1 হে যাজকেরা, একথা শোন, ইস্রায়েলকুল, মনোযোগ দাও, হে রাজকুল, কান পেতে শোন, কারণ ন্যায্যতা-রক্ষা তোমাদেরই হাতে; অথচ তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ হয়েছ, ও তাবরে পাতা জালস্বরূপ হয়েছ ;
2 তারা সিত্তিমে গভীর একটা গর্ত খুঁড়েছে, কিন্তু আমি তাদের সকলেরই দণ্ড দিতে যাচ্ছি।
3 এফ্রাইমকে আমি জানি, ইস্রায়েলও আমার কাছে গোপন নয়। এফ্রাইম, তুমি তো বেশ্যাগিরি করেছ! ইস্রায়েল নিজেকে কলুষিত করেছে।
4 তাদের কাজকর্ম তাদের পরমেশ্বরের কাছে ফিরতে বাধা দেয়, কারণ তাদের মধ্যে বেশ্যাচারের এক আত্মা বিরাজ করছে, আর তারা প্রভুকে আর জানে না।
5 ইস্রায়েলের দম্ভ তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, ইস্রায়েল ও এফ্রাইম নিজেদের অপরাধে নিজেরাই হোঁচট খাবে, যুদাও হোঁচট খাবে তাদের সঙ্গে।
6 তাদের মেষপাল ও গবাদি পশু নিয়ে তারা প্রভুর অন্বেষায় ঘুরে বেড়ায়, কিন্তু তাঁকে পায় না, কারণ তিনি তাদের কাছ থেকে চলে গেছেন।
7 প্রভুর প্রতি তারা অবিশ্বস্ত হয়েছে, তারা যে উৎপন্ন করেছে জারজ সন্তান ; এখন অমাবস্যাই তাদের ও তাদের জমিজমা গ্রাস করবে।
8 তোমরা গিবেয়াতে শিঙা বাজাও, রামায় তুরিধ্বনি তোল, বেথ্-আবেনে রণ-নিনাদ তুলে বল : বেঞ্জামিন, সজাগ হও !
9 শান্তির দিনে এফ্রাইম ধ্বংসস্থান হবে: ইস্রায়েল-গোষ্ঠীদের জন্য আমি এমন কিছু ঘোষণা করছি, যা অবশ্যই ঘটবে।
10 ঘুদার নেতারা তাদেরই মত হয়েছে, যারা সীমানা-ফলক স্থানান্তর করে, তাদের উপরে আমি আমার ক্রোধ বন্যার মতই ঢেলে দেব।
11 এফ্রাইম অত্যাচারী, সে ন্যায়বিচার মাড়িয়ে দিচ্ছে, সে অসারের অনুগামী হতে লাগল।
12 কিন্তু আমি এফ্রাইমের পক্ষে হব কীটের মত, যুদাকুলের পক্ষে কাঠপোকার মত।
13 যখন এফ্রাইম তার নিজের রোগ ও যুদা তার নিজের ঘা দেখতে পেল, তখন এফ্রাইম আসিরিয়ার কাছে গেল, সেই মহারাজের কাছে লোক পাঠাল ; কিন্তু সে তোমাদের রোগমুক্ত করতে অক্ষম, তোমাদের ঘাও নিরাময় করতে অক্ষম,
14 কারণ আমি এফ্রাইমের পক্ষে হব সিংহের মত, যুদাকুলের পক্ষে যুবসিংহের মত। আমি, আমিই তাদের দীর্ণ-বিদীর্ণ করে চলে যাব, আমার শিকার নিয়ে যাব, উদ্ধার করার মত কেউই থাকবে না।
15 আমি আমার নিজের জায়গায় ফিরে যাব, যতদিন না তারা তাদের দোষ স্বীকার করে; তারা আমার শ্রীমুখের অন্বেষণ করবে, তাদের সঙ্কটে সযত্নেই আমার অনুসন্ধান করবে।