1 নেবুকাদ্নেজার, যিনি মহানগরী নিনিভেতে আসিরীয়দের উপরে রাজত্ব করছিলেন, তাঁর রাজত্বকালের দ্বাদশ বর্ষে আফাক্সাদ একবাতানায় মেদীয়দের উপরে রাজত্ব করছিলেন।
2 এই আফাক্সাদ একবাতানার চারদিকে এমন প্রাচীর গাঁথলেন যার পাথরগুলো ছিল তিন হাত চওড়া ও ছ হাত লম্বা শেষে প্রাকারটা ষাট হাত উচ্চ ও পঞ্চাশ হাত চওড়া হল।
3 সমস্ত নগরদ্বারের গায়ে তিনি একশ' হাত উচ্চ ও মূলে ঘাট হাত চওড়া দুর্গমিনার গাঁথলেন:
4 নগরদ্বারগুলি ছিল সত্তর হাত উচ্চ ও চল্লিশ হাত চওড়া, যেন তাঁর বীরযোদ্ধারা সেগুলির ভিতর দিয়ে একভাবেই যাওয়া-আসা করতে পারে ও তাঁর পদাতিক সৈন্যদল শ্রেণি শ্রেণি অনুসারে সহজে দাঁড়াতে পারে।
5 মোটামুটি সেইসময়ে নেবুকারেজার মহা সমতল ভূমিতে আফাক্সাদের বিরুদ্ধে রণ-অভিযান চালান—অর্থাৎ সেই সমভূমিতে যা রাগাউয়ের অঞ্চলে অবস্থিত।
6 তাঁর সমর্থনে এরা সকলে এল : পর্বতমালার সকল অধিবাসী, ইউফ্রেটিস, টাইগ্রীস ও হিদাস্পের অঞ্চলের সকল অধিবাসী, এবং এলামীয়দের রাজা আরিওকের অধীন সেই সকল মানুষ, যারা সেই সমভূমির বাসিন্দা। এভাবে কেলেউদ-সন্তানদের যুদ্ধের জন্য বহুজাতি এসে সমবেত হল।
7 তখন আসিরিয়া-রাজ নেবুকারেজার পারস্যের সকল অধিবাসীর ও পশ্চিম অঞ্চলগুলোর সকল অধিবাসীর কাছে, অর্থাৎ কিলিকিয়া, দামাস্কাস, লেবানন, পূর্বলেবানন ও সমুদ্রতীরের সকল অধিবাসীর কাছে,
8 এবং কার্মেল, গিলেয়াদ ও উত্তর গালিলেয়ার এবং এস্ত্রেলোনের মহা-সমভূমির জাতিগুলির কাছে,
9 সামারিয়ার ও তার উপনগরগুলোর কাছে, যদনের ওপার থেকে যেরুসালেম, বেথানিয়া, খেলুস ও কাদেশ এবং মিশরের নদী পর্যন্ত, এমনকি তাফানেস, রাম্সেস ও গোশেনের গোটা অঞ্চলের কাছে,
10 তানিসের উত্তর অঞ্চলেরও কাছে ও মেম্ফিসের কাছে, আরও, ইথিওপিয়া পর্যন্ত মিশরের সকল অধিবাসীরও কাছে দূত পাঠালেন।
11 কিন্তু এই সকল অঞ্চলের অধিবাসীরা আসিরিয়া-রাজ নেবুকাদ্রেজারের আহ্বান তুচ্ছ করে যুদ্ধে তাঁর পাশে নামল না; তারা তাঁকে ভয় পাচ্ছিল না, কেননা তাদের মতে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। তাই তারা তাঁর দূতদের খালি হাতে ও অসম্মান করেই ফিরিয়ে দিল।
12 তখন নেবুকাফ্লেজার এই সকল অঞ্চলের বিরুদ্ধে ক্রোধে জ্বলে উঠলেন, এবং তাঁর সিংহাসনের ও রাজ্যের দিব্যি দিয়ে শপথ করলেন, তিনি অবশ্যই প্রতিশোধ নেবেন, হ্যাঁ, তিনি কিলিকিয়া, দামাস্কাস ও সিরিয়ার অঞ্চলকে, মোয়াব দেশের সকল জাতিকে, আম্মোনীয়দের, গোটা যুদাকে, এবং দুই সাগরের প্রান্ত পর্যন্ত মিশরের সকল অধিবাসীকে খড়ের আঘাতে নিশ্চিহ্ন করবেন।
13 পরে, সপ্তদশ বর্ষে, তিনি ও তাঁর সমস্ত সৈন্যসামন্ত আফাক্সাদ রাজার বিরুদ্ধে রণযাত্রা করে তাঁকে যুদ্ধে পরাস্ত করলেন; বন্যার মত আফাক্সাদের সৈন্যসামন্তকে, তাঁর অশ্বারোহী বাহিনীকে ও সমস্ত রথ ভাসিয়ে দিলেন;
14 আফাক্সাদের সকল শহর হস্তগত করলেন, একবাতানা পর্যন্ত গিয়ে তার দুর্গমিনার দখল করলেন, রাস্তায় রাস্তায় লুটপাট করলেন, ও নগরীর শোভা লজ্জায় পরিণত করলেন।
15 রাগাউয়ের পর্বতমালায় আফাক্সাদকে বন্দি করলেন, ও তাঁর নিজের বর্শা দিয়ে তাঁকে পরে তিনি বিধিয়ে দিয়ে একেবারে নিশ্চিহ্ন করলেন।
16 তখন তিনি, তাঁর সৈন্যদল, ও যারা তাঁর সঙ্গে যোগ দিয়েছিল—যুদ্ধাস্ত্রে সজ্জিত এক বিপুল ভিড়—তারা সকলে দেশে ফিরে গেল; সেখানে তিনি ও তাঁর সৈন্যদল একশ' কুড়ি দিন ধরে আনন্দ-ফুর্তি ও ভোজসভার মধ্যে সময় কাটালেন।