1 এর মধ্যে যোশুয়া বৃদ্ধ হয়েছিলেন; তাঁর যথেষ্ট বয়স হয়েছিল; তখন প্রভু তাঁকে বললেন: “তুমি বৃদ্ধ হলে, তোমার যথেষ্ট বয়স হল; কিন্তু অধিকার করার মত এখনও বিস্তর এলাকা বাকি রয়েছে।
2 এখনও বাকি রইল যে এলাকা, তা এ: ফিলিস্তিনিদের সকল প্রদেশ ও গেশুরীয়দের সমস্ত অঞ্চল
3 মিশরের পুর্বে যে সিহোর নদী, তা থেকে এক্রোনের উত্তর সীমানা পর্যন্ত, যা কানানীয় এলাকা বলে গণ্য; গাজাতীয়, আসদোদীয়, আস্কালোনীয়, গাতীয় ও এক্রোনীয়—ফিলিস্তিনিদের এই পাঁচ স্বৈরপতির দেশ;
4 দক্ষিণদিকে অবস্থিত আব্বীয়দের দেশ: কানানীয়দের গোটা অঞ্চল ও আমোরীয়দের এলাকায় অবস্থিত আফেকা পর্যন্ত সিদোনীয়দের অধীন আরা;
5 গোবালীয়দের দেশ ও হার্মোন পর্বতের তলে অবস্থিত বায়াল-গাদ থেকে হামাতের প্রবেশস্থান পর্যন্ত, সূর্যোদয়ের দিকে সমস্ত লেবানন;
6 লেবানন থেকে মিস্রেফোৎ-মাইম পর্যন্ত পার্বত্য অঞ্চলের অধিবাসী সিদোনীয়দের সমস্ত দেশ। আমি নিজেই ইস্রায়েল সন্তানদের সামনে থেকে তাদের দেশছাড়া করব; কিন্তু তুমি তা ইস্রায়েলের উত্তরাধিকার-রূপেই বণ্টন কর, যেমনটি আমি তোমাকে আজ্ঞা করলাম।
7 এখন তুমি উত্তরাধিকার-রূপে ন'টি গোষ্ঠীর ও মানাসের অর্ধেক গোষ্ঠীর মধ্যে এই দেশ ভাগ ভাগ করে দাও।'
8 মানাসের সঙ্গে রূবেনীয়েরা ও গাদীয়েরা যদনের পুর্বপারে মোশীর দেওয়া উত্তরাধিকারের অংশ পেয়েছিল, যেমনটি প্রভুর দাস মোশী তাদের মঞ্জুর করেছিলেন;
9 অর্থাৎ আর্নোন উপত্যকার সীমায় অবস্থিত আরোয়ের ও উপত্যকার মধ্যবর্তী শহর থেকে, এবং দিবোন পর্যন্ত মেদেবার সমস্ত সমতল ভূমি ;
10 আম্মোন-সন্তানদের সীমানা পর্যন্ত আমোরীয়দের রাজা সিহোনের সকল শহর : তিনি হেসবোনে রাজত্ব করেছিলেন :
11 তাছাড়া গিলেয়াদ ও গেশুরীয়দের ও মায়াখাথীয়দের অঞ্চল ও সমস্ত হার্মোন পর্বত এবং সাখা পর্যন্ত সমস্ত বাশান,
12 অর্থাৎ বাশানে সেই ওগের সমস্ত রাজ্য, যিনি আস্তারোতে ও এড্রেইতে রাজত্ব করেছিলেন ও ছিলেন রেফাইমদের মধ্যে শেষ অবশিষ্ট মানুষ; মোশী এঁদের আঘাত করে দেশছাড়া করেছিলেন।
13 তথাপি ইস্রায়েল সস্তানেরা গেশুরীয়দের ও মায়াখাথীয়দের দেশছাড়া করেনি; তাই গেগুরীয় ও মায়াখাথীয় আজ পর্যন্ত ইস্রায়েলের মধ্যে বাস করে আসছে।
14 কেবল লেবি গোষ্ঠীকে মোশী কোন উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের পরমেশ্বর প্রভুর উদ্দেশে যে অগ্নিদগ্ধ অর্ঘ্য, তা-ই তার উত্তরাধিকার, যেমনটি তিনি মোশীকে বলেছিলেন।
15 মোশী তাদের গোত্র অনুসারে রূবেন সন্তানদের গোষ্ঠীকে একটা স্বত্বাংশ দিয়েছিলেন :
16 তাদের এলাকা ছিল আর্নোন উপত্যকার সীমায় অবস্থিত আরোয়ের থেকে ও উপত্যকার মধ্যবর্তী শহর ও মেদেবার নিকটবর্তী সমস্ত সমতল ভূমি ;
17 হেসবোন ও সমতল ভূমিতে অবস্থিত তার সকল শহর, দিবোন, বামোৎ-বায়াল, বেথ্-বায়াল-মেয়োন
18 যাহাস, কেদেমোৎ ও মেফায়াৎ
19 কিরিয়াথাইম, সিমা ও উপত্যকার পর্বতমালায় অবস্থিত সেরেৎ-সাহার,
20 বেথ্র-পেওর, পিস্পার পাদদেশ ও বে-যেসিমোৎ;
21 সমতল ভূমিতে অবস্থিত সকল শহর ও আমোরীয়দের রাজা সেই সিহোনের সমস্ত রাজ্য, যিনি হেসবোনে রাজত্ব করেছিলেন; মোশী তাঁকে এবং মিদিয়ানের নেতাদের, অর্থাৎ সেই দেশনিবাসী এবি, রেকেম, সুর, হুর ও রেবা নামে সিহোনের সামন্তরাজদের পরাজিত করেছিলেন।
22 ইয়ায়েল সন্তানেরা খঙ্গের আঘাতে যাদের প্রাণে মেরেছিল, তাদের মধ্যে বেয়োরের সন্তান মন্ত্রজালিক সেই বালায়ামকেও প্রাণে মেরেছিল।
23 যর্দন ও তার অঞ্চল ছিল রূবেন সন্তানদের সীমানা; রূবেন-সন্তানদের গোত্র অনুসারে নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর হল তাদের উত্তরাধিকার।
24 মোশী গাদ-সন্তানদের গোত্র অনুসারে গাদ গোষ্ঠীকে একটা স্বত্বাংশ দিয়েছিলেন :
25 তারা পেল যাসের দেশ ও গিলেয়াদের সকল শহর ও রাব্বার সামনে অবস্থিত আরোয়ের পর্যন্ত আম্মোনীয়দের অর্ধেক অঞ্চল ;
26 হেসবোন থেকে রামা-মিস্পে ও বেটোনিম পর্যন্ত এবং মাহানাইম থেকে লদেবারের এলাকা পর্যন্ত;
27 উপত্যকায় তারা পেল বেথ্-হারাম ও বেথ-নিয়া, সুক্কোৎ, জাফোন, হেসবোনের অ রাজা সিহোনের বাকি রাজ্য এবং ধর্দনের পুর্বে অর্থাৎ কিন্নেরেথ হ্রদের প্রান্ত পর্যন্ত যদন ও তার অঞ্চল।
28 গাদ-সন্তানদের গোত্র অনুসারে নিজ নিজ গ্রাম সমেত এই সকল শহর হল তাদের উত্তরাধিকার।
29 মোশী তাদের গোত্র অনুসারে মানাসের অর্ধেক গোষ্ঠীকে একটা স্বত্বাংশ দিয়েছিলেন :
30 তাদের এলাকা মাহানাইম থেকে সমস্ত বাশান, বাশানের রাজা ওগের সমস্ত রাজ্য ও বাশানে অবস্থিত যায়িরের সকল শহর, অর্থাৎ ষাটটা শহর।
31 অর্ধেক গিলেয়াদ, আস্তারোৎ ও এদ্রেই, বাশানে ওগের এই রাজনগরগুলি মানাসের সন্তান মাখিরের সন্তানদের, অর্থাৎ গোত্র অনুসারে মাখিরের সন্তানদের অ অর্ধেক সংখ্যার উত্তরাধিকার-রূপে দেওয়া হল ।
32 যেরিখোর কাছে যর্দনের পুরপারে মোয়াবের নিম্নভূমিতে মোশী এই সমস্ত এলাকা বন্টন করেছিলেন।
33 কিন্তু লেবি-গোষ্ঠীকে মোশী কোন উত্তরাধিকার দিলেন না: ইস্রায়েলের পরমেশ্বর প্রভুই তাদের উত্তরাধিকার, যেমনটি তিনি তাদের বলেছিলেন।