Index

যোশুয়া - Chapter 4

1 গোটা জাতির মানুষের যদন পার শেষ হওয়ার পর প্রভু যোশুয়াকে বললেন,
2 ‘তোমরা জনগণের মধ্য থেকে, এক একটা গোষ্ঠীর মধ্য থেকে এক একজন করে, বারোজন লোককে বেছে নাও,
3 তাদের এই আজ্ঞা দাও: তোমরা এখান থেকে, যদনের এই মাঝখান থেকে—যাজকদের পা যেখানে স্থির আছে, সেইখান থেকে বারোটা পাথর তুলে তোমাদের সঙ্গে পারে নিয়ে যাও, আজ রাতে যেখানে শিবির বসাবে, সেইখানে সেই পাথরগুলো দাঁড়াও।"
4 যোওয়া ইস্রায়েল সন্তানদের প্রতিটি গোষ্ঠী থেকে এক একজন করে যে বারোজনকে বেছে নিয়েছিলেন, কাছে ডেকে
5 তাদের বললেন, 'তোমরা তোমাদের পরমেশ্বর প্রভুর মঞ্জুষার আগে আগে যদনের মধ্য দিয়ে যাও, ইস্রায়েল সন্তানদের গোষ্ঠী সংখ্যা অনুসারে প্রত্যেকজন এক একটা পাথর কাঁধে তুলে নাও,
6 যেন সেগুলো তোমাদের মধ্যে চিহ্ন হিসাবে থাকতে পারে। ভাবীকালে যখন তোমাদের ছেলেরা জিজ্ঞাসা করবে : তোমাদের কাছে এই পাথরগুলোর অর্থ কি?
7 তখন তোমরা তাদের বলবে : প্রভুর সন্ধি-মঞ্জুষার সামনে ঘর্দনের জলরাশি দু-ভাগ হয়েছিল; মঞ্জুষা যখন ঘর্দন পার হচ্ছিল, সেসময় ঘর্দনের জলরাশি দু-ভাগ হয়েছিল: এই পাথরগুলো চিরকাল ধরেই ইস্রায়েল সন্তানদের পক্ষে স্মরণ-চিহ্নস্বরূপ হয়ে থাকবে। "
8 ইস্রায়েল সন্তানেরা যোওয়ার আজ্ঞামত কাজ করল : প্রভু যোওয়াকে যেমন বলেছিলেন, তেমনি ইস্রায়েল সন্তানদের গোষ্ঠী-সংখ্যা অনুসারে তারা ঘর্দনের মধ্য থেকে বারোটা পাথর তুলে নিল, এবং নিজেদের সঙ্গে শিবিরের দিকে নিয়ে গিয়ে সেখানে বসাল।
9 যে জায়গায় সন্ধি-মঞ্জুষার বাহক সেই যাজকদের পা স্থির হয়েছিল, ঠিক সেই জায়গায়ই খর্দনের মাঝখানে যোওয়া আরও বারোটা পাথর দাঁড় করালেন সেগুলো আজ পর্যন্তই সেখানে রয়েছে।
10 যোওয়ার কাছে মোশীর দেওয়া সমস্ত আজ্ঞা অনুসারে, এবং প্রভু যোশুয়াকে যে সমস্ত নির্দেশ জনগণকে বলতে আজ্ঞা করেছিলেন, তা সমাধা না হওয়া পর্যন্ত মঞ্জুষার বাহক সেই যাজকেরা ঘর্দনের মাঝখানে দাঁড়িয়ে থাকল। জনগণ শীঘ্রই পার হতে লাগল ।
11 গোটা জনগণের নদী পার শেষ হওয়ার পর প্রভুর মঞ্জুষা ও যাজকেরা জনগণের সামনে পার হয়ে গেল।
12 রূবেন সন্তানেরা, গাদ-সন্তানেরা ও মানাসের অর্ধেক গোষ্ঠী তাদের প্রতি মোশীর বাণীমত অস্ত্রসজ্জিত হয়ে ইস্রায়েল সন্তানদের আগে আগে পার হয়ে গেল।
13 যুদ্ধের জন্য প্রস্তুত আনুমানিক চল্লিশ হাজার লোক সংগ্রামের জন্য, প্রভুর সাক্ষাতে যেরিখোর নিম্নভূমির দিকে পার হল।
14 সেদিন প্রভু গোটা ইস্রায়েলের চোখে যোশুয়াকে মহান করলেন ; তখন জনগণ যেমন মোশীকে তাঁর জীবনের সমস্ত দিন ধরে ভয় করেছিল, তেমনি যোওয়াকেও ভয় করতে লাগল ।
15 প্রভু যোওয়াকে বললেন,
16 সন্ধি-মঞ্জুষার বাহক সেই যাজকদের যর্দন থেকে উঠে আসতে আজ্ঞা কর।
17 যোওয়া যাজকদের এই আজ্ঞা দিলেন, যর্দন থেকে উঠে এসো।
18 প্রভুর সন্ধি-মঞ্জুষার বাহক যাজকেরা বদনের মধ্য থেকে উঠে আসামাত্র যাজকদের পদতল যখন শুকনা মাটি স্পর্শ করল, তখনই যদনের জলস্রোত তার সাধারণ গতিপথে ফিরে এসে আগের মত সমস্ত কূল ছাপিয়ে গেল।
19 জনগণ বর্ষের প্রথম মাসে, মাসের দশম দিনে যদন থেকে উঠে এসে যেরিখোর পুবদিকে, গিল্লালে শিবির বসাল।
20 সেই যে পাথরগুলো তারা ঘর্দন থেকে এনেছিল, সেগুলোকে যোশুয়া গিল্লালে দাঁড় করালেন।
21 পরে তিনি ইস্রায়েল সন্তানদের উদ্দেশ করে বললেন, “ভাবীকালে যখন তোমাদের ছেলেরা নিজ নিজ পিতাকে জিজ্ঞাসা করবে : এই পাথরগুলো কি?
22 তখন তোমরা নিজ নিজ ছেলেদের একথা বুঝিয়ে দেবে : ইস্রায়েল শুকনা মাটির উপর দিয়েই এই ঘর্দন পার হয়ে এল।
23 কারণ তোমাদের পরমেশ্বর প্রভু লোহিত সাগরের প্রতি যেমন রেখেছিলেন, আমরা পার না হওয়া পর্যন্ত যেমন আমাদের সামনে তা শুষ্ক করেছিলেন, তেমনি তোমরা পার না হওয়া পর্যন্ত তোমাদের পরমেশ্বর প্রভু তোমাদের সামনে বদনের জলরাশি শুষ্ক রাখলেন।
24 যেন পৃথিবীর সকল জাতি জানতে পারে, প্রভুর হাত কেমন শক্তিশালী, এবং তোমরাও যেন তোমাদের পরমেশ্বর প্রভুকে ভয় কর—চিরদিন ধরে!