Index

হোসেয়া - Chapter 2

1 ইস্রায়েল সন্তানদের সংখ্যা হবে সমুদ্রের সেই বালুকণার মত, যা পরিমাণ ও গণনার অতীত : এবং এমনটি ঘটবে যে, যেখানে এই কথা তাদের বলা হয়েছিল : “তোমরা আমার জনগণ নও,' সেই স্থানে তাদের বলা হবে : "জীবনময় ঈশ্বরের সন্তান'।
2 যুদ্ধা সন্তানেরা ও ইস্রায়েল-সন্তানেরা পুনরায় একসাথে মিলিত হবে, নিজেদের উপরে তারা অনন্য এক নেতাকে নিযুক্ত করবে, ও নিজেদের দেশ থেকে বেশ দূরেই ছড়িয়ে পড়বে, কেননা যেপ্রেয়েলের দিন মহান হবে!
3 তোমাদের ভাইদের তোমরা 'আগ্নি' বল, আর তোমাদের বোনদের বল : ‘রুহামা'।
4 বিবাদ কর, তোমাদের মায়ের সঙ্গে বিবাদ কর, কারণ সে আমার স্ত্রী আর নয়, আমিও তার স্বামী আর নই। নিজের মুখ থেকে সে তার বেশ্যাচারের যত চিহ্ন মুছে দিক, নিজের বুক থেকে তার ব্যভিচার দূর করে দিক ;
5 নইলে আমি তাকে নিঃশেষে বিবস্ত্রা করব, জন্মলগ্নে তার যেমন অবস্থা ছিল, আমি তাকে ঠিক তেমনি করব, তাকে প্রান্তরের সমান ও মরুভূমির মত করব, পিপাসায় তার মৃত্যু ঘটাব।
6 তার সন্তানদের আমি স্নেহ করব না, যেহেতু তারা বেশ্যাচারের সন্তান।
7 হ্যাঁ, তাদের মা বেশ্যাগিরি করেছে, তাদের জননী লজ্জাকর কাজ করেছে; সে নাকি বলছিল : 'আমি আমার প্রেমিকদের পিছু পিছু যাব, তারাই আমার রুটি ও আমার জল, আমার পশম ও আমার ক্ষোম-কাপড়, আমার তেল ও আমার যত পানীয় আমাকে দিয়ে থাকে!'
8 এজন্য দেখ, আমি কাঁটা দিয়ে তোমার পথ রোধ করব, তার চারদিকে প্রাচীর দেব যেন সে নিজের কোন পথের সন্ধান না পেতে পারে।
9 সে তার প্রেমিকদের পিছু পিছু দৌড়বে, কিন্তু তাদের নাগাল পাবে না ; সে তাদের খোঁজ করে বেড়াবে, কিন্তু তাদের খোঁজ পাবে না। সে তখন বলবে : 'আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরব, কারণ এখনকার চেয়ে তখনই আমার মঙ্গল বেশি ছিল।'
10 সে তো বুঝতে পারেনি যে, আমিই সেই গম, নতুন আঙুররস ও তেল তাকে দিচ্ছিলাম, আমিই তার জন্য যুগিয়ে দিচ্ছিলাম সেই রুপো আর সোনা, যা তারা বায়াল-দেবের উদ্দেশে ব্যবহার করল।
11 এজন্য আমিও গমের সময়ে আমার গম, ও আঙুরফলের ঋতুতে আমার আঙুররস ফিরিয়ে নেব: সেই পশম ও ক্ষোম-কাপড়ও নেব, যা তার উলঙ্গতা আচ্ছাদিত করার জন্যই ছিল।
12 তখন তার প্রেমিকদের চোখের সামনে আমি তার লজ্জা অনাবৃত করব—কেউই তাকে আমার হাত থেকে উদ্ধার করবে!
13 আমি তার সমস্ত আমোদপ্রমোদ, তার পর্বোৎসব, অমাবস্যা, সাব্বাৎ ও যত মহাপর্ব বাতিল করে দেব;
14 তার আঙুরলতা ও ডুমুরগাছ সবই বিনষ্ট করব, যা সম্বন্ধে সে বলছিল, 'এ তো আমার প্রেমিকদের দেওয়া উপহার।' আমি সেইসব কিছু জঙ্গল করব, করব বন্যজন্তুদের চারণমাঠ।
15 তাকে আমি বায়াল-দেবদের সেই দিনগুলির প্রতিফল ভোগ করাব, যখন তাদের উদ্দেশে সে ধূপ জ্বালাত, ও যত আঙটি ও অলঙ্কারে নিজেকে অলঙ্কৃতা করত, তার প্রেমিকদের পিছু পিছু যেত, কিন্তু এই আমাকে ভুলে থাকত !—প্রভুর উক্তি।
16 সুতরাং দেখ, আমি তাকে ভুলিয়ে প্রান্তরে আনব ও তার হৃদয়ের উপরেই কথা বলব।
17 সেখান থেকে আমি তার আঙুরখেত ফিরিয়ে দেব, আখোর উপত্যকাকে আশাদ্বারে পরিণত করব। সেখানে সে সাড়া দেবে, যেমন সাড়া দিত তার তরুণ বয়সের দিনগুলিতে, মিশর থেকে বেরিয়ে আসার দিনগুলিতে।
18 সেইদিন যখন আসবে—প্রভুর উক্তি—তুমি আমাকে ‘আমার স্বামী' বলে ডাকবে, আমাকে আমার বায়াল-দেব' বলে আর ডাকবে না।
19 আমি তার মুখ থেকে বায়াল-দেবদের যত নাম বাতিল করে দেব, তাদের নামগুলির আর স্মরণ থাকবে না।
20 সেইদিন আমি তাদের জন্য বন্যজন্তু, আকাশের পাখি ও ভূমির সরিসৃপদের সঙ্গে এক সন্ধি করব; ধনুক, খড়্গা ও রণসজ্জা ভেঙে দিয়ে তা দেশের মধ্য থেকে উচ্ছেদ করব ; নিরাপদে তাদের শুতে দেব।
21 আমি তোমাকে চিরকালের মত আমার বাগদত্তা কনে করব, ধর্মময়তা, ন্যায়, কৃপা ও স্নেহেই তোমাকে আমার বাগদত্তা কনে করব ;
22 আমি বিশ্বস্ততায়ই তোমাকে আমার বাগদত্তা কনে করব, তখন তুমি প্রভুকে জানবে।
23 সেইদিন যখন আসবে, আমি তখন সাড়া দেব, —প্রভুর উক্তি— আমি আকাশকে সাড়া দেব, আকাশ ভূমিকে সাড়া দেবে :
24 আর ভূমি গম, নতুন আঙুররস ও তেলকে সাড়া দেবে আর এগুলো যেপ্রেয়েলকে সাড়া দেবে।
25 আমি নিজেরই জন্য তাকে এ দেশে রোপণ করব, লো-রুহামাকে স্নেহ করব, লো-আম্মিকে বলব, 'তুমি আমার আপন জনগণ, এবং সে বলবে, ‘তুমি আমার আপন পরমেশ্বর।