Index

হোসেয়া - Chapter 9

1 হে ইস্রায়েল, তত আনন্দ-ফুর্তি করো না, জাতিসকলের মতও উল্লাসে মেতে উঠো না, কারণ তুমি বেশ্যাচার করার জন্য তোমার আপন পরমেশ্বরকে ছেড়ে দূরে গেছ ; শস্যের যত খামারে তোমার বেশ্যাগিরির মজুরি ভালবেসেছ।
2 খামার বা আঙুরমাড়াইকুণ্ড তাদের খাদ্য দেবে না, নতুন আঙুররসও তাদের আশাভ্রষ্ট করবে।
3 তারা প্রভুর দেশে আর বাস করবে না, এফ্রাইমকে মিশরে ফিরে যেতে হবে, ও আসিরিয়ায় অশুচি খাদ্য খেতে হবে।
4 তারা প্রভুর উদ্দেশে আঙুররস নৈবেদ্য আর ঢালবে না, তাদের সমস্ত বলিদান তাঁর প্রীতিকর হবে না। শোকের রুটিই হবে তাদের রুটি, যারা তা খাবে, তারা অশুচি হবে। তাদের রুটি হবে কেবল তাদেরই জন্য, যেহেতু প্রভুর গৃহে তা প্রবেশ করবে না।
5 মহাপর্বদিনে তোমরা তখন কী করবে? কী করবে প্রভুর পর্বোৎসবে?
6 দেখ, তারা বিনাশ থেকে রেহাই পাবে, কিন্তু মিশর তাদের ঘিরে ফেলবে, মেম্ফিস হবে তাদের কবরস্থান। তাদের যত রুপোর পাত্র হবে বিছুটিগাছের অধিকার, তাদের তাঁবুতে তাঁবুতে গজিয়ে উঠবে কাঁটাগাছ।
7 দন্ডের দিনগুলি এসে গেছে, প্রতিফল-দানের দিনগুলি এবার উপস্থিত, —একথা ইস্রায়েল জ্ঞাত হোক : নবী উন্মাদ, অনুপ্রাণিত মানুষ নির্বোধ— এসব কিছুর কারণ হল তোমার বহু অপরাধ, তোমার ভারী বিদ্বেষ।
8 আমার পরমেশ্বরের সঙ্গে যে নবী, সে-ই এফ্রাইমের প্রহরী, কিন্তু তার সকল পথে রয়েছে ব্যাধের ফাঁদ, তার আপন পরমেশ্বরের গৃহেও রয়েছে বিদ্বেষ।
9 গিবেয়ার সময়ের মতই তারা অত্যন্ত ভ্রষ্ট, কিন্তু তিনি তাদের অপরাধ স্মরণ করবেন, তাদের পাপের শাস্তি দেবেন।
10 আমি মরুপ্রান্তরে আঙুরফলের মত ইস্রায়েলকে পেয়েছিলাম ; আমি ডুমুরগাছের অগ্রিম আশুপক্ব ফলের মত তোমাদের পিতৃপুরুষদের দেখেছিলাম : কিন্তু তারা বায়াল-পেওরের কাছে এসে পৌঁছেই সেই লজ্জাকর বস্তুর উদ্দেশে নিজেদের নিবেদন করল, তাদের ভালবাসার বস্তুর মত ঘৃণ্য হয়ে পড়ল।
11 এফ্রাইমের গৌরব উড়ে যাবে পাখির মত, আর প্রসব হবে না, গর্ভ ও গর্ভধারণও আর হবে না।
12 যদিও তারা সন্তানসন্ততি উৎপাদন করে, তারা মানুষ হবার আগেই তাদের আমি উচ্ছেদ করব; ধিক তাদের, যদি আমি তাদের ত্যাগ করি কোন দিন!
13 আমি তো দেখতে পাচ্ছি, এফ্রাইমকে আমি দেখতাম নবীন ঘাসের মাঠে রোপিত তুরসের মত ; তাই এফ্রাইম তার সন্তানদের নিয়ে যাবে জবাইখানায় !
14 প্রভু, তাদের দাও ... ; তাদের তুমি কী দেবে? তাদের অনুর্বর গর্ভ ও শুষ্ক বুক দাও !
15 গিল্লালে তাদের সমস্ত শঠতা দেখা দিল, সেইখানে আমি তাদের ঘৃণা করতে লাগলাম। তাদের পাপময় কর্মকাণ্ডের জন্য আমি আমার গৃহ থেকে তাদের তাড়িয়ে দেব, তাদের আর ভালবাসব না ; তাদের নেতারা সকলে বিদ্রোহী।
16 এফ্রাইম ক্ষতবিক্ষত, তাদের মূল এবার শুষ্ক, তারা আর ফল দেবে না। যদিও তারা সন্তানদের জন্ম দেয়, আমি তাদের প্রিয় গর্ভফল মেরে ফেলব।
17 আমার পরমেশ্বর তাদের প্রত্যাখ্যান করবেন, কেননা তারা তাঁর প্রতি বাধ্য হয়নি। তখন তারা জাতিগুলির মধ্যে উদ্দেশবিহীন ভাবে ঘুরে বেড়াবে।