Index

হোসেয়া - Chapter 8

1 মুখে তুরি দাও ! ঈগল পাখির মত সর্বনাশ প্রভুর গৃহের উপর নেমে আসছে! কারণ তারা আমার সন্ধি লঙ্ঘন করেছে, নির্দেশগুলোর প্রতি অবিশ্বস্ত হয়েছে ;
2 ইষ্রায়েল নাকি আমার কাছে চিৎকার করে বলে : “হে আমাদের পরমেশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!'
3 অথচ ইস্রায়েল যা মঙ্গল তা দূরে ফেলে দিয়েছে; তাই শত্রু তার পিছনে ধাওয়া করবে।
4 তারা রাজাদের বানিয়েছে—কিন্তু আমার সম্মতিতে নয় ; তারা নেতাদের নিযুক্ত করেছে—কিন্তু আমার অজান্তে ; তাদের সোনা-রুপো দিয়ে দেবমূর্তি তৈরি করেছে—কিন্তু তাদের সর্বনাশ হবেই।
5 সামারিয়া, তোমার বাছুর আমি তুচ্ছই করি! ওদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠল ; নিজেদের নিষ্কলঙ্ক করতে আর কতকাল ওরা দেরি করবে?
6 কেননা সেই বাছুর ইয়ায়েল দ্বারাই পড়া, তা একটা কারুকর্মীর হাতের কাজ, তা ঈশ্বর নয় ; টুকরো টুকরো করা হবেই সামারিয়ার সেই বাছুর!
7 তারা বাতাস বুনেছে, তাই ঝঞ্ঝাই সংগ্রহ করবে। তাদের গমে শিষ থাকবে না, গজিয়ে উঠলেও তা কখনও ময়দা দেবে না, দিলেও, তা ভিনদেশীরাই গ্রাস করবে।
8 ইস্রায়েলকেও গ্রাস করা হয়েছে ; এখন তারা জাতিসকলের মধ্যে হীন পাত্রেরই মত।
9 তারা তো আসিরিয়া পর্যন্তই গেল, সেই আসিরিয়া, যা এমন বন্য গাধা যে একাকীই থাকে ; এফাইম নিজের জন্য প্রেমিকদের কিনে নিয়েছে:
10 জাতিসকলের মধ্য থেকে তাদের কিনে নিয়েছে বিধায় এখন আমি এদের সকলকে একত্রে ঘিরে ফেলব : তারা শীঘ্রই টের পাবে সেই রাজাধিরাজের বোঝা !
11 এফ্রাইম নিজের পাপের উদ্দেশে যজ্ঞবেদি উত্তরোত্তর গাঁথতে থাকে, কিন্তু এই যজ্ঞবেদিগুলিই তাদের পক্ষে পাপের অবকাশ।
12 তার জন্য আমি হাজার বিধিনিয়ম লিখে গেছি, কিন্তু সেইসব বিজাতীয় একজনের কাছ থেকে আগত বলেই গণ্য।
13 তারা আমার কাছে বলি উৎসর্গ করে থাকে, সেই পশুর মাংসও খেয়ে থাকে, কিন্তু প্রভু তা প্রসন্নতার সঙ্গে গ্রাহ্য করবেন না ; তিনি তাদের অপরাধ স্মরণ করবেন, তাদের পাপের শাস্তি দেবেন, তাদের মিশরে ফিরে যেতে হবে।
14 সত্যিই, ইস্রায়েল তার নিজের নির্মাতাকে ভুলে গেছে, নিজের জন্য নানা প্রাসাদ গেঁথেছে; আর এদিকে যুদা সুরক্ষিত নগর উত্তরোত্তর নির্মাণ করে থাকে ; কিন্তু তাদের শহরে শহরে আমি আগুন প্রেরণ করব, আর সেই আগুন গ্রাস করবে তাদের সেই দুর্গসকল।