1 হে ইস্রায়েল সস্তানেরা, প্রতর বাণী শোন, কারণ দেশবাসীদের বিরুদ্ধে প্রভু অভিযোগ আনছেন : দেশে তো সততা নেই, সহৃদয়তা নেই, ঈশ্বরজ্ঞান নেই।
2 মিথ্যাশপথ, মিথ্যাকথা, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলছে হত্যাকাণ্ড ও একের পর এক রক্তপাত সাধিত হচ্ছে।
3 এজন্য দেশ শোকপালন করছে, দেশবাসী সকলে ম্লান হচ্ছে, তাদের সঙ্গে বন্যজন্তু ও আকাশের পাখিরাও তেমনি করছে, সমুদ্রের মাছগুলিও মিলিয়ে যাবে।
4 কিন্তু কেউ অভিযোগ না করুক, কেউ অনুযোগ না করুক, কারণ তোমার বিরুদ্ধেই, হে যাজক, আমার অভিযোগ।
5 দিনের বেলায়ই তুমি হোঁচট খাচ্ছ, রাতের বেলায় নবীও তোমার সঙ্গে হোঁচট খাচ্ছে, তবে আমি তোমার মাতাকে তার সজ্ঞান-অভাবের কারণে স্তব্ধ করে দেব,
6 আমার আপন জনগণকেই স্তব্ধ করা হবে। যেহেতু তুমি সদজ্ঞান অগ্রাহ্য করেছ, সেজন্য আমি যাজকরূপে তোমাকেই অগ্রাহ্য করব; যেহেতু তুমি তোমার পরমেশ্বরের নির্দেশবাণী ভুলে গেছ, সেজন্য আমি তোমার সন্তানদের কথা ভুলে যাব।
7 তারা সংখ্যায় যত বেশি ছিল, আমার বিরুদ্ধে তত বেশি পাপ করল ; তাদের গৌরব যিনি, তাঁকে তারা দুর্নামের সঙ্গে বিনিময় করল।
8 আমার জনগণের পাপ—এতেই তারা নিজেদের পুষ্ট করে, আমার জনগণের শঠতা—এর প্রতিই তাদের লোভ।
9 কিন্তু জনগণের যেমন দশা, যাজকেরও তেমন দশা—তাদের আচরণের জন্য আমি তাদের শাস্তি দেব, তাদের অপকর্মের প্রতিফল দেব।
10 তারা খাবে, কিন্তু তৃপ্তি পাবে না, বেশ্যাগিরি করবে, কিন্তু তাদের বংশবৃদ্ধি হবে না, কারণ তারা প্রভুকে মান্য করায় ক্ষান্ত হয়েছে।
11 বেশ্যাগিরি, আঙুররস ও মাতলামি বুদ্ধি হরণ করে।
12 আমার জনগণ তাদের সেই গাছের অভিমত যাচনা করে, আর তাদের সেই ডাল তাদের উত্তর দেয়, কারণ বেশ্যাচারের এক আত্মা তাদের ভ্রান্ত করছে আর তারা তাদের আপন পরমেশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়ে বেশ্যাচার করছে।
13 তারা পর্বতের চূড়ায় চূড়ায় যজ্ঞ করে ও উপপর্বতের চূড়ায় চূড়ায় শুক্, স্কার্ট ও তার্পিন গাছের তলায় ধূপ জ্বালায়, কেননা সেগুলোর ছায়া মনোহর। তাই তোমাদের কন্যারা বেশ্যা হয় ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচার করে।
14 তোমাদের কন্যারা বেশ্যা হলে ও তোমাদের পুত্রবধূ ব্যভিচার করলে আমি তাদের শাস্তি দেব না, কেননা যাজকেরা নিজেরাও বেশ্যাদের সঙ্গে গোপন জায়গায় যায় ও সেবাদাসীদের সঙ্গে যজ্ঞ করে; অবোধ এক জাতি সর্বনাশের দিকে যাচ্ছে।
15 ইস্রায়েল, তুমি যখন বেশ্যাচার কর, তখন হুদাও যেন নিজেকে দণ্ডনীয় না করে। তোমরা গিল্লালে যেয়ো না, বেথ-আবেনেও যেয়ো না, এবং 'জীবনময় প্রভুর দিব্যি !' বলে শপথ করো না।
16 আর যখন ইস্রায়েলীয়েরা বিদ্রোহিণী গাভীর মত বিদ্রোহী, তখন প্রভু কেমন করে তাদের চরাবেন প্রশস্ত মাঠে মেষশাবককে যেভাবে চরানো হয় ?
17 এফ্রাইম প্রতিমাগুলোতে আসন্ত ; তাকে একাই ছাড় !
18 তাদের মদ্যপানীয় শেষ হলেও তারা তবু অবিরত বেশ্যাচার করে চলে, ও তাদের নেতারা দুর্নাম প্ররোচনা করতে ভালবাসে।
19 ঘূর্ণিবায়ু তার পাখা দু'টো দিয়ে তাদের তুলে নেবে, ফলে তারা তাদের সেই যজ্ঞের ব্যাপারে লজ্জাবোধ করবে।