রসব করে। এরাই এসৌয়ের স্ত্রী আদার সন্তান।
13 রেউয়েলের সন্তানেরা : নাহাৎ, জেরাহ্, শাম্মা ও মিজ্জা; এরাই এসৌয়ের স্ত্রী বাসেমাতের সন্তান।
14 জিবেয়োনের পৌত্রী আনার কন্যা যে অহলিবামা এসৌয়ের স্ত্রী ছিল, এরাই তার সন্তান : যেয়ুশ, যালাম ও কোরাহ্ ।
15 এসৌয়ের সন্তানদের দলপতিরা এই। এসৌয়ের জ্যেষ্ঠ পুত্র যে এলিফাজ, তাঁর সন্তানেরা : দলপতি তেমান, দলপতি ওমার, দলপতি জেফো, দলপতি কেনাজ,
16 দলপতি কোরাহ্, দলপতি গাতাম ও দলপতি আমালেক ; এদোম দেশের এলিফাজ বংশীয় এই দলপতিরা আদার সন্তান।
17 এসৌয়ের সন্তান রেউয়েলের সন্তানেরা : দলপতি নাহাৎ, দলপতি জেরাহ, দলপতি শাম্মা ও দলপতি মিজ্জা ; এদোম দেশের রেউয়েল বংশীয় এই দলপতিরা এসৌয়ের স্ত্রী বাসেমাতের সন্তান।
18 এসৌয়ের স্ত্রী অহলিবামার সন্তানেরা : দলপতি যেয়ুশ, দলপতি যালাম ও দলপতি কোরাহ্; আনার কন্যা যে অহলিবামা এসৌয়ের স্ত্রী ছিল, এই দলপতিরা তার সন্তান।
19 এঁরাই এসৌয়ের অর্থাৎ এদোমের সন্তান, এঁরাই তাদের দলপতি।
20 দেশবাসী হোরীয় সেইরের সন্তানেরা এই লোটান, শোবাল, জিবেয়ান, আনা,
21 দিসোন, এৎসের ও দিসান; সেইরের এই সন্তানেরা ছিলেন এদোম দেশে হোরীয় বংশের দলপতি।
22 লোটানের সন্তানেরা : হোরী ও হেমাম, এবং তিন্না ছিল লোটানের বোন।
23 শোবালের সন্তানেরা : আলবান, মানাহাৎ, এবাল, শেফো ও ওনাম।
24 জিবেয়োনের সন্তানেরা : আয়া ও আনা; এই আনাই তার নিজের পিতা জিবেয়োনের গাধার পাল চরাবার সময়ে প্রান্তরে উষ্ণ জলের উৎস আবিষ্কার করেছিল।
25 আনার সন্তান দিসোন, ও আনার কন্যা অহলিবামা।
26 দিসোনের সন্তানেরা : হেন্দান, এসবান, ইত্রান ও কেরান।
27 এৎসেরের সন্তানেরা : বিহান, জায়াবান ও আকান ।
28 দিসানের সন্তানেরা : উজ ও আরান।
29 হোরীয় বংশের দলপতিরা এই দলপতি লোটান, দলপতি শোবাল, দলপতি জিরেয়োন, দলপতি আনা,
30 দলপতি দিসোন, দলপতি এৎসের ও দলপতি দিসান। গোষ্ঠী অনুসারে এঁরাই সেইর দেশে হোরীয়দের দলপতি।
31 ইস্রায়েল সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করার আগে এঁরাই এদোম দেশে রাজা ছিলেন :
32 বেয়োরের সন্তান বেলা এদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিহানা।
33 বেলার মৃত্যুর পরে তাঁর পদে বস্ত্রা-নিবাসী জেরার সন্তান যোবাব রাজত্ব করেন।
34 যোবাবের মৃত্যুর পরে তেমান দেশীয় হুসাম তাঁর পদে রাজত্ব করেন।
35 হুসামের মৃত্যুর পরে বেদাদের সন্তান যে হাদাদ মোয়াব অঞ্চলে মিদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম আবিৎ।
36 হাদাদের মৃত্যুর পরে মাদ্রেকা-নিবাসী সান্না তাঁর পদে রাজত্ব করেন।
37 সান্নার মৃত্যুর পরে রেহোবোৎ-নাহার-নিবাসী সৌল তাঁর পদে রাজত্ব করেন।
38 সৌলের মৃত্যুর পরে আকবোরের সন্তান বায়াল-হানান তাঁর পদে রাজত্ব করেন।
39 আকবোরের সন্তান বায়াল-হানানের মৃত্যুর পরে হাদাদ তাঁর পদে রাজত্ব করেন ; তাঁর রাজধানীর নাম পাউ, ও তাঁর স্ত্রীর নাম মেহেটাবেল : সে মে-জাহাব দেশীয় মাট্রেদের কন্যা।
40 গোত্র, স্থান ও নাম অনুসারে এসৌয়ের যে দলপতিরা, তাঁদের নাম এই দলপতি তিম্না, দলপতি আল্লাহ্, দলপতি যেতে,
41 দলপতি অহলিবামা, দলপতি এলাহ্, দলপতি পিনোন,
42 দলপতি কেনাজ, দলপতি তেমান, দলপতি মিব্সার,
43 দলপতি মান্দিয়েল ও দলপতি ইরাম। এঁরাই নিজ নিজ অধিকৃত দেশে নিজ নিজ বসতিস্থান অনুসারে এসোমের দলপতি। ঠিক এই এসোঁই এদোমীয়দের আদিপুরুষ।