1 কানান দেশে ইস্রায়েল সন্তানেরা উত্তরাধিকার-রূপে এই সমস্তই পেল ; এলেয়াজার যাজক, নূনের সন্তান যোশুয়া ও ইস্রায়েল সন্তানদের গোষ্ঠীগুলোর পিতৃকুলপতিরা এই সমস্ত কিছু তাদের উত্তরাধিকার বলে নিরূপণ করলেন;
2 সাড়ে নয় গোষ্ঠী সম্বন্ধে প্রভু মোশীর মধ্য দিয়ে যেমন আজ্ঞা করেছিলেন, সেই অনুসারে তাদের উত্তরাধিকার গুলিবাট ক্রমেই নিরূপণ করা হল।
3 কেননা বদনের ওপারে মোশী নিজেই আড়াই গোষ্ঠীকে তার নিজ নিজ উত্তরাধিকার দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে লেবীয়দের উত্তরাধিকার দেননি;
4 বাস্তবিকই যোসেফ-সন্তানেরা দুই গোষ্ঠী হল: মানাসে ও এফ্রাইম: আর লেবীয়দের কাছে (প্রতিশ্রুত) দেশে কোন স্বত্বাংশ দেওয়া হল না, কেবল কয়েকটা শহর দেওয়া হল যেখানে তারা বাস করতে পারে; তাদের পশুপাল ও সম্পত্তির জন্য সেই সকল শহরের চারণভূমিও দেওয়া হল।
5 প্রভু মোশীকে যেমন আজ্ঞা করেছিলেন, ইস্লায়েল সন্তানেরা সেইমত কাজ করে নিজেদের মধ্যে দেশ ভাগ করে নিল।
6 তখন এমনটি ঘটল যে, যুদা-সন্তানেরা গিল্লালে যোশুয়ার কাছে এল, আর কেনিজীয় যেফুল্লির সন্তান কালেব তাঁকে বললেন, 'প্রভু কাদেশ-বার্নেয়াতে পরমেশ্বরের মানুষ মোশীকে আমার ও তোমার বিষয়ে যে কথা বলেছিলেন, তা তুমি জান।
7 আমার বয়স যখন চল্লিশ বছর, তখন প্রভুর দাস মোশী দেশ পরিদর্শন করতে কাদেশ-বার্নেয়া থেকে আমাকে পাঠিয়েছিলেন, আর আমি ফিরে এসে তাঁর কাছে আমার মনের কথা স্পষ্টই জানিয়েছিলাম।
8 আমার যে ভাইয়েরা আমার সঙ্গে গিয়েছিল, তারা জনগণের মন ভেঙে দিয়েছিল, কিন্তু আমি আমার পরমেশ্বর প্রভুর প্রতি পূর্ণ বিশ্বস্ততা দেখিয়েছিলাম।
9 মোশী সেদিন এই বলে শপথ করেছিলেন, যে ভূমির উপরে পা বাড়িয়েছ, সেই ভূমি তোমার ও চিরকাল ধরে তোমার সন্তানদের উত্তরাধিকারে থাকবে; কেননা তুমি আমার পরমেশ্বর প্রভূর প্রতি পূর্ণ বিশ্বস্ততা দেখিয়েছ।
10 এখন, দেখ, মরুপ্রান্তরে ইস্রায়েলের চলাকালে যে সময়ে প্রভু মোশীকে সেই কথা বলেছিলেন, সেসময় থেকে প্রভু তাঁর বাণী অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে বাঁচিয়ে রেখেছেন; আর আজ, দেখ, আমার বয়স পঁচাশি বছর।
11 মোশী যেদিন আমাকে পাঠান, সেদিন আমি যেমন বলিষ্ঠ ছিলাম, আজও তেমনি আছি; যুদ্ধের জন্য এবং বাইরে যাবার ও ভিতরে আসবার জন্য আমার তখন যেমন বল ছিল, এখনও তেমন বল আছে।
12 তাই সেদিন প্রভু এই যে পর্বতের কথা উল্লেখ করেছিলেন, এবার এই পর্বত আমাকে দাও, কেননা তুমি সেদিন জানতে পেরেছিলে যে, সেখানে আনাকীয়েরা আছে, বিরাট ও প্রাচীরে ঘেরা কতগুলো নগরও আছে; আমার আশা : প্রভু আমার সঙ্গে সঙ্গে থাকবেন, আর আমি প্রভুর সেই বাণী অনুসারে তাদের দেশছাড়া করব।
13 তখন যোওয়া তাঁকে আশীর্বাদ করলেন, এবং যেফুল্লির সন্তান কালেবকে উত্তরাধিকার-রূপে হেড্রোন - দিলেন।
14 এজন্য আজ পর্যন্ত হেরোনে কেনিজীয় যেফুল্লির সন্তান কালেবের উত্তরাধিকার রয়েছে, কেননা তিনি ইস্রায়েলের পরমেশ্বর প্রভুর প্রতি পূর্ণ বিশ্বস্ততা দেখিয়েছিলেন।
15 পুরাকালে হেড্রোনের নাম কিরিয়াৎ-আধা ছিল ওই আবা আনাকীয়দের মধ্যে সবচেয়ে বড় লোক ছিলেন। আর দেশ যুদ্ধ থেকে স্বস্তি পেল।