Index

হোসেয়া - Chapter 10

1 ইস্রায়েল উর্বরতম আঙুরলতা ছিল, তাতে প্রচুর ফল ধরত ; কিন্তু তার ফল যত প্রচুর হত, সে তত যজ্ঞবেদি গাঁথত: তার মাটি যত উৎকৃষ্ট হত, সে তত সুন্দর করত নিজ স্মৃতিস্তম্ভ।
2 তাদের হৃদয় পিচ্ছিল ; এখন তারা এর জন্য দণ্ড বহন করবে। তিনি নিজে তাদের যত যজ্ঞবেদি ভেঙে ফেলবেন, তাদের যত স্মৃতিস্তম্ভ ধ্বংস করবেন।
3 তখন তারা বলবে : ‘আমাদের আর রাজা নেই, কারণ আমরা প্রভুকে ভয় করিনি; কিন্তু রাজাও কিবা করতে পারতেন?'
4 তারা অসার কথা বলে, মিথ্যা শপথ করে, নানা সন্ধি স্থির করে : তাই ন্যায়বিচার মাঠের রেখায় রেখায় বিষগাছের মত ছড়িয়ে পড়ে।
5 সামারিয়ার অধিবাসীরা বেখ্-আবেনের সেই বাছুরটার জন্য উদ্বিগ্ন, সেখানকার লোকেরা তার জন্য শোকপালন করে, তার পূজারিরাও তাই করে ; তার সেই যে গৌরব এখন আমাদের কাছ থেকে দূর করা হচ্ছে, তার জন্য তারা মেতে উঠুক !
6 তাকেও মহান রাজার উপঢৌকন রূপে আসিরিয়ায় নিয়ে যাওয়া হবে: তখন এফ্রাইম লজ্জাবোধ করবে, ইস্রায়েল তার সেই মন্ত্রণার জন্য লজ্জায় লাল হয়ে যাবে।
7 জলের উপরে খড়টুকরোর মত সামারিয়া ও তার রাজা ভেসে ভেসে মিলিয়ে যাবে।
8 শঠতার যত উচ্চস্থান—যা ইস্রায়েলের পাপস্বরূপ—সবই বিনষ্ট হবে, তাদের সমস্ত যজ্ঞবেদির উপরে শেয়ালকাঁটা ও কাঁটাগাছ গজিয়ে উঠবে ; তারা পাহাড়পর্বতকে বলবে, 'আমাদের ঢেকে ফেল, উপপর্বতগুলোকে বলবে : 'আমাদের উপরে পড়।'
9 হে ইস্রায়েল, গিবেয়ার দিনগুলি থেকেই তুমি পাপ করে আসছ ; সেইখানে তারা দাঁড়িয়ে রয়েছিল, শঠতার বংশের বিরুদ্ধে যে সংগ্রাম, তা কি গিবেয়াতে তাদের ধরবে না?
10 আমি তাদের দণ্ড দিতে আসছি : তাদের বিরুদ্ধে জাতিসকল একজোট হবে, কারণ তারা তাদের দ্বিগুণ শঠতার সঙ্গে লেগে আছে।
11 এফ্রাইম এমন পোষ-মানা গাভী, যা শস্য মাড়াই করতে ভালবাসে; কিন্তু তার সেই সুন্দর ঘাড়ের উপরে আমি জোয়ালটা ভারী করে দেব ; আমি এফ্রাইমকে লাঙলে লাগাব, যাকোবকে হাল টানতে হবে।
12 নিজেদের জন্য তোমরা ধর্মময়তার উদ্দেশে বীজ বোন, কৃপা অনুযায়ী ফসল সংগ্রহ কর : তোমাদের ফেলানো জমি চাষ কর : প্রভুর অন্বেষণ করার সময় এসে গেছে, যতদিন তিনি না এসে তোমাদের উপরে ধর্মময়তা বর্ষণ করেন।
13 তোমরা অপকর্ম চাষ করেছ, অধর্ম-ফসল সংগ্রহ করেছ, মিথ্যার ফল ভোগ করেছ। তুমি তোমার রথে ও তোমার বহু বহু যোদ্ধায় ভরসা রেখেছ বলে
14 তোমার শহরগুলোর বিরুদ্ধে জেগে উঠবে যুদ্ধের কোলাহল, ও তোমার যত দৃঢ়দুর্গের হবে সর্বনাশ। যুদ্ধের দিনে সালমান যেমন বেথ-আর্বেলের সর্বনাশ ঘটিয়েছিল, এবং মাকে আছাড় মেরে ছেলেদের উপরেই টুকরো টুকরো করা হয়েছিল,
15 হে বেথেল, তোমার মহা অপকর্মের জন্য তোমার প্রতি তেমনি করা হবে : প্রভাতে ইয়ায়েলের রাজা মিলিয়ে যাবে।