1 সামারিয়া তার নিজের দন্ড বহন করবে, কারণ সে তার আপন পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা খড়ের আঘাতে পড়বে, তাদের শিশুদের আছড়িয়ে টুকরো টুকরো করা হবে, বিদীর্ণ করা হবে গর্ভবর্তী যত নারীর উদর।
2 তবে, ইস্রায়েল, তোমার পরমেশ্বর প্রভুর কাছে ফিরে এসো ; কারণ তুমি তোমার নিজের শঠতায় হোচট খেয়েছ।
3 তোমাদের বক্তব্য প্রস্তুত করে প্রভুর কাছে ফিরে এসো; তাঁকে বল : ‘সমস্ত শঠতা দূর করে দাও ; যা ভাল, তাই গ্রহণ কর, তবেই আমরা বৃষের চেয়ে আমাদের ওষ্ঠই তোমার কাছে নিবেদন করব।
4 আসিরিয়া আমাদের ত্রাণ করবে না, আমরা ঘোড়ায় আর চড়ব না, আমাদের আপন হাতের রচনাকে আর কখনও 'আমাদের ঈশ্বর' বলব না, কারণ তোমারই কাছে পিতৃহীন স্নেহ পায়।'
5 আমি তাদের অবিশ্বস্ততা থেকে তাদের নিরাময় করব, সমস্ত হৃদয় দিয়ে তাদের ভালবাসব, কারণ আমার ক্রোধ তাদের কাছ থেকে দূরে চলে গেছে।
6 আমি ইস্রায়েলের পক্ষে হব শিশিরের মত, সে লিলিফুলের মত ফুটবে, লেবাননের গাছের মত শিকড় গাড়বে,
7 তার পল্লব ছড়িয়ে পড়বে, জলপাইগাছের মত হবে তার শোভা, লেবাননের মত হবে তার সৌরভ।
8 তারা আমার ছায়ায় বাস করতে ফিরে আসবে, শস্য সঞ্জীবিত করে তুলবে, আঙুরখেত ফলপ্রসু করবে, তাদের আঙুররস লেবাননের আঙুররসের মত সুখ্যাত হবে।
9 দেবমূর্তির সঙ্গে এফ্রাইমের এখন আর কী সম্পর্ক? আমিই তো সাড়া দিচ্ছি, আমিই তার উপর দৃষ্টি রাখছি : আমি সতেজ দেবদারুগাছের মত, আমার দোহাইতে যে তুমি ফলবান !
10 কে এমন প্রজ্ঞাবান যে এই সমস্ত কথা বুঝতে পারবে? কে এমন সুবিবেচক যে এই সমস্ত কিছুর অর্থ জানতে পারবে? কেননা প্রভুর সমস্ত পথ সরল, ধার্মিকেরাই সেই সকল পথে চলে, কিন্তু দুর্জনেরা সেই সমস্ত পথে হোঁচট খায়।