1 তখন যোশুয়া রুবেনীয়দের, গাদীয়দের ও মানাসের অর্ধেক গোষ্ঠীকে ডেকে
2 বললেন: 'প্রভুর দাস মোশী যে সকল আজ্ঞা তোমাদের দিয়েছেন, সেই সমস্তই তোমরা পালন করেছ, এবং আমি যা কিছু তোমাদের আজ্ঞা করেছি, তাতে তোমরা আমার প্রতি বাধ্যতা দেখিয়েছ।
3 বহুদিন থেকে আজ পর্যন্ত তোমরা তোমাদের ভাইদের ছেড়ে যাওনি, বরং তোমাদের পরমেশ্বর প্রভুর আজ্ঞা পালন করে এসেছ।
4 এখন তোমাদের পরমেশ্বর প্রভু তাঁর প্রতিশ্রুতিমত তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন, তাই এখন তোমরা তোমাদের তাঁবুতে, তোমাদের সেই অধিকার-দেশে ফিরে যাও, যা প্রভুর দাস মোশী যদনের ওপারে তোমাদের জন্য স্থির করেছেন।
5 কেবল এই বিষয়ে খুব যত্নবান থাক : প্রভুর দাস মোশী যে আজ্ঞাগুলি ও বিধান তোমাদের দিয়েছেন, তা পালন কর; হ্যাঁ, তোমাদের পরমেশ্বর প্রভুকে ভালবাস, তাঁর সমস্ত পথে চল, তাঁর আজ্ঞাগুলো পালন কর, তাঁকে আঁকড়িয়ে ধর, এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণ দিয়ে তাঁর সেবা কর।'
6 যোশুয়া তাদের আশীর্বাদ করে বিদায় দিলেন আর তারা নিজ নিজ তাঁবুতে ফিরে গেল।
7 মোশী মানাসের অর্ধেক গোষ্ঠীকে বাশানে একটা এলাকা দিয়েছিলেন, এবং যোশুয়া তার বাকি অর্ধেক গোষ্ঠীকে ঘর্দনের পশ্চিমপারে তাদের ভাইদের মধ্যে একটা এলাকা দিলেন। তাদের নিজ নিজ তাঁবুতে বিদায় দেবার সময়ে যোওয়া তাদের আশীর্বাদ করলেন,
8 এবং এই কথাও বললেন : “তোমরা প্রচুর সম্পত্তি, বহু বহু পশুধন, রুপো, সোনা, ব্রা, লোহা ও অনেক পোশাক সঙ্গে নিয়ে নিজ নিজ তাঁবুতে ফিরে যাচ্ছ; তোমাদের শত্রুদের হাত থেকে নেওয়া লুণ্ঠিত সম্পদ তোমাদের ভাইদের সঙ্গেই ভাগ ভাগ করে নাও।'
9 তাই রূবেন সন্তানেরা, গাদ-সন্তানেরা ও মানাসের অর্ধেক গোষ্ঠী কানান দেশে সেই শীলোতে ইস্রায়েল সন্তানদের রেখে বাড়ি ফিরে গেল, এবং তাদের অধিকার দেশের দিকে, সেই দিলেয়াদের দিকে রওনা হল, যা মোশীর মধ্য দিয়ে দেওয়া প্রভুর আজ্ঞাবলে স্বত্বাধিকার-রূপে পেয়েছিল।
10 কানান দেশে যদনের ধারে অবস্থিত ওয়েসিলোতে এসে পৌঁছলে রুবেন সন্তানেরা, পাদ-সন্তানেরা ও মানাসের অর্ধেক গোষ্ঠী সেখানে ধর্মনের ধারে একটা যজ্ঞবেদি গাগল : দেখতে সেই বেদি বিরাট।
11 যখন ইস্রায়েল সন্তানেরা : একথা শুনল, 'দেখ, রূবেন সন্তানেরা, গাদ-সন্তানেরা ও মানাসের অর্ধেক গোষ্ঠী কানান দেশের উল্টো দিকে, যদনের ধারে অবস্থিত সেই গুয়েলিলোতে, ইস্রায়েল সন্তানদের পারে একটা যজ্ঞবেদি গেঁথেছে,
12 তখন একথা শুনে ইস্রায়েল সন্তানদের সমস্ত জনমণ্ডলী তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার জন্য শীলোতে সমবেত হল।
13 ইস্রায়েল সন্তানেরা রূবেন-সন্তানদের, গাদ-সন্তানদের ও মানাসের অর্ধেক গোষ্ঠীর কাছে গিলেয়াদ দেশে এলেয়াজার যাজকের সন্তান ফিনেয়াসকে সঙ্গে দশজন জননেতাকে—ইস্লায়েলের প্রতিটি গোষ্ঠী থেকে এক একজন
14 ও তাঁর পিতৃকুলপতিকে পাঠাল, তাঁরা এক একজন ইয়ায়েলের সহস্র সহস্রজনের মধ্যে নিজ নিজ পিতৃকুলের জননেতা ছিলেন।
15 তাঁরা গিলেয়াদ দেশে রূবেন-সন্তানদের, গাদ-সন্তানদের ও মানাসের অর্ধেক গোষ্ঠীর কাছে এসে তাদের একথা বললেন,
16 প্রভুর গোটা জনমণ্ডলী একথা বলছে : আজ প্রভুর প্রতি বিদ্রোহ করার জন্য একটা যজ্ঞবেদি গাঁথায়, হ্যাঁ, আজ প্রভুর অনুসরণেই পিছটান দেওয়ায় তোমরা ইস্রায়েলের পরমেশ্বরের প্রতি এই যে অবিশ্বস্ততা দেখালে, এ কি?
17 যে শঠতা প্রভুর জনমণ্ডলীর উপরে মড়ক ডেকে এনেছিল, এবং যা থেকে আমরা আজ পর্যন্তও শুচিতা ফিরে পাইনি, পেওর-সংক্রান্ত সেই শঠতা কি আমাদের পক্ষে এত সামান্য ব্যাপার?
18 তোমরা তো আজ প্রচুর অনুসরণে পিছটান দিয়েছ! কারণ আজ তোমরা প্রভুর প্রতি বিদ্রোহী হয়েছ আর তিনি আগামীকাল গোটা ইস্রায়েল জনমণ্ডলীর প্রতিই ক্রুদ্ধ হবেন।
19 যাই হোক, যে দেশে তোমরা বসতি করেছ, তা যদি তোমরা অশুচি বোধ কর, তবে প্রভু যেখানে বসতি করেছেন, যেখানে প্রভুর আবাস রয়েছে, সেইখানে পার হয়ে আমাদের মধ্যে বসতি কর; কিন্তু আমাদের পরমেশ্বর প্রভুর যজ্ঞবেদি ছাড়া নিজেদের জন্য অন্য যজ্ঞবেদি গাঁথায় প্রভুর প্রতি বিদ্রোহী হয়ো না, আমাদেরও বিদ্রোহী করো না।
20 জেরাহর সন্তান আখান যখন বিনাশ-মানতের বস্তু সম্বন্ধে অবিশ্বস্ততা দেখিয়েছিল, তখন সে একজনমাত্র হলেও তবু পরমেশ্বরের ক্রোধ কি গোটা ইস্রায়েল জনমণ্ডলীর উপরে নেমে আসেনি? তার নিজের অপরাধের জন্য তাকে কি মরতে হল না?”
21 তখন রুবেন সন্তানেরা, গাদ-সন্তানেরা ও মানাসের অর্ধেক গোষ্ঠী ইস্রায়েলের সেই সহস্রপতিদের উত্তরে বলল:
22 ঈশ্বর পরমেশ্বর প্রভু! ঈশ্বর পরমেশ্বর প্রভু! তিনিই জানেন; ইস্রায়েলও জেনে নিক। যদি আমরা প্রভুর প্রতি বিদ্রোহের মনোভাবে বা অবিশ্বস্ততার মনোভাবে একাজ করে থাকি, তবে আজ তিনি যেন আমাদের রেহাই না দেন!
23 যদি আমরা প্রভুর অনুসরণে পিছটান দেওয়ার অভিপ্রায়ে, কিংবা তার উপরে আহুতিবলি বা শস্য-নৈবেদ্য উৎসর্গ করা বা মিলন-যজ্ঞ উৎসর্গ করার অভিপ্রায়েই একটা যজ্ঞবেদি গেঁথে থাকি, তবে প্রভু নিজেই আমাদের কাছ থেকে জবাবদিহি চেয়ে নিন!
24 না! আমরা বরং একাজ করেছি এই ভয়ে যে, কি জানি, ভাবীকালে তোমাদের ছেলেরা আমাদের ছেলেদের একথা বলবে : ইস্রায়েলের পরমেশ্বর প্রভুর সঙ্গে তোমাদের সম্পর্ক কী?
25 রূরেন-সন্তান ও গাদ-সন্তান যে তোমরা, তোমাদের ও আমাদের মধ্যে প্রভু কি ঘর্দনকে সীমানা করে রাখেননি? প্রস্তুতে তোমাদের কোন সহভাগিতা নেই! আর এইভাবে তোমাদের ছেলেরা আমাদের ছেলেদের প্রভুকে ভয় করা থেকে পিছটান দেওয়াবে।
26 তাই এই উদ্দেশ্যেই আমরা বললাম এসো, আমরা একটা বেদি গাথতে তৈরি হই—আহুতির জন্যও নয়, যজ্ঞের জন্যও নয় ;
27 বরং তা যেন আমাদের ও তোমাদের মধ্যে, আমাদের বংশধরদের ও তোমাদের বংশধরদের মধ্যে সাক্ষীরূপে দাঁড়ায়, এবং এই প্রমাণ দিতে পারে যে, আমাদের আহুতি, আমাদের বলি ও আমাদের মিলন যজ্ঞ দিয়ে প্রভুর সাক্ষাতে তাঁর সেবা করার অধিকার আমাদের আছেই; ফলে ভাবীকালে তোমাদের ছেলেরা আমাদের ছেলেদের বলতে পারবে না যে, প্রভুতে তোমাদের কোন সহভাগিতা নেই।
28 আমরা আরও বললাম : কোন কালে যদি এমনটি ঘটে যে তারা আমাদের বা আমাদের বংশধরদের একথা বলে, তবে আমরা প্রত্যুত্তরে বলব : তোমরা প্রভুর যজ্ঞবেদির ওই প্রতিরূপ লক্ষ কর, আমাদের পিতৃপুরুষেরাই তা গেঁথেছে—আহুতি বা যজ্ঞের জন্য নয়, বরং আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষীরূপে।
29 আমাদের পরমেশ্বর প্রভুর আবাসের সামনে যে যজ্ঞবেদি রয়েছে, তা ছাড়া আমরা যে আহুতি, শস্য-নৈবেদ্য বা যজ্ঞের জন্য অন্য একটা বেদি গাঁথায় প্রভুর প্রতি বিদ্রোহী হব, কিংবা আমরা আজ যে প্রভুর অনুসরণে পিছটান দেব, তা দূরে থাকুক!
30 তখন ফিনেয়াস যাজক, তাঁর সঙ্গী জনমণ্ডলীর নেতারা ও ইস্রায়েলের সহস্রপতিরা রূবেন-সন্তানদের, গাদ-সন্তানদের ও মানাসে সন্তানদের একথা শুনে সন্তুষ্ট হলেন।
31 এলেয়াজার যাজকের সন্তান ফিনেয়াস রূবেন সন্তানদের, গাদ-সন্তানদের ও মানাসে সন্তানদের বললেন, 'আজ আমরা জানতে পারলাম যে, প্রভু আমাদের মধ্যে আছেন, কেননা তোমরা এই ব্যাপারে প্রভুর প্রতি অবিশ্বস্ত হওনি; এইভাবে তোমরা ইস্রায়েল সস্তানদের প্রভুর হাত থেকে উদ্ধার করেছ।
32 এলেয়াজার যাজকের সন্তান ফিনেয়াস ও সেই জননেতারা রূবেন-সন্তানদের ও গাদ-সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে গিলেয়াদ দেশ থেকে কানান দেশে ইস্রায়েল সন্তানদের কাছে ফিরে এসে তাদের কাছে ব্যাপারটা জানালেন।
33 এতে ইস্রায়েল সন্তানেরা সন্তুষ্ট হল, তাই ইস্রায়েল সন্তানেরা পরমেশ্বরকে ধন্যবাদ জানাল, এবং রূবেন সন্তানেরা ও গাদ-সন্তানেরা যেখানে বাস করছিল, সেই দেশ বিনাশ করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে আর কিছুই বলল না।
34 রূবেন-সন্তানেরা ও গাদ-সন্তানেরা সেই বেদির নাম সাক্ষী রাখল, কেননা বলল, 'এ আমাদের মধ্যে সাক্ষী যে, প্রভুই পরমেশ্বর।