1 এফ্রাইম মিথ্যাকথায় ও ইস্রায়েলবুল ছলনায় আমাকে ঘিরে ফেলেছে, কিন্তু যুদা এখনও ঈশ্বরের সঙ্গে চলে ও সেই পবিত্রজনের প্রতি বিশ্বস্ত থাকে।
2 এফ্রাইম বাতাসই খায় ও পূববাতাসের পিছনে ছুটে চলে; দিনে দিনে মিথ্যাকথা ও অত্যাচার বাড়ায়; তারা আসিরিয়ার সঙ্গে সন্ধি করে, আবার মিশরের কাছে তেল নিয়ে যায়!
3 যুদার সঙ্গে প্রভুর বিবাদ আছে, তিনি যাকোবকে তার আচরণ অনুযায়ী শাস্তি দেবেন, তার কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন।
4 মাতৃগর্ভে সে তার ভাইয়ের পাদমূল ধরেছিল, আর বয়স্ক হয়ে পরমেশ্বরের সঙ্গে লড়াই করেছিল ;
5 হ্যাঁ, সে স্বর্গদূতের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছিল, ও কাঁদতে কাঁদতে তাঁর কাছে দয়া প্রার্থনা করেছিল; সে বেথেলে তাঁকে আবার পেয়েছিল, আর তিনি সেখানে আমাদের সঙ্গে কথা বললেন :
6 প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর, প্রভু, এ-ই তাঁর স্মরণীয় নাম।
7 তাই তুমি তোমার আপন পরমেশ্বরের কাছে ফের সহৃদয়তা ও ন্যায়বিচার রক্ষা কর, তোমার আপন পরমেশ্বরেই প্রত্যাশা রাখ—চিরকাল ধরে।
8 ব্যবসায়ীর হাতে রয়েছে ছলনার নিক্তি, সে ঠকাতে ভালবাসে।
9 এফ্রাইম বলেছে: 'আমি তো ঐশ্বর্যবান, এবার সুপ্রতিষ্ঠিত হয়েছি; আমার যখন এই সমস্ত সম্পদ থাকে, তারা আমাতে পাপ বা শঠতা কিছুই পাবে না।'
10 অথচ আমিই মিশর দেশের সেই সময় থেকে তোমার আপন পরমেশ্বর প্রভু ! আমি তোমাকে আবার তাঁবুতে বাস করাব, সাক্ষাতের সেই দিনগুলির মত।
11 আমি নবীদের কাছে আবার কথা বলব, আমি আরও আরও দর্শন মঞ্জুর করব, ও নবীদের মুখ দিয়ে উপমা-কাহিনী উপস্থাপন করব।
12 গিলেয়াদ কি শঠতায় পূর্ণ ? তারাও অলীকতামাত্র ; গিল্লালে তারা বৃষ বলিদান করে, এজন্য তাদের যজ্ঞবেদিগুলি মাঠের আলে আলে পাথরের ঢিপির মত হবে।
13 যাকোব আরাম দেশে পালিয়ে গেছিল ; ইস্রায়েল একটা স্ত্রী পাবার জন্য দাসত্ব বরণ করল ও স্ত্রীর বিনিময়ে হয়েছিল পশুপালের রক্ষক।
14 প্রভু একজন নবী দ্বারা ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন, একজন নবী দ্বারাই তাকে লালন-পালন করেছিলেন।
15 কিন্তু এফ্রাইম তাঁকে তিক্ততার সঙ্গে ক্ষুব্ধ করে তুলল; এজন্য প্রভু তার রক্তপাতের অপরাধ তার উপরে নামিয়ে দেবেন ও তার টিটকারির যোগ্য প্রতিফল দেবেন।