Index

যোশুয়া - Chapter 15

1 গুলিবাঁট ক্রমে নিজ নিজ গোত্র অনুসারে যুদা-সন্তানদের গোষ্ঠীর যে স্বত্ত্বাংশ নিরূপিত হল, তা এদোমের সীমানায় অবস্থিত, অর্থাৎ নেগেবের দিকে, সর্বদক্ষিণ প্রান্তে সীন মরুপ্রান্তর পর্যন্ত বিস্তৃত।
2 লবণ-সাগরের প্রান্ত থেকে অর্থাৎ নেগেবমুখী জিহ্বা-ভূমি থেকেই তাদের দক্ষিণ সীমানার আরম্ভ ;
3 আর তা দক্ষিণদিকে আক্রাক্সিম আরোহণ-পথ দিয়ে সীন পর্যন্ত গেল, এবং কাদেশ-বার্নেয়ার দক্ষিণদিক হয়ে ঊর্ধ্বের দিকে গেল; পরে হেসোনে গিয়ে আদ্দারের দিকে ঊর্ধ্বগামী হয়ে কার্কা পর্যন্ত ঘুরে গেল।
4 পরে আসমোন হয়ে মিশরের খরস্রোত পর্যন্ত বের হয়ে গেল; আর ওই সীমানার শেষ প্রান্ত সমুদ্রে ছিল : এ হবে তোমাদের দক্ষিণ সীমানা।
5 পূব সীমানা ছিল যর্দনের মোহনা পর্যন্ত লবণ-সাগর। উত্তরদিকের সীমানা বর্মনের মোহনায় সমুদ্রের জিহ্বা ভূমি থেকে শুরু করে বেথ-হগ্লায় ঊর্ধ্বে গিয়ে
6 বেথ্-আরাবার উত্তরদিক হয়ে গেল, পরে রূবেন-সন্তান বোহানের পাথর পর্যন্ত উঠে গেল।
7 আবার, সেই সীমানা আখোর উপত্যকা থেকে দেবিরের দিকে গেল; পরে খরস্রোতের দক্ষিণ পারে অবস্থিত আদুম্মিম আরোহণ-পথের সামনে অবস্থিত গিল্লালের দিকে মুখ করে উত্তরদিকে গেল, ও এন্-শেমেশ নামে জলাশয়ের দিকে চলে গেল, আর তার শেষ প্রান্ত এন-রোগেলে ছিল।
8 সেই সীমানা বেন্-হিল্লোম উপত্যকা দিয়ে উঠে যেবুসের অর্থাৎ যেরুসালেমের দক্ষিণ পাশ দিয়ে গেল, এবং পশ্চিমে হিল্লোম উপত্যকার সামনে ও রেফাইম সমতল ভূমির উত্তরপ্রান্তে অবস্থিত পর্বতচূড়া পর্যন্ত গেল।
9 পরে সেই সীমানা ওই পর্বতচূড়া থেকে নেপ্তোয়ার জলাশয়ের উৎস পর্যন্ত বিস্তৃত হল, এবং এফ্রোন পর্বতের কাছে অবস্থিত শহরগুলি পর্যন্ত বের হয়ে গেল; পরে বায়ালা অর্থাৎ কিরিয়াৎ-যেয়ারিম পর্যন্ত গেল;
10 পরে বায়ালা থেকে সেইর পর্বত পর্যন্ত পশ্চিমদিকে ঘুরে যেয়ারিম পর্বতের উত্তর পাশে অর্থাৎ সোলোন পর্যন্ত গেল; পরে বেথ্-শেমেশে নিচের দিকে গিয়ে তিন্নার মধ্য দিয়ে গেল।
11 পরে সেই সীমানা এফ্রোনের উত্তর পাশ পর্যন্ত গেল, সিক্কারোন পর্যন্ত বিস্তৃত হল ও বালা পর্বত হয়ে যারেয়েলে গিয়ে তার শেষ প্রাপ্ত সমুদ্রে পড়ল।
12 পশ্চিম সীমানা ছিল মহাসমুদ্র ও তার অঞ্চল। নিজ নিজ গোত্র অনুসারে যুদা-সন্তানদের চতুঃসীমানা এই।
13 যোশুয়ার কাছে প্রভুর দেওয়া আজ্ঞা অনুসারে যেফুন্নির সন্তান কালেবকে যুদা-সন্তানদের মধ্যেই স্বত্বাংশ দেওয়া হল তাঁকে দেওয়া হল কিরিয়াৎ-আর্বা, অর্থাৎ হেব্রোন; ওই আর্বা আনাকের পিতা।
14 কালেব সেখান থেকে আনাকের তিন সন্তান শেশাই, আহিমান ও তামাইকে তাড়িয়ে দিলেন; তারা ছিল আনাকের বংশধর।
15 সেখান থেকে তিনি দেবিরের অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন : আগে দেবিরের নাম ছিল কিরিয়াৎ-সেফের।
16 কালেব বললেন, 'যে কেউ কিরিয়াৎ-সেফের আক্রমণ করে হস্তগত করবে, তার সঙ্গে আমি আমার মেয়ে আব্বার বিবাহ দেব।'
17 কালেবের ভাই কেনাজের সন্তান অৎনিয়েল শহরটা হস্তগত করলে তিনি তাঁর সঙ্গে তাঁর আপন মেয়ে আক্সার বিবাহ দিলেন।
18 ওই মেয়ে স্বামীর ঘরে এলে স্বামী তার মনে এই চিন্তা ঢোকালেন, সে যেন পিতার কাছে একটা মাঠ চায়। কিন্তু সে গাধা থেকে নামলে কালেব তাকে জিজ্ঞাসা করলেন, ‘ব্যাপারটা কি?”
19 উত্তরে সে বলল, 'একটি আশীর্বাদ দান করুন : যেহেতু আপনি আমাকে নেগেব অঞ্চলটা দিয়েছেন, সেজন্য জলের উৎসগুলিও আমাকে দিন।' তাই তিনি তাকে উপরের উৎসগুলো ও নিচের উৎসগুলো দিলেন।
20 নিজ নিজ গোত্র অনুসারে যুদা-সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার এই :
21 নেগেবে এদোমের সীমানার কাছে যুদা-সন্তানদের গোষ্ঠীর প্রান্তে অবস্থিত শহরগুলো এ এ কান্সেল, এদের, যাগুর,
22 কিনা, দিমোনা, আরারা,
23 কেদেশ, হাৎসোর, ইনান,
24 জিফ, টেলেম, বেয়ালোট হাৎসোর হাদাত্তা,
25 কেরিয়োৎ-হেস্লোন অর্থাৎ হাইসোর,
26 আমাম শেমা, মোলাদা,
27 হাসার-গাচ্ছা, হেসমোন, বেথ্-পেলেট,
28 হাৎসার শুয়াল, বেশেবা ও তার যত উপনগর,
29 বায়ালা, ইম, এসেম,
30 এন্তোলাদ, কেসিল, হর্মা,
31 সিক্লাগ, মামান্না ও সান্সান্না,
32 লেবায়োৎ, সিহিম ও আইন-রিম্মোন : নিজ নিজ গ্রাম সমেত ঊনত্রিশটা শহর।
33 পশ্চিম উপপার্বত্য অঞ্চলে :
34 এষ্টায়োল, জরা, আসা, জানোয়াহ্, এন-গাল্লিম, তাল্লুয়াহ্, এনাম, 'যামুৎ,
35 আদুল্লাম, সোখো, আজেকা,
36 শায়ারাইম, আদিথাইম, গেদেরা ও গেদেরোথাইম : নিজ নিজ গ্রাম সমেত সবসুদ্ধ চৌদ্দটা শহর :
37 সেনান, হাদাসা, মিন্দাল-পাদ,
38 দিলেয়ান, মিস্পে, যজ্ঞেল,
39 লাখিশ, কয়াৎ, এগ্লোন,
40 কাব্বোন, লাহুমাস, কিংলিস,
41 গেনেরোৎ, বেগ-দাগোন, নায়ামা, মাক্কেদা: নিজ নিজ গ্রাম সমেত ষোলটা শহর :
42 লিরা, এথের, আসান,
43 ইস্তা, আয়া, নেৎসিব,
44 কেইলা, আঞ্জিব ও মারেসা : নিজ নিজ গ্রাম সমেত ন'টা শহর ;
45 এক্রোন ও তার উপনগর ও গ্রামসকল ;
46 এক্রোন থেকে সমুদ্র পর্যন্ত আসদোদের নিকটবর্তী সমস্ত জায়গা ও গ্রামগুলো :
47 আসদোদ ও তার উপনগর ও গ্রামসকল ; গাজা ও তার উপনগর ও গ্রামসকল। মিশরের খরস্রোত পর্যন্ত, মহাসমুদ্র ও তার পার্শ্ববর্তী অঞ্চল।
48 পার্বত্য অঞ্চলে : শামির, ঘাত্তির, সোখো,
49 "দান্না, কিরিয়াৎ-সান্না অর্থাৎ দেবির
50 আনাব, এষ্টেমোয়া, আনিম,
51 গোশেন, হোলোন ও গিলো: নিজ নিজ গ্রাম সমেত এগারোটা শহর ;
52 আরাব, দুমা, এসেয়ান,
53 যানুম, বেথ-তাল্লুয়াহ্, আফেকা
54 হুম্টা কিরিয়াৎ-আর্বা অর্থাৎ হেরোন ও সিয়োর নিজ নিজ গ্রাম সমেত ন'টা শহর
55 মায়োন, কার্মেল, জিফ, ফুট্টা,
56 যেস্রেয়েল, যব্দেয়াম, সানোয়াহ,
57 কাইন গিবেয়া ও তিল্লা : নিজ নিজ গ্রাম সমেত দশটা শহর ;
58 হাহুল, বে-সুর, গেদোর,
59 মায়ারাৎ, বেগ হানোৎ ও এন্তেকোন নিজ নিজ গ্রাম সমেত ছ'টা শহর।
60 কিরিয়াৎ-বায়াল অর্থাৎ কিরিয়াৎ- যেয়ারিম ও রাব্বা নিজ নিজ গ্রাম সমেত দু'টো শহর ।
61 মরুপ্রান্তরে : বে-আরাবা, মিদ্দিন, সেকাখা,
62 নিব্সান, লবণ-নগর ও এন-গেদি : নিজ নিজ গ্রাম সমেত ছ'টা শহর।
63 যুদা-সন্তানেরা যেরুসালেম-নিবাসী যেবুসীয়দের দেশছাড়া করতে পারল না ; তাই যেসীয়েরা আজ পর্যন্ত যুদা-সন্তানদের সঙ্গে যেরুসালেমে বাস করে আসছে।