Index

হোসেয়া - Chapter 11

1 ইস্রায়েল যখন তরুণ ছিল, আমি তখন তাকে ভালবাসলাম, মিশর থেকে আমার সন্তানকে ডেকে আনলাম।
2 কিন্তু আমি তাদের যত ডাকতাম, তারা আমা থেকে তত দূরে চলে যেত ; তারা বায়াল-দেবদের উদ্দেশে বলি উৎসর্গ করত, দেবমূর্তির উদ্দেশে ধূপ জ্বালাত।
3 এফ্রাইমকে আমিই হাঁটতে শিখিয়েছিলাম, নিজেই তাদের হাত ধরে রাখতাম, কিন্তু আমি যে তাদের যত্ন করছিলাম, তা তারা বুঝল না।
4 আমি মানবতা-বন্ধন দিয়ে, প্রেম-বাধন দিয়েই তাদের আকর্ষণ করতাম : তাদের পক্ষে আমি এমন একজনেরই মত ছিলাম, যে আপন শিশুকে মুখের কাছে তুলে নেয় ; তার দিকে হাত বাড়িয়ে আমি তার খাদ্য দিতাম।
5 সে মিশর দেশে ফিরে যাবে না, আসিরিয়াই বরং হবে তার রাজা, তারা যে আমার কাছে ফিরে আসতে অসম্মত হয়েছে!
6 তাদের শহরগুলির উপরে খড়্গা নেমে পড়বে, তাদের নগরদ্বারের অর্গল ধ্বংস করবে, তাদের মতলবের কারণে তাদের গ্রাস করবে।
7 আমার আপন জনগণ আমাকে ছেড়ে বিপথে যেতে প্রবণ, ঊর্ধ্বের দিকে চোখ তুলতে আহৃত হলেও তারা কেউই ঊর্ধ্বের দিকে চোখ তুলতে জানে না।
8 এফ্রাইম, কেমন করে আমি তোমাকে ত্যাগ করব? ইস্রায়েল, কেমন করে পরের হাতে তোমাকে তুলে দেব? কেমন করে তোমাকে আমার মত করব? কেমন করে তোমার প্রতি সেইভাবে ব্যবহার করব যেইভাবে ব্যবহার করেছিলাম জেবোইমের প্রতি? আমার মধ্যে হৃদয় উৎপাটিত হচ্ছে, আমার অন্ত্ররাজি করুণায় দগ্ধ হচ্ছে।
9 আমি আমার উত্তপ্ত ক্রোধ জ্বলে উঠতে দেব না, এফ্রাইমের সর্বনাশ আর ঘটাব না, কারণ আমি ঈশ্বর, মানুষ নই; আমি তোমার মধ্যে সেই পবিত্ৰজন, তোমার কাছে রোষভরে আসব না।
10 তারা প্রভুর অনুসরণ করবে, তিনি সিংহের মত গর্জনধ্বনি তুলবেন। আর তিনি যখন গর্জনধ্বনি তুলবেন, তখন তাঁর সন্তানেরা পশ্চিম থেকে ছুটে আসবে,
11 তারা মিশর থেকে চড়ুই পাখির মত, আসিরিয়া থেকে কপোতের মত ছুটে আসবে, আর আমি তাদের আপন আবাসে তাদের বাস করাব। প্রভুর উক্তি।