Index

যোশুয়া - Chapter 16

1 গুলিবাট ক্রমে যোসেফ-সন্তানদের স্বত্বাংশ যেরিখোর কাছে যদন থেকে—অর্থাৎ পুরে অবস্থিত যেরিখোর জলাশয় থেকে— পার্বত্য অঞ্চলে যেরিখো থেকে ঊর্ধ্বগামী মরুপ্রান্তর বেয়ে বেথেলে গেল;
2 পরে বেথেল থেকে লুজায় এগিয়ে গেল, এবং সেই স্থান হয়ে আর্কীয়দের সীমানা পর্যন্ত আটারোতে এগিয়ে গেল ;
3 আর পশ্চিমদিকে যাফ্লেটীয়দের সীমানার দিকে নিচের বেথ-হোরোনের সীমানা পর্যন্ত, গেজের পর্যন্তও এগিয়ে গেল, ও তার সীমানার শেষ প্রান্ত সমুদ্রে ছিল।
4 এইভাবেই যোসেফ-সন্তান মানাসে ও এফ্রাইম নিজ নিজ উত্তরাধিকার পেল।
5 নিজ নিজ গোত্র অনুসারে এফ্রাইম-সন্তানদের এলাকা এই পুবদিকে উপরের বেথ-হোরোন পর্যন্ত আটারোং-আদ্দার হল তাদের উত্তরাধিকারের সীমানা:
6 পরে ওই সীমানা পশ্চিমদিকে মিকমেথাতের উত্তরে নির্গত হল;
7 পরে পুবদিকে ঘুরে তায়ানাৎ-শীলো পর্যন্ত গিয়ে তার কাছ দিয়ে যানোয়াহর পুবদিকে গেল। পরে যানোয়াহ্ থেকে আটারোৎ ও নায়ারা হয়ে যেরিখো পর্যন্ত গিয়ে মর্দনে নির্গত হল।
8 পরে সেই সীমানা তাল্লুয়াহ থেকে পশ্চিমদিক হয়ে কান্না খরস্রোতে গেল, ও তার সীমানার শেষ প্রান্ত সমুদ্রে ছিল। নিজ নিজ গোত্র অনুসারে এ ছিল এফ্রাইম-সন্তানদের গোষ্ঠীর উত্তরাধিকার।
9 এছাড়া মানাসে সন্তানদের উত্তরাধিকারের মধ্যে এফ্রাইম-সন্তানদের জন্য আলাদা করে রাখা নানা শহর ও সেগুলোর গ্রাম ছিল।
10 তারা গেজের-নিবাসী কানানীয়দের দেশছাড়া করতে পারল না; কানানীয়েরা ম আজ পর্যন্ত এফ্রাইমের মধ্যে বাস করে আসছে, কিন্তু তাদের উপরে মেহনতি কাজ চাপিয়ে দেওয়া আছে।