1 আর তিনি বলে উঠলেন :
2 ধন্য পরমেশ্বর, তিনি নিত্য জীবনময়, তাঁর রাজ্য যুগযুগস্থায়ী কারণ তিনি শান্তি দেন, আবার ক্ষমা করেন। পৃথিবীর গম্ভীরতম পাতালে নামিয়ে দেন, মহাধ্বংসস্তূপ থেকে তুলে আনেন ; তাঁর হাত এড়াতে পারে, তেমন কিছুই নেই।
3 বিজাতীয়দের সামনে তাঁর স্তুতিগান কর, ইস্রায়েল সম্ভানসকল, কারণ ওদের মধ্যে তোমাদের ছড়িয়ে দিয়ে
4 তিনি এইখানে তাঁর মহত্ত্ব প্রকাশ করলেন; সকল প্রাণীর সামনে তাঁর বন্দনা কর, তিনিই আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তিনিই আমাদের পিতা, চিরকালীন ঈশ্বর।
5 তোমাদের অন্যায়ের জন্য শাস্তি দিয়ে তিনি আবার তোমাদের সকলকে দয়া করবেন। যাদের মাঝে তোমরা ছড়িয়ে পড়েছিলে, সেই সকল জাতির মধ্য থেকে তিনি তোমাদের সংগ্রহ করবেন।
6 তোমাদের সমস্ত হৃদয় দিয়ে, তোমাদের সমস্ত প্রাণ দিয়ে তাঁর দিকে ফিরে সত্যের সাধক হও তাঁর সামনে ; তবেই তিনি তোমাদের দিকে ফিরে চাইবেন, তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখবেন না তাঁর আপন শ্রীমুখ।
7 এখন ভেবে দেখ তিনি কেমন ব্যবহার করেছেন তোমাদের প্রতি, মুক্তকণ্ঠে তাঁকে জানাও ধন্যবাদ ; ধর্মময়তার প্রভুকে বল ধন্য, সর্বযুগের রাজার বন্দনা কর।
8 এই নির্বাসনের দেশে আমি তাঁর স্তুতিগান করি, তাঁর শক্তি ও মহত্ত্বের কথা এক পাপিষ্ঠ জাতির কাছে জ্ঞাত করি। ফিরে এসো, পাপীরা, যা ন্যায় তাই কর তাঁর সামনে, কে জানে! তিনি প্রসন্ন হয়ে তোমাদের দয়া করবেন।
9 আমি পরমেশ্বরের বন্দনা করি, আমার প্রাণ স্বর্গের রাজায় মেতে ওঠে।
10 সকলেই তাঁর মহত্ত্বের কথা বলুক, যেরুসালেমে করুক তার স্তুতিবাদ। হে পবিত্র নগরী যেরুসালেম, তোমার সন্তানদের কাজের জন্যই তিনি তোমাকে শাস্তি দিলেন, কিন্তু ধার্মিকদের সন্তানদের তিনি আবার দয়া করবেন।
11 যোগ্যরূপে প্রভুকে জানাও ধন্যবাদ, সর্বযুগের রাজাকে বল ধন্য, তবে তোমার মধ্যে আনন্দের সঙ্গে তাঁর তাঁবু পুনর্নির্মিত হবে,
12 তোমার মধ্যেই তিনি সকল নির্বাসিতকে আনন্দিত করবেন, তোমার মধ্যেই তিনি সকল অত্যাচারিতকে ভালবাসবেন যুগে যুগে চিরকাল।
13 পৃথিবীর সকল প্রান্তে হবে উজ্জ্বল আলোর উদ্ভাস, দূর থেকে বহু দেশ আসবে তোমার কাছে, পৃথিবীর সকল প্রান্তের অধিবাসী পবিত্র নামের কাছে আসবে, হাতে ক'রে স্বর্গের রাজার জন্য উপহার। যুগের পর যুগ সকলে তোমার মধ্যে নিজেদের আনন্দ-ফুর্তি ব্যক্ত করবে, এবং মনোনীত নগরীর নাম বিরাজ করবে যুগে যুগে চিরকাল।
14 যে কেউ তোমার অমঙ্গল কামনা করে, সে অভিশপ্ত হোক ; যে কেউ তোমাকে ধ্বংস করে, তোমার প্রাচীর ভেঙে দেয়, তোমার দুর্গমিনার ভূমিসাৎ করে, তোমার বসতিতে আগুন দেয়, সে অভিশপ্ত হোক কিন্তু তোমাকে যে পুনর্নির্মাণ করে, সে ধন্য হোক !
15 তবে উল্লাস কর! ধার্মিকদের সন্তানদের বিষয়ে মেতে ওঠ, কারণ তোমার কাছে একত্রিত হয়ে সকলে সর্বযুগের রাজাকে বলবে ধন্য। আহা তাদের কী সুখ, যারা তোমাকে ভালবাসে, যারা তোমার শান্তিতে আনন্দিত !
16 সুখী তারা সকলেই, যারা কেঁদেছে তোমার সমস্ত দণ্ডাঘাতের জন্য! কারণ তারা তোমার জন্য আনন্দিত হবে, তোমার সমস্ত আনন্দ দেখতে পাবে চিরকাল। প্রাণ আমার, মহান রাজা সেই প্রভুকে বল ধন্য,
17 কারণ যেরুসালেম তাঁর চিরকালীন আবাসরূপেই পুনর্নির্মিত হবে। আহা, আমিই সুখী, যদি তোমার গৌরব দেখবার জন্য ও স্বর্গেশ্বরের স্তুতিবাদ করার জন্য আমার বংশের একটা অবশিষ্টাংশ থাকে। নীলকান্তমণি ও মরকতমণিতেই পুনর্নির্মিত হবে যেরুসালেমের তোরণদ্বার, রত্ন-মণিতেই তার সমস্ত প্রাচীর। যেরুসালেমের দুর্গমিনার সোনাতে নির্মিত হবে, খাঁটি সোনাতেই তার প্রাকার সকল। যেরুসালেমের যত রাস্তা-ঘাটে ফিরোজা পাথর ও ওফিরের পাথর পাতা হবে।
18 যেরুসালেমের তোরণদ্বারে আনন্দের সঙ্গীত ধ্বনিত হবে তার সকল বাড়ি-ঘর গেয়ে উঠবে, আল্পেলুইয়া ! ধন্য ইস্রায়েলের পরমেশ্বর ; তারাও ধন্য, যারা তাঁর পবিত্র নাম ধন্য করবে যুগে যুগে চিরকাল!”