1 গুলিবাট ক্রমে দ্বিতীয় অংশ সিমেয়োনের নামে নিজ নিজ গোত্র অনুসারে সিমেয়োন-সন্তানদের গোষ্ঠীর নামে উঠল। তাদের উত্তরাধিকার হল যুদা-সন্তানদের উত্তরাধিকারের মাঝখানে।
2 তাদের এলাকায় তারা এই এই শহর পেল বেশেবা, শেবা, মোলাদা,
3 হাতসার-শুয়াল, বালা, এসেম,
4 এন্তোলাদ, বেথুল, হর্মা,
5 সিক্লাগ, বে-মার্কাবোট, হাসার-সুসা,
6 বেথ্-লেবায়োৎ ও শারুহেন: নিজ নিজ গ্রাম সমেত তেরোটা শহর;
7 আইন, রিম্মোন, এথের ও আসান : নিজ নিজ গ্রাম সমেত চারটে শহর;
8 এবং বায়ালাৎ-বেয়ের ও রামাৎ-নেগেব পর্যন্ত ওই শহরগুলোর চারপাশের সমস্ত গ্রাম। এ হল নিজ নিজ গোত্র অনুসারে সিমেয়োন-সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার।
9 সিমেয়োন-সন্তানদের উত্তরাধিকার ছিল যুদা-সন্তানদের স্বত্বাধিকারের এক ভাগ, কেননা যুদ্ধা সন্তানদের স্বত্বাংশ তাদের প্রয়োজনের চেয়ে বেশি ছিল; তাই সিমেয়োন-সন্তানেরা তাদের উত্তরাধিকারের মধ্যে উত্তরাধিকার পেল।
10 গুলিবাট ক্রমে তৃতীয় অংশ নিজ নিজ গোত্র অনুসারে জারুলোন-সন্তানদের নামে উঠল। তাদের উত্তরাধিকারের এলাকা সারিদ পর্যন্ত বিস্তৃত ছিল।
11 তাদের সীমানা পশ্চিমদিকে অর্থাৎ মারেয়ালায় উঠে গেল, এবং দাব্বেসেৎ পর্যন্ত গেল, যক্বেয়ামের সামনে যে খরস্রোত, সেই খরস্রোত পর্যন্ত গেল।
12 আর সারিদ থেকে পুবদিকে, সূর্যোদয়েরই দিকে ফিরে কিস্লোৎ-তাবরের সীমানা পর্যন্ত গেল; পরে দাবেরাতের দিকে নির্গত হয়ে যাফিয়াতে উঠে গেল।
13 আর সেখান থেকে পুবদিক, সূর্যোদয়েরই দিক হয়ে গাং-হেফের দিয়ে এং কাৎসিন পর্যন্ত গেল, এবং নেয়া পর্যন্ত ঘুরে রিম্মোৎ পর্যন্ত বিস্তৃত ছিল।
14 আর সেই সীমানা উত্তরদিকে হারাধনের দিকে বাঁকা হয়ে ইণ্ডা-এল উপত্যকা পর্যন্ত গেল।
15 তাছাড়া কাঠাৎ, নাহালাল, সিমোন, ইদেয়ালা ও বেথলেহেম—এ শহরগুলোও অন্তর্ভূক্ত ছিল : নিজ নিজ গ্রাম সমেত বারোটা শহর।
16 এ হল নিজ নিজ গোত্র অনুসারে জারুলোন-সন্তানদের উত্তরাধিকার : নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর।
17 গুলিবাট ক্রমে চতুর্থ অংশ ইসাখারের নামে — নিজ নিজ গোত্র অনুসারে ইসাখার-সন্তানদের নামে উঠল।
18 তাদের এলাকায় এই এই শহর অন্তর্ভুক্ত ছিল : যেপ্রেয়েল, কেসুল্লোত্, শুনেম,
19 হাফারাইম, সিয়োন, আনাহারাৎ,
20 রাব্বিত, কিসিয়োন, আবেগ,
21 রেমেত, এন-গাল্লিম, এন-হাম্দা ও বেথ-পাসেস।
22 আর সেই সীমানা তাবর, সাহাসিম ও বেথ্-শেষেশ পর্যন্ত গেল, আর যদন ছিল তাদের সীমানার শেষ প্রান্ত : নিজ নিজ গ্রাম সমেত ষোলটা শহর।
23 এ হল নিজ নিজ গোত্র অনুসারে ইসাখার সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর।
24 গুলিবাট ক্রমে পঞ্চম অংশ নিজ নিজ গোত্র অনুসারে আসের সন্তানদের নামে উঠল।
25 তাদের এলাকায় এই এই শহর অন্তর্ভুক্ত ছিল : হেল্কাৎ, হালি, বেটেন, আক্সাফ,
26 আলাম্মেলেক, আমেয়াদ, মিসেয়াল। তাদের সীমানা পশ্চিমদিকে কার্মেল ও সিহোর-লিরাৎ পর্যন্ত গেল।
27 আর সূর্যোদয়ের দিকে বেখ্-দাগোনের দিকে ঘুরে জাবুলোন ও উত্তরদিকে ইণ্ডা-এই্ উপত্যকা, বে-এমেক ও নেইয়েল পর্যন্ত গেল, পরে বাঁদিকে কাবুলের দিকে
28 এবং আন্দোন, রেহোব, হাম্মোন ও কানার দিকে মহাসিদোন পর্যন্ত গেল।
29 পরে সেই সীমানা ঘুরে রামায় ও প্রাচীর ঘেরা তুরস শহরে গেল, পরে সেই সীমানা ঘুরে হোসাতে গেল এবং মেহেবেল, আন্জিব,
30 উমা, আফেক ও রেহোর ঘিরে সমুদ্র পর্যন্ত গেল : নিজ নিজ গ্রাম সমেত বাইশটা শহর।
31 এ হল নিজ নিজ গোত্র অনুসারে আসের সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার : নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর।
32 গুলিবটি ক্রমে গষ্ঠ অংশ নেস্ট্রালি-সন্তানদের নামে নিজ নিজ গোত্র অনুসারে নেফালি-সন্তানদের নামে উঠল।
33 তাদের সীমানা হেলেফ থেকে, জায়ানান্নাইমে যে ওক গাছ, সেই গাছ থেকে, আদামি-নেগেব ও যারেয়েল দিয়ে লাকুম পর্যন্ত গেল, ও তার শেষ প্রান্ত ঘর্দনে ছিল।
34 আর সেই সীমানা পশ্চিমদিকে ফিরে আজোৎ-তাবর পর্যন্ত গেল, এবং সেখান থেকে হুক্কোৎ পর্যন্ত গেল; আর দক্ষিণে জাবুলোন পর্যন্ত, পশ্চিমে আসের পর্যন্ত, ও সূর্যোদয়ের দিকে যর্পনের কাছে যে যুদা, তা পর্যন্ত গেল।
35 প্রাচীর ঘেরা নগরগুলো এই ছিল : সিদ্দিম, সের, হাম্মাৎ, রাক্কাক, কিন্নেরেখ,
36 আদামা, রামা, হাৎসোর,
37 কেদেশ, এদ্রেই, এন-হাৎসোর,
38 ইরোন মিগ্দাল-এল, হোরেম, বেথ-হানাৎ ও বেথ-শেমেশ : নিজ নিজ গ্রাম সমেত উনিশটা শহর।
39 এ হল নিজ নিজ গোত্র অনুসারে নেঙালি-সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার : নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর।
40 গুলিবাঁট ক্রমে সপ্তম অংশ নিজ নিজ গোত্র অনুসারে দান-সন্তানদের গোষ্ঠীর নামে উঠল।
41 তাদের উত্তরাধিকারের এলাকায় এই এই শহর অন্তর্ভুক্ত ছিল : জরা, এটায়োল, ইর-শেমেশ,
42 শায়ালাব্বিন, আয়ালোন, ইলা,
43 এলোন, তিন্না, এক্রোন,
44 এল্তেকে, গিব্বেথোন, বায়ালা,
45 যেহুদ, বেনে-বেরাক, গাৎ-রিম্মোন,
46 মে-যার্কোন, রাক্কোন ও যাফার সামনে অবস্থিত অঞ্চল।
47 কিন্তু দান-সন্তানদের এলাকা তাদের হাতছাড়া হল, ফলে দান-সন্তানেরা লেসেম শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, এবং তা হস্তগত করে খড়্গোর আঘাতে আঘাত করল। তা অধিকার করে নিয়ে তারা সেইখানে বসতি করল, ও তাদের পিতৃপুরুষ দানের নাম অনুসারে শহরের নাম দান রাখল।
48 এ হল নিজ নিজ গোত্র অনুসারে দান-সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার। নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর।
49 নিজ নিজ সীমানা অনুসারে দেশ-বিভাগ শেষ করার পর ইয়ায়েল সন্তানেরা নিজেদের মধ্যে নূনের সন্তান যোশুয়াকে এক উত্তরাধিকার দিল।
50 তারা প্রভুর বাণী অনুসারে তাঁকে সেই শহর দিল, যা তিনি নিজে বেছে নিয়েছিলেন, অর্থাৎ তাঁকে এফ্রাইমের পার্বত্য অঞ্চলে অবস্থিত তিন্নাৎ-সেরাহ্ দিল। তিনি সেই শহর পুনর্নির্মাণ করে সেইখানে বসতি করলেন।
51 এই হল সেই সকল উত্তরাধিকার, যা এলেয়াজার যাজক, নূনের সন্তান যোশুয়া ও ইস্রায়েল সন্তানদের গোষ্ঠীগুলোর পিতৃকুলপতিরা শীলোতে প্রভুর সাক্ষাতে সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারে গুলিবাঁট ক্রমে বণ্টন করলেন। এইভাবে তাঁরা দেশ-বিভাগ কর্ম সমাধা করলেন।