Index

যোশুয়া - Chapter 21

1 লেবীয়দের পিতৃকুলপতিরা এলেয়াজার যাজকের, নূনের সন্তান যোওয়ার ও ইস্রায়েল সন্তানদের গোষ্ঠীগুলোর পিতৃকুলপতিদের কাছে এলেন—
2 সেসময় তাঁরা কানান দেশে, শীলোতে ছিলেন। তাঁরা তাঁদের বললেন : 'প্রভু মোশীর মধ্য দিয়ে আজ্ঞা দিয়েছিলেন, যেন বসবাসের জন্য আমাদের নানা শহর, ও পশুগুলোর জন্য চারণভূমি দেওয়া হয়।
3 তাই প্রভুর আজ্ঞামত ইস্রায়েল সন্তানেরা নিজ নিজ উত্তরাধিকার থেকে এই এই শহর ও সেগুলির চারণভূমি লেবীয়দের দিল।
4 কেহাতীয় গোত্রগুলির নামে গুলি উঠল: লেবীয়দের মধ্যে আরোন যাজকের সন্তানেরা গুলিবাঁট দ্বারা যুদা গোষ্ঠী, সিমেয়োনীয়দের গোষ্ঠী ও বেঞ্জামিন গোষ্ঠী থেকে তেরোটা শহর পেল।
5 কেহাতের বাকি সন্তানেরা গুলির্বার্ট দ্বারা এফ্রাইম গোষ্ঠীর গোত্রগুলো থেকে ও দান গোষ্ঠী ও মানাসের অর্ধেক গোষ্ঠী থেকে দশটা শহর পেল।
6 গের্শোন-সন্তানেরা গুলিবাঁট দ্বারা ইসাখার গোষ্ঠীর গোত্রগুলো থেকে ও আসের গোষ্ঠী, নেফালি গোষ্ঠী ও বাশানে অবস্থিত মানাসের অর্ধেক গোষ্ঠী থেকে তেরোটা শহর পেল।
7 মেরারি-সন্তানেরা নিজ নিজ গোত্র অনুসারে রূবেন গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও জারুলোন গোষ্ঠী থেকে বারোটা শহর পেল।
8 এইভাবে ইস্রায়েল সন্তানেরা গুলিবাট ক্রমে এই সকল শহর ও সেগুলির চারণভূমি লেবীয়দের দিল, যেমন প্রভু মোশীর মধ্য দিয়ে আজ্ঞা করেছিলেন।
9 তারা যুদা-সন্তানদের গোষ্ঠীর ও সিমেয়োন-সন্তানদের গোষ্ঠীর এলাকা থেকে এখানে উল্লিখিত শহরগুলো দিল।
10 লেবি-সন্তান কেহাতীয় গোত্রগুলোর মধ্যে এই সকল শহর আরোন-সন্তানদেরই হল, কেননা তাদেরই নামে প্রথম গুলি উঠল;
11 ফলে কিরিয়াৎ-আর্বা অর্থাৎ যুদার পার্বত্য অঞ্চলে অবস্থিত হেরোন ও তার চারদিকের চারণভূমি তাদেরই দিল—আর্বা ছিলেন আনাকের পিতা।
12 কিন্তু সেই শহরের যত মাঠ ও গ্রাম তারা স্বত্ত্বাধিকার রূপে যেফুল্লির সন্তান কালেবকে দিল।
13 তারা আরোন যাজকের সন্তানদের চারণভূমি সমেত নরঘাতকের আশ্রয়-নগর হেব্রোন দিল; আবার দিল চারণভূমি সমেত লিরা,
14 চারণভূমি সমেত যাত্তির, চারণভূমি সমেত এষ্টেমোয়া,
15 চারণভূমি সমেত হোলোন, চারণভূমি সমেত দেবির, চারণভূমি সমেত আইন, চারণভূমি সমেত ফুট্টা, চারণভূমি সমেত
16 বে-শেমেশ : ওই দুই গোষ্ঠীর এলাকা থেকে এই ন'টা শহর দিল।
17 বেঞ্জামিন গোষ্ঠীর এলাকা থেকে দিল চারণভূমি সমেত গিবেয়োন, চারণভূমি সমেত গেবা,
18 চারণভূমি সমেত অনাথোৎ, চারণভূমি সমেত আলমোন: চারটে শহর।
19 আরোন-সন্তান যাজকদের দেওয়া মোট শহর : চারণভূমি সমেত তেরোটা শহর।
20 কেহাতের বাকি সন্তানেরা অর্থাৎ কেহাৎ-সন্তান লেবীয়দের গোত্রগুলো পেল এফ্রাইম গোষ্ঠীর এলাকা থেকে কয়েকটা শহর।
21 নরঘাতকের আশ্রয়-নগর হিসাবে তাদের দেওয়া হল এফ্রাইমের পার্বত্য অঞ্চলে অবস্থিত সিম্ফেম ও তার চারণভূমি: তাছাড়া চারণভূমি সমেত গেজের,
22 চারণভূমি সমেত কিক্সাইম ও চারণভূমি সমেত বেথ-হোরোন : চারটে শহর।
23 দান গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত এন্তেকে, চারণভূমি সমেত গিব্বেগোন,
24 চারণভূমি সমেত আয়ালোন ও চারণভূমি সমেত গাৎ-রিস্থোন: চারটে শহর।
25 মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত তানাথ ও চারণভূমি সমেত গাং-রিঙ্কোন দু'টো শহর।
26 কেহাতের বাকি সন্তানদের গোত্রগুলোকে দেওয়া শহর : চারণভূমি সমেত সর্বমোট দশটা শহর।
27 লেবীয়দের গোত্রগুলোর মধ্যে গের্শোনের সন্তানদের এই এই শহর দেওয়া হল : মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত নরঘাতকের আশ্রয়-নগর বাশানে অবস্থিত গোলান এবং চারণভূমি সমেত বে-আস্তারোৎ : দু'টো শহর :
28 ইসাখার গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত কিসিয়োন, চারণভূমি সমেত দাবেরাৎ,
29 চারণভূমি সমেত যামু ও চারণভূমি সমেত এন-গান্নিম: চারটে শহর :
30 আসের গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত মিসেয়াল, চারণভূমি সমেত আন্দোন,
31 চারণভূমি সমেত হেল্কাৎ ও চারণভূমি সমেত রেহোব : চারটে শহর ;
32 নেফ্তালি গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত নরঘাতকের আশ্রয়-নগর গালিলেয়াতে অবস্থিত কেদেশ, এবং চারণভূমি সমেত হাম্মোৎ-দোর ও চারণভূমি সমেত কাৰ্তান : তিনটে শহর।
33 নিজ নিজ গোত্র অনুসারে গের্শোনীয়দের দেওয়া মোট শহর : চারণভূমি সমেত তেরোটা শহর।
34 মেরারি-সন্তানদের গোত্রগুলোকে অর্থাৎ বাকি লেবীয়দের এই এই শহর দেওয়া হল : জারুলোন গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত যজ্ঞেয়াম, চারণভূমি সমেত কার্তা,
35 চারণভূমি সমেত দিন্না ও চারণভূমি সমেত নাহালাল : চারটে শহর :
36 রূবেন গোষ্ঠীর এলাকা থেকে নরঘাতকের আশ্রয়-নগর হিসাবে চারণভূমি সমেত বেৎসের, চারণভূমি সমেত যাহাস,
37 চারণভূমি সমেত কেদেমোৎ ও চারণভূমি সমেত ফোয়াৎ : চারটে শহর;
38 গাদ গোষ্ঠীর এলাকা থেকে চারণভূমি সমেত নরঘাতকের আশ্রয়-নগর গিলেয়াদে অবস্থিত রামোৎ, চারণভূমি সমেত মাহানাইম,
39 চারণভূমি সমেত হেসবোন ও চারণভূমি সমেত যাসের সবসুদ্ধ চারটে শহর।
40 লেবীয়দের বাকি গোত্রগুলোকে অর্থাৎ নিজ নিজ গোত্রগুলো অনুসারে মেরারি-সন্তানদের কাছে গুলিবাঁট অনুযায়ী দেওয়া মোট শহর : বারোটা শহর।
41 এইভাবে ইস্রায়েল সন্তানদের এলাকার মধ্যে লেবীয়দের দেওয়া সর্বমোট শহর : চারণভূমি সমেত সবসুদ্ধ আটচল্লিশটা শহর।
42 সেই সকল শহরের মধ্যে প্রতিটি শহরের চারদিকে চারণভূমি ছিল ; তেমনি ছিল সেই সকল শহরের ক্ষেত্রে।
43 তাই প্রভু জনগণের পিতৃপুরুষদের যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন, সেই গোটা দেশ ইস্রায়েলকে দিলেন, আর তারা তা অধিকার করে সেখানে বসতি করল।
44 প্রভু চারদিকে তাদের বিশ্রাম দিলেন, যেমনটি তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছিলেন; তাদের সমস্ত শত্রুদের মধ্যে কেউই তাদের সামনে দাঁড়াতে পারল না; প্রভু তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে তুলে দিলেন।
45 প্রভূ ইস্রায়েলকুলের কাছে যে সকল মঙ্গলবাণী বলেছিলেন, তার মধ্যে একটি বাণীও ব্যর্থ হল না : সবই সিদ্ধিলাভ করল।