1 যর্দনের ওপারে সূর্যাস্তের দিকে ইয়ায়েল সন্তানেরা দেশের যে যে রাজাকে পরাজিত করে তাঁদের দেশ অর্থাৎ আর্নোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত ও পুবদিকে সমস্ত আরাবা নিম্নভূমি হস্তগত করেছিল, সেই সেই রাজা এই :
2 হেসবোন-নিবাসী আমোরীয়দের রাজা সিহোন: তাঁর কর্তৃত্ব ছিল আর্নোন খাদনদীর সীমায় অবস্থিত আরোয়ের উপত্যকার মধ্যবর্তী শহর থেকে, ও অর্ধেক • গিলেয়াদ, আম্মোন-সন্তানদের সীমানা যাব্বোক নদী পর্যন্ত
3 এবং কিন্নেরেথ হ্রদ পর্যন্ত আরাবা নিম্নভূমিতে, পুবদিকে, ও বেথ্-যেসিমোতের পথে আরাবা নিম্নভূমিতে অবস্থিত লবণ-সাগর পর্যন্ত, পূর্বদিকে, এবং পিম্পা পাদদেশের নিচে দক্ষিণ দেশে।
4 উপরন্তু বাশানের রাজা সেই ওগ, রেফাইম-বংশের একটা অবশিষ্টাংশ থেকে যার উদ্ভব ও আস্তারোতে ও এপ্লেইতে যাঁর বাসস্থান;
5 তিনি হার্মোন পর্বতে সাস্থাতে ও গেশুরীয়দের ও মায়াখাথীয়দের সীমানা পর্যন্ত গোটা বাশান দেশে, এবং হেসবোনের সিহোন রাজার সীমানা পর্যন্ত অর্ধেক গিলেয়াদ দেশে কর্তৃত্ব করছিলেন।
6 প্রভূর দাস মোশী ও ইস্রায়েল সন্তানেরা এঁদের পরাজিত করেছিলেন, এবং প্রভুর দাস মোশী সেই দেশের অধিকার রূবেনীয় ও গাদীয়দের এবং মানাসের অর্ধেক গোষ্ঠীকে দিয়েছিলেন।
7 যদনের এপারে, পশ্চিমদিকে, লেবাননের নিম্নভূমিতে অবস্থিত বায়াল-গাদ থেকে সেইরগামী হালাক পর্বত পর্যন্ত যোওয়া ও ইস্রায়েল সন্তানেরা দেশের যে যে রাজাকে পরাজিত করলেন, ও যোওয়া যাঁদের দেশের অধিকার নিজ নিজ বিভাগ অনুসারে ইস্রায়েলের গোষ্ঠীগুলোকে দিলেন, সেই সকল রাজা,
8 অর্থাৎ পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, আরাবা নিম্নভূমি, পর্বতমালার পাদদেশ, মরুপ্রান্তর ও দক্ষিণাঞ্চলে নিবাসী হিত্তীয়, আমোরীয়, কানানীয়, পেরিজীয়, হিব্বীয় ও যেবুসীয় সকল রাজা এই :
9 যেরিখোর রাজা : একজন ;
বেথেলের নিকটবর্তী আইয়ের রাজা : একজন
10 যেরুসালেমের রাজা : একজন ;
হেব্রোনের রাজা : একজন ;
11 যামুতের রাজা : একজন ;
লাখিশের রাজা : একজন
12 এগ্রোনের রাজা : একজন
গেজেরের রাজা : একজন ;
13 দেবিরের রাজা : একজন ;
গেদেরের রাজা : একজন ;
14 হর্মার রাজা : একজন ;
আরাদের রাজা : একজন ;
15 লিরার রাজা : একজন ;
আদুল্লামের রাজা : একজন ;
16 মাক্কেদার রাজা : একজন ;
বেথেলের রাজা : একজন
17 তাপ্পুয়ার রাজা : একজন ;
হেফেরের রাজা : একজন ;
18 আফেকের রাজা : একজন
শারোনের রাজা : একজন ;
19 মাদোনের রাজা : একজন ;
হাৎসোরের রাজা : একজন ;
20 সিমোন-মেরোনের রাজা : একজন ;
আক্সাফের রাজা : একজন ;
21 তানাথের রাজা : একজন ;
মেগিদ্দোর রাজা একজন
22 কাদেশের রাজা : একজন ;
কার্নেলে অবস্থিত যক্রেয়ামের রাজা। একজন ;
23 দোরের উপপর্বতে অবস্থিত দোরের রাজা একজন
গিল্লালের জাতিগুলোর রাজা : একজন ;
24 তিসার রাজা : একজন।
সবসমেত একত্রিশজন রাজা।