1 যখন হাসোরের রাজা যাবিন এই সমস্ত কিছুর খবর পেলেন, তখন তিনি মাদোনের রাজা যোবাবের, সিঘ্রোনের ও আক্সাফের রাজার কাছে,
2 এবং উত্তরে, পার্বত্য অঞ্চলে, কিন্নেরেথের দক্ষিণে অবস্থিত আরাবায়, নিম্নভূমিতে ও সাগরের দিকে অবস্থিত দোর-উপপর্বতমালার রাজাদের কাছে দূত পাঠালেন।
3 পুবে ও পশ্চিমে কানানীয়েরা ছিল, পার্বত্য অঞ্চলে ছিল আমোরীয়েরা, হিভীয়েরা, পেরিজীয়েরা ও সেীয়েরা, এবং হার্মোনের নিচে অবস্থিত মিম্পা এলাকায় হিব্বীয়েরা ছিল।
4 তাঁরা নিজ নিজ গোটা সৈন্যদল নিয়ে বের হলেন : তারা ছিল সমুদ্রের বালুকণার মতই অসংখ্য লোক; তাদের সঙ্গে ছিল বহু বহু ঘোড়া ও যুদ্ধরথ।
5 এই রাজারা সকলে একজোট হয়ে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে এসে একত্রে শিবির বসালেন।
6 তখন প্রভু যোওয়াকে বললেন, 'ওদের ভয় করো না, কেননা আগামীকাল এই সময়েই আমি ইস্রায়েলের সামনে ওদের সকলকে বিদ্ধই দেখাব। তুমি ওদের ঘোড়ার পায়ের শিরা কাটবে ও রথগুলো আগুনে পুড়িয়ে দেবে।
7 যোশুয়া গোটা সৈন্যদল সঙ্গে নিয়ে মেরোম জলাশয়ের কাছে হঠাৎ তাদের কাছে গিয়ে পৌঁছে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন।
8 প্রভু তাদের ইস্রায়েলের হাতে তুলে দিলেন, আর ইস্রায়েলীয়েরা তাদের পরাভূত করে মহাসিদোন ও মিস্রেফোৎ-মাইম পর্যন্ত ও পুবদিকে মিস্পার উপত্যকা পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করল; তাদের আঘাত করল যেপর্যন্ত তাদের কাউকে বাঁচিয়ে রাখল না।
9 প্রভু যেমন আজ্ঞা করেছিলেন, যোওয়া তাদের প্রতি সেইমত ব্যবহার করলেন : তিনি তাদের ঘোড়ার পায়ের শিরা কাটলেন ও তাদের রথগুলো আগুনে পুড়িয়ে দিলেন।
10 সেসময় যোওয়া ফিরে এসে হাসোর হস্তগত করলেন, ও খড়ের আঘাতে সেখানকার রাজাকে প্রাণে মারলেন, কেননা আগে সেই হাসোর সেই সকল রাজ্যের রাজধানী হয়েছিল।
11 তিনি সেখানকার সমস্ত প্রাণীকে বিনাশ-মানতের বন্ধু করে খড়ের আঘাতে মেরে ফেললেন; তার মধ্যে একটা প্রাণীকেও বাঁচিয়ে রাখলেন না, এবং শেষে হাসোর আগুনে পুড়িয়ে দিলেন।
12 যোওয়া ওই রাজনগরগুলো ও সেখানকার সমস্ত রাজাকে হস্তগত করে খড়্গোর আঘাতে তাঁদের প্রাণে মারলেন; তাঁদের তিনি বিনাশ-মানতের বস্তু করলেন, যেমনটি প্রভুর দাস মোশী আজ্ঞা করেছিলেন।
13 তথাপি যে সকল শহর নানা পর্বতচূড়ায় স্থাপিত ছিল, ইম্রায়েল সেগুলোর একটাও পোড়াল না; তারা কেবল হাৎসোর বাকি রাখল, তা যোওয়া নিজেই পুড়িয়ে দিলেন।
14 ইস্রায়েল সস্তানেরা সেই সকল শহরের সবকিছু ও পশুধন নিজেদের জন্য লুটের মাল হিসাবে নিল, কিন্তু প্রত্যেক মানুষকে খড়ের আঘাতে মেরে সংহার করল; তাদের মধ্যে কোন প্রাণীকে বাঁচিয়ে রাখল না।
15 প্রভু তাঁর দাস মোশীকে যেমন আজ্ঞা করেছিলেন, মোশীও যোশুয়াকে যেমন আজ্ঞা দিয়েছিলেন, যোওয়া সেইমত ব্যবহার করলেন : প্রভু যোশীকে যে যে আজ্ঞা দিয়েছিলেন, যোওয়া সেগুলোর একটাও অবহেলা করলেন না।
16 এইভাবে যোওয়া সেই সমস্ত অঞ্চল, পার্বত্য অঞ্চল, সমস্ত নেগেব অঞ্চল, সমস্ত গোশেন দেশ, নিম্নভূমি, আরাবা নিম্নভূমি, ইস্রায়েলের পার্বত্য অঞ্চল ও তার নিম্নভূমি দখল করলেন :
17 সেইরের দিকে উঠে গেছে সেই হালাক পর্বত থেকে হার্মোন পর্বতের পাদদেশে লেবাননের উপত্যকায় অবস্থিত বায়াল-গাদ পর্যন্ত তিনি তাদের সমস্ত রাজাকে ধরলেন, আঘাত করলেন, বধ করলেন।
18 যোওয়া বহুদিন ধরে সেই রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
19 গিবেয়োন-নিবাসী হিব্বীয়েরা ছাড়া এমন আর কোন শহর ছিল না যা ইস্রায়েল সন্তানদের সঙ্গে শান্তি চুক্তি করল; বাকি সমস্ত কিছু তারা যুদ্ধ-সংগ্রামেই হস্তগত করল।
20 কেননা প্রভুরই সঙ্কল্প এ ছিল যে, তাদের হৃদয় ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জেদি হবে, যেন তারা বিনাশ-মানতের বস্তু হয় ও তিনি তাদের প্রতি দয়া না দেখিয়ে বরং তাদের সংহারই করেন; যেমন প্রভু মোশীকে আজ্ঞা করেছিলেন।
21 সেসময় যোওয়া গিয়ে পার্বত্য অঞ্চল থেকে — হেব্রোন, দেবির ও আনাব থেকে, যুদার সমস্ত পার্বত্য অঞ্চল থেকে ও ইস্রায়েলের সমস্ত পার্বত্য অঞ্চল থেকে আনাকীয়দের উচ্ছেদ করলেন; যোওয়া তাদের ও তাদের শহরগুলো বিনাশ-মানতের বস্তু করলেন।
22 ইস্রায়েল সন্তানদের এলাকায় আনাকীয়দের কেউই বেঁচে থাকল না; কেবল গাজায়, গাতে ও আসদোদে কয়েকজন রেহাই পেল।
23 মোশীর কাছে প্রভুর দেওয়া সমস্ত বাণী অনুসারে যোশুয়া সমস্ত দেশ হস্তগত করলেন; তিনি প্রতিটি গোষ্ঠী অনুযায়ী বিভাগ অনুসারে তা ইস্রায়েলের উত্তরাধিকার রূপে দিলেন। আর দেশ যুদ্ধ থেকে স্বস্তি পেল।