1 নোয়ার সন্তান শেম, হাম ও যাফেথের বংশতালিকা এ জলপ্লাবনের পরে তাঁদের পুত্রসন্তানদের জন্ম হল।
2 যাফেথের সন্তানেরা : গোমের, মাগোগ, মাদায়, যাবান, তুবাল, মেশেক ও তিরাস।
3 গোমেরের সন্তানেরা : আস্কেনাজ, রিফাত্ ও তোগার্মা।
4 যাবানের সন্তানেরা এলিসা, তার্সিস, কিত্তিমীয়েরা ও রোদানীমেরা।
5 এদের মধ্য থেকে জাতিগুলির দ্বীপপুঞ্জের অধিবাসীরা নিজ নিজ দেশে নিজ নিজ ভাষা অনুসারে নিজ নিজ জাতির নানা গোত্রে ছড়িয়ে পড়ল।
6 হামের সন্তানেরা : ইথিওপিয়া, মিশর, পুট ও কানান। ইথিওপিয়ার সন্তানেরা : সেবা, হাবিলা, সান্তা, রায়ামা ও সান্তেকা।
7 রায়ামার সন্তানেরা : শেবা ও দেদান।
8 ইথিওপিয়া নিয়োদের পিতা; এই নিম্নোদই পৃথিবীতে প্রথম বীরযোদ্ধা হলেন।
9 তিনি প্রভুর সামনে পরাক্রান্ত শিকারী হলেন, এজন্য লোকে বলে : প্রভুর সামনে পরাক্রান্ত শিকারী সেই নিম্রোদের মত।
10 'তাঁর রাজ্যের প্রথম অংশ হল শিনারের দেশে বাবেল, উরুখ, আক্কাদ, কালে।
11 সেই দেশ ছেড়ে তিনি আসুরে গিয়ে নিনিস্তে, রেকোবোৎ-ইর, কালাহ্,
12 এবং নিনিতে ও কালাহ্র মাঝখানে অবস্থিত সেই রেশেন নির্মাণ করলেন, যা মহানগরী।
13 মিশর সেই সকলের পিতা হলেন, যারা লুদ, আনাম, লেহাব, নাফ্তুহ্,
14 পাথ্রোস, কাসলুহ্ এবং কাপ্তোরের অধিবাসী; এই কাপ্তোর থেকেই ফিলিস্তিনিদের উৎপত্তি হয়।
15 কানানের জ্যেষ্ঠ পুত্র সিদোন; তারপর হেং,
16 যেবুসীয়, আমোরীয়, গির্গাশীয়,
17 হিব্বীয়, আর্কীয়, সিনীয়,
18 আর্বাদীয়, সেমারীয় ও হামাতীয়। পরবর্তীকালে কানানীয়দের গোত্রগুলো ছড়িয়ে পড়ল।
19 কানানীয়দের চতুঃসীমানা ছিল সিদোন থেকে গেরারের দিকে গাজা পর্যন্ত, এবং সদোম, গমোরা, আদ্মা ও জেবোইমের দিকে লেসা পর্যন্ত।
20 নিজ নিজ গোত্র, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরাই ছিল হামের সন্তান।
21 এবেরের সকল সন্তানের যিনি আদিপুরুষ ও যাফেথের জ্যেষ্ঠ ভাই, সেই শেমও পুত্রসন্তানদের পিতা ছিলেন।
22 শেমের সন্তানেরা : এলাম, আসুর, আর্পাক্সাদ, লুদ ও আরাম।
23 আরামের সন্তানেরা : উজ, হূল, গেথের ও মাশ।
24 আর্পাক্সাদ শেলাহর পিতা হলেন, ও শেলাহ্ এবেরের পিতা হলেন।
25 এবেরের ঘরে দু'টো সন্তানের জন্ম হয়, একজনের নাম পেলেগ, কেননা সেইকালে পৃথিবী বিভক্ত হল ; এবং তাঁর ভাইয়ের নাম যক্তান।
26 যজ্ঞান হলেন আলমোদাদ, শেলেফ, হাৎসার্মাবেৎ, যেরাহ্,
27 হাদোরাম, উজাল, দিক্লা,
28 ওবাল, আবিমায়েল, শেবা,
29 ওফির, হাবিলা ও যোবাবের পিতা। এরা সকলে যজ্ঞানের সন্তান
30 তাদের বসতি ছিল মেসা থেকে পুবদিকের সেফার পর্বতমালা পর্যন্ত।
31 'নিজ নিজ গোত্র, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরা সকলে শেমের সন্তান।
32 নিজ নিজ বংশ ও জাতি অনুসারে এরাই নোয়ার সন্তানদের গোত্র। জলপ্লাবনের পরে এদের মধ্য থেকেই নানা জাতি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল।