Index

যোশুয়া - Chapter 17

1 মানাসে গোষ্ঠীর যে স্বত্বাংশ নিরূপিত হল, তা এই, কেননা তিনি ছিলেন যোসেফের জ্যেষ্ঠ পুত্র। কিন্তু গিলেয়াদের পিতা অর্থাৎ মানাসের জ্যেষ্ঠ পুত্র মাখির যোদ্ধা হওয়ায় গিলেয়াদ ও বাশান পেয়েছিলেন।
2 তাই নিজ নিজ গোত্র অনুসারে মানাসের অন্যান্য সন্তানদের, যথা আবিয়েজেরের সন্তানদের, হেলেকের সন্তানদের, আম্রিয়েলের সন্তানদের, সিখেমের সন্তানদের, হেফেরের সন্তানদের ও শেমিদার সন্তানদের নিজ নিজ স্বত্বাংশ দেওয়া হল ; নিজ নিজ গোত্র অনুসারে এরাই যোসেফের সন্তান মানাসের পুত্রসন্তান ।
3 কিন্তু সেলোহাদ—মানাসের সন্তান মাখির, মাখিরের সন্তান গিলেয়াদ, গিলেয়াদের সন্তান হেফের এই হেফরের সন্তান সেলোহাদের কোন ছেলে ছিল না; কেবল কয়েকটি মেয়ে ছিল, যাদের নাম এই মাহ্লা, নোয়া, হপ্পা, মিল্কা ও তিসা।
4 এরা এলেয়াজার যাজকের, নূনের সন্তান যোওয়ার ও জননেতাদের সামনে এসে বলল, “প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন, যেন আমাদের ভাইদের মধ্যে আমাদের একটা উত্তরাধিকার দেওয়া হয়। তাই প্রভুর আজ্ঞামত তিনি তাদের পিতার ভাইদের মধ্যে তাদের একটা উত্তরাধিকার দিলেন।
5 তাতে যর্দনের ওপারে, সেই গিলেয়াদ ও বাশান দেশ ছাড়া মানাসের হাতে দশ ভাগ পড়ল,
6 কারণ মানাসের সন্তানদের মধ্যে তার কন্যারাও উত্তরাধিকার পেল; আর মানাসের অন্য সন্তানেরা গিলেয়াদ অঞ্চল পেল।
7 মানাসের সীমানা আসের দিক থেকে সিখেমের সামনে অবস্থিত মিকমেথাৎ ছিল; পরে ওই সীমানা ডান পাশে তাল্লুয়াহ্র জলের উৎসের কাছে অবস্থিত ঘাসিব পর্যন্ত গেল।
8 মানাসে তাল্লুয়াহ্ অঞ্চল পেল, কিন্তু মানাসের সীমানায় সেই তাল্লুয়াহ্ এফ্রাইম-সন্তানদেরই ছিল;
9 ওই সীমানা কান্না খরস্রোত পর্যন্ত, খরস্রোতের দক্ষিণ তীরে নেমে গেল; মানাসের শহরগুলোর মধ্যে অবস্থিত এই সকল শহর এফ্রাইমেরই ছিল; মানাসের সীমানা খরস্রোতের উত্তরদিকে ছিল, এবং তার সীমানার শেষ প্রান্ত সমুদ্রে ছিল।
10 দক্ষিণদিকের অঞ্চল ছিল এফ্রাইমের, ও উত্তরদিকের অঞ্চল ছিল মানাসের এবং সমুদ্রই ছিল তার সীমানা; তারা উত্তরদিকে আসেরের ও পুবদিকে ইসাখারের পার্শ্ববর্তী ছিল।
11 উপরন্তু ইসাখারের ও আসেরের মধ্যে নিজ গ্রামগুলির সঙ্গে বেথ-সেয়ান, নিজ গ্রামগুলির সঙ্গে বি ইরেয়াম, নিজ গ্রামগুলির সঙ্গে দোরের অধিবাসীরা, নিজ গ্রামগুলির সঙ্গে এন-দোরের অধিবাসীরা, নিজ গ্রামগুলির সঙ্গে তায়ানাথের অধিবাসীরা, নিজ গ্রামগুলির সঙ্গে মেগিদ্দোর অধিবাসীরা এবং পার্বত্য অঞ্চলের তিন চূড়া মানাসেরই ছিল।
12 কিন্তু মানাসের সন্তানেরা সেই সমস্ত শহরবাসীকে দেশছাড়া করতে পারল না, আর কানানীয়েরা সেই অঞ্চলে বাস করতে থাকল।
13 পরে ইস্রায়েল সন্তানেরা যখন প্রবল হল, তখন কানানীয়দের উপরে মেহনতি কাজ চাপিয়ে দিল ; কিন্তু তবুও তাদের কখনও সম্পূর্ণরূপে দেশছাড়া করল না।
14 যোসেফ-সন্তানেরা যোওয়াকে বলল, 'আপনি কেন আমাকে উত্তরাধিকার-রূপে কেবল এক অংশ, কেবল এক ভাগ দিলেন? প্রভু আমাকে এমন প্রচুর আশিসে ধন্য করেছেন যে আমি বহুসংখ্যক এক জাতি হয়েছি।
15 যোওয়া উত্তর দিলেন, 'তুমি যখন এত বহুসংখ্যক এক জাতি, তখন সেই বনে উঠে যাও ও সেখানে পেরিজীয়দের ও রেফাইমদের এলাকায় তোমার ইচ্ছামত বন কেটে ফেল—যেহেতু এফ্রাইমের পার্বত্য অঞ্চল তোমার পক্ষে সঙ্কীর্ণ।'
16 যোসেফ-সন্তানেরা বলল, 'পার্বত্য অঞ্চল আমাদের পক্ষে যথেষ্ট নয়; তাছাড়া উপত্যকায় যে সমস্ত কানানীয় বাস করে— বিশেষভাবে যারা বেথ সেয়ানে ও সেখানকার উপনগরগুলোতে এবং যেগ্রেয়েল সমতল ভূমিতে বাস করে, তাদের লোহার রথ আছে।'
17 যোশুয়া যোসেফকুলকে অর্থাৎ এফ্রাইম ও মানাসেকে বললেন, 'তুমি বহুসংখ্যক এক জাতি, তোমার পরাক্রমও মহান ; তুমি কেবল এক অংশের অধিকারী হবে না,
18 কিন্তু পার্বত্য অঞ্চলও তোমার হবে। তা বন বটে, কিন্তু সেই গাছগুলো কেটে ফেললে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তা তোমার হবে; কেননা কানানীয়দের লোহার রথ ও পরাক্রম থাকলেও তুমি তাদের দেশছাড়া করবেই।'