1 যখনই আমি ইস্রায়েলকে নিরাময় করতে চাই, তখনই এফ্লাইমের শঠতা ও সামারিয়ার অপকর্ম প্রকাশ পায় কারণ প্রতারণাই তাদের চর্চা: ভিতরে চোরের প্রবেশ, বাইরে দস্যুর লুটতরাজ !
2 আমি যে তাদের সমস্ত অধর্ম স্মরণে রাখি, একথা তারা কি ভাবেই না ? তাদের সমস্ত কর্ম চারদিকে তাদের ঘিরে রাখে, সেইসব কিছু আমার মুখেরই সামনে উপস্থিত। চক্রান্ত, শুধু চক্রান্ত !
3 তারা তাদের অপকর্ম দ্বারা রাজাকে আনন্দিত করে, তাদের মিথ্যাকথা দ্বারা নেতাদের পুলকিত করে।
4 তারা সকলে ব্যভিচারী, এমন তদ্দুরের মত উত্তপ্ত, যার আগুন রুটিওয়ালা ওসকায় না যতক্ষণ না ময়দা ছানার পর খামির গেঁজে ওঠে।
5 আমাদের রাজার উৎসব-দিনে নেতারা আঙুররসে উত্তপ্ত হয়, আর সে বিদ্রূপকারীদের হাতের সঙ্গে হাত মেলায়।
6 কারণ তন্দুরের আগুনের মত তারা কুটিলতায় পূর্ণ হৃদয়ে এগিয়ে এসেছে, তাদের রোষ সারারাত ধরে তন্দ্রাবেশে থাকে, আর সকালে প্রচন্ড অগ্নিশিখার মত জ্বলে ওঠে।
7 তারা সকলে তন্দুরের মত উত্তপ্ত, তাদের গণশাসকদের গ্রাস করে। এইভাবে তাদের সকল রাজাদের পতন হল, আর তারা কেউই আমাকে কখনও ডাকে না।
8 এফ্রাইম তো জাতিগুলির সঙ্গে মিশে গেছে: এফ্রাইম এক পিঠ ভাজা পিঠার মত।
9 বিদেশীরা তার বল গ্রাস করে, কিন্তু সে তা টের পায় না ; তার মাথায় চুল পেকেছে, কিন্তু সে তা টের পায় না।
10 ইসায়েলের দম্ভ তারই বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কিন্তু তারা তাদের আপন পরমেশ্বর প্রভুর কাছে ফেরে না, এসব কিছু সত্ত্বেও তাঁর অন্বেষণও করে না।
11 এফ্রাইম এমন কপোতের মত যা নিজেকে ভোলাতে দেয়, সত্যিই, সে বুদ্ধিহীন তারা একবার মিশরকে, একবার আসিরিয়াকে ডাকে।
12 তারা যেইদিকে যাবে, আমি তাদের উপরে আমার জাল বিস্তার করব: আকাশের পাখিদের মত তাদের নামিয়ে দেব; তাদের নিজেদের জনমণ্ডলীতে শাস্তি দেব।
13 ধিক্ তাদের! তারা যে আমাকে ছেড়ে দূরে চলে গেছে ; সর্বনাশ তাদের! তারা যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমি তাদের মুক্তিকর্ম সাধন করতে চাচ্ছিলাম, কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যাকথা বলেছে।
14 তাদের বিছানায় তারা চিৎকার করে বটে, কিন্তু সমস্ত হৃদয় দিয়ে আমার কাছে হাহাকার করেই না। তারা শস্য ও নতুন আঙুররসের জন্য দেহে কাটাকাটি করে বটে কিন্তু সেইসঙ্গে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে চলে।
15 অথচ আমিই তাদের বাহুর অবলম্বন হয়ে তা সবল করেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রই এঁটেছে।
16 ঊর্ধ্বে আছেন যিনি, তাঁর কাছে তারা তো ফেরে না, তারা এমন ধনুকের মত, যার তীর হবে লক্ষ্যভ্রষ্ট। তাদের নেতারা নিজেদের জিহ্বার আস্ফালনের জন্য খড়্গের আঘাতে পড়বে, আর এজন্য তারা মিশর দেশে হবে উপহাসের বস্তু।