Index

আদিপুস্তক - Chapter 22

1 এই সমস্ত ঘটনার পর পরমেশ্বর আব্রাহামকে যাচাই করলেন। তিনি তাকে বললেন, "র আব্রাহাম, আব্রাহাম!' তিনি উত্তর দিলেন, 'এই যে আমি।'
2 তিনি বলে চললেন, 'তোমার সন্তানকে, তোমার সেই একমাত্র সন্তানকে যাকে তুমি ভালবাস, সেই ইসায়াককে নাও ও মোরিয়া দেশে যাও, আর সেখানে যে এক পর্বতের কথা আমি তোমাকে বলব, তার উপরে তাকে আহুতিরূপে বলিদান কর।'
3 আব্রাহাম খুব সকালে উঠে গাধা সাজিয়ে দু'জন দাস ও তাঁর ছেলে ইসায়াককে সঙ্গে নিলেন, আহুতির জন্য কাঠ কাটলেন, এবং সেই জায়গার দিকে যাত্রা করলেন, যার কথা পরমেশ্বর তাঁকে বলেছিলেন।
4 তৃতীয় দিনে আব্রাহাম চোখ তুলে দূর থেকে জায়গাটা দেখতে পেলেন।
5 তখন আব্রাহাম দাসদের বললেন, “তোমরা গাধার সঙ্গে এইখানে দাঁড়াও ; আমি ও ছেলেটি, আমরা ওখানে গিয়ে পূজা করে আসি; তারপর তোমাদের কাছে ফিরে আসব।'
6 আব্রাহাম আহুতির জন্য কাঠ তুলে তাঁর ছেলে ইসায়াকের মাথায় দিলেন, এবং নিজে আগুন ও খড়া হাতে নিলেন; পরে দু'জনে একসঙ্গে এগিয়ে গেলেন।
7 তখন ইসায়াক তাঁর পিতা আব্রাহামকে বললেন, 'পিতা আমার!” তিনি বললেন, 'এই যে আমি, সন্তান আমার!' ইসায়াক বলে চললেন, 'আগুন ও কাঠ তো এখানে রয়েছে, কিন্তু আহুতির জন্য মেষশাবক কোথায় ?
8 আব্রাহাম বললেন, 'সন্তান আমার, আহুতির জন্য মেষশাবকের ব্যাপারে পরমেশ্বর নিজেই দেখবেন।' তাঁরা একসঙ্গে আরও এগিয়ে চললেন,
9 আর যখন সেই জায়গায় এসে পৌঁছলেন, যার কথা পরমেশ্বর তাঁকে বলেছিলেন, তখন আব্রাহাম একটি যজ্ঞবেদি গাঁথলেন, কাঠ সাজালেন, এবং তাঁর ছেলে ইসায়াককে বেঁধে বেদিতে কাঠের উপরে রাখলেন।
10 পরে আব্রাহাম হাত বাড়িয়ে নিজের ছেলেকে বধ করার জন্য খরা তুলে নিলেন,
11 কিন্তু স্বৰ্গ থেকে প্রভুর দূত তাঁকে ডাকলেন, বললেন, 'আব্রাহাম, আব্রাহাম!' তিনি উত্তর দিলেন, ‘এই যে আমি!”
12 দূত বললেন, 'ছেলেটির উপর হাত বাড়িয়ো না, তার কোন ক্ষতি করো না, কেননা এখন আমি জানি, তুমি পরমেশ্বরকে ভয় কর ; তুমি আমাকে তোমার সন্তানকে, তোমার একমাত্র সন্তানকে দিতেও অস্বীকার করনি।'
13 তখন আব্রাহাম চোখ তুলে দেখতে পেলেন, পাশে একটা ভেড়া, তার শিং একটা ঝোপের মধ্যে জড়ানো। আব্রাহাম গিয়ে সেই ভেড়াটা নিলেন ও নিজের ছেলের বদলে আহুতি রূপে তা বলিদান করলেন।
14 আব্রাহাম সেই জায়গার নাম রাখলেন ‘প্রভু নিজেই দেখেন', এজন্য আজ লোকে বলে, 'পর্বতে প্রভু নিজেই দেখেন।'
15 প্রভুর দূত দ্বিতীয়বারের মত স্বর্গ থেকে আব্রাহামকে ডাকলেন,
16 বললেন, 'প্রভুর উক্তি! নিজের দিব্যি দিয়েই বলছি, তুমি এই কাজ করেছ বলে – তোমার সন্তানকে, তোমার একমাত্র সন্তানকেও আমাকে দিতে অস্বীকার করনি বলে
17 আমি তোমাকে অশেষ আশীর্বাদে ধন্য করব, এবং তোমার বংশের সংখ্যা আকাশের তারানক্ষত্রের মত ও সমুদ্রতীরের বালুকণার মত করব; তোমার বংশধরেরা শত্রুদের নগরদ্বার দখল করবে।
18 তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশিসপ্রাপ্ত হবে, কারণ তুমি আমার প্রতি বাধ্যতা দেখিয়েছ।
19 পরে আব্রাহাম নিজের দাসদের কাছে ফিরে গেলেন, আর সকলে মিলে বের্শেবার দিকে রওনা হলেন ; এবং আব্রাহাম সেই বেশেবায়ই বসতি করলেন।
20 এই সমস্ত ঘটনার পর আব্রাহামের কাছে এই খবর আনা হল : 'দেখুন, মিল্কাও আপনার ভাই নাহোরের ঘরে নানা পুত্রসন্তান প্রসব করেছেন;
21 তাঁর বড় ছেলে ঊষ ও তার ভাই বুজ ও আরামের পিতা কামুয়েল,2
2 এবং কেশেদ, হাজো, পিল্দাশ, যিল্লাফ ও বেথুয়েল।
23 (এই বেথুয়েল-ই রেবেকার পিতা)। মিল্কা আব্রাহামের ভাই নাহোরের ঘরে এই আটজনকে প্রসব করলেন।
24 তাঁর উপপত্নী রেউমাও সন্তানদের প্রসব করল, তারা হল টেবাহ্, গাহাম, তাহাশ ও মায়াখা।