1 অষ্টম দিনে মোশী আরোনকে ও তাঁর সন্তানদের এবং ইস্রায়েলের প্রবীণবর্গকে ডাকলেন।
2 তিনি আরোনকে বললেন, 'তুমি পাপার্থে বলিদানের জন্য একটা মদ্দা বাছুরকে, ও আহুতির জন্য একটা ভেড়া নিয়ে প্রভুর কাছে নিবেদন কর : বাছুর ও ভেড়া দু'টোরই দেহে কোথাও খুঁত থাকবে না।
3 ইস্রায়েল সন্তানদের তুমি বলবে : প্রভুর সামনে জবাই করার জন্য তোমরা পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ, আহুতির জন্য এক বছরের খুঁতবিহীন একটা বাছুর ও একটা মেষশাবক,
4 মিলন-যজ্ঞের জন্য একটা বৃষ ও একটা ভেড়া, এবং তেল-মেশানো শস্য-নৈবেদ্য নেবে, কেননা আজ প্রভু তোমাদের দেখা দেবেন।'
5 মোশীর আজ্ঞামত তারা এই সবকিছু সাক্ষাৎ তাঁবুর সামনে আনল, আর গোটা জনমণ্ডলী এগিয়ে এসে প্রভুর সামনে দাঁড়াল।
6 তখন মোশী বললেন, 'প্রভু তোমাদের একাজ করতে আজ্ঞা করেছেন, এ করলে তোমাদের কাছে প্রভুর গৌরব প্রকাশ পাবে।'
7 মোশী আরোনকে বললেন, 'বেদির কাছে এগিয়ে যাও, তোমার পাপার্থে বলি ও আহুতিবলি উৎসর্গ কর, তোমার নিজের জন্য ও তোমার কুলের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালন কর; জনগণের অর্ঘ্যও নিবেদন কর, ও তাদের জন্য প্রায়শ্চিত্ত রীতি পালন কর; যেমন প্রভু আজ্ঞা দিয়েছেন।”
8 তাই আরোন বেদির কাছে এগিয়ে গিয়ে নিজের জন্য পাপার্থে বলিদানের বাছুর জবাই করলেন।
9 তাঁর সন্তানেরা তাঁর কাছে বাছুরের রক্ত আনলেন, তিনি আঙুল রক্তে ডুবিয়ে বেদির শিংগুলো ভিজিয়ে দিলেন, এবং বাকি সমস্ত রক্ত বেদির পাদদেশে ঢেলে দিলেন;
10 কিন্তু পাপার্থে বলির চর্বি, মেটে ও যকৃতে লাগানো অম্লাপ্লাবক বেদির উপরে পুড়িয়ে দিলেন, যেমন প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
11 তার মাংস ও চামড়া তিনি শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন।
12 পরে তিনি আহুতিবলি জবাই করলেন, এবং তাঁর সন্তানেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির চারপাশে তা ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দিলেন।
13 তাঁরা আহুতিবলির মাংসের টুকরোগুলো ও মাথাও তাঁর কাছে আনলেন, আর তিনি সেই সবকিছু বেদির উপরে পুড়িয়ে দিলেন।
14 পরে তিনি তার অন্ধ্ররাজি ও পা ধুয়ে দিয়ে বেদি তে আহুতিবলির উপরে পুড়িয়ে দিলেন।
15 পরে তিনি জনগণের অর্ঘ্য নিবেদন করলেন, এবং জনগণের জন্য পাপার্থে বলিদানের ছাগ নিয়ে তা প্রথমটার মত জবাই করে একটা পাপার্থে বলিদান উৎসর্গ করলেন।
16 পরে তিনি আহুতিবলি আনিয়ে তা বিধিমতে উৎসর্গ করলেন।
17 এরপর, সকালের আহুতি ছাড়া, তিনি শস্য-নৈবেদ্য আনিয়ে তার এক মুঠো নিয়ে তা বেদির উপরে পুড়িয়ে দিলেন।
18 তিনি জনগণের জন্য মিলন-যজ্ঞরূপে ওই বৃষ ও ভেড়া জবাই করলেন, এবং তাঁর সন্তানেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির চারপাশে তা ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দিলেন।
19 বৃষের চর্বি ও ভেড়ার লেজ এবং অস্ত্ররাজিতে ও মেটেতে লাগানো চর্বি ও যকৃতে লাগানো অস্ত্ৰাপ্লাবক,
20 এই সমস্ত চর্বি তাঁরা দুই বুকের উপরে রাখলেন, আর তিনি সেই সমস্ত কিছু বেদির উপরে পুড়িয়ে দিলেন।
21 আরোন প্রভুর সামনে দুই বুক ও ডান জঙ্ঘা দোলনীয় নৈবেদ্যের রীতি অনুসারে দোলালেন; যেমন মোশী আজ্ঞা দিয়েছিলেন।
22 পরে আরোন জনগণের দিকে দু'হাত তুলে তাদের আশীর্বাদ করলেন; আর তিনি পাপার্থে বলিদান, আহুতি ও মিলন-যজ্ঞ সমাধা করে নেমে এলেন।
23 মোশী ও আরোন সাক্ষাৎ-তাঁবুতে প্রবেশ করলেন, পরে দু'জনে বেরিয়ে এসে জনগণকে আশীর্বাদ করলেন; তখন সমস্ত জনগণের কাছে প্রভুর গৌরব প্রকাশ পেল।
24 প্রভুর সামনে থেকে আগুন নির্গত হয়ে বেদির উপরের সেই আহুতিবলি ও চর্বি গ্রাস করল তা দেখে গোটা জনগণ আনন্দধ্বনি তুলে উপুড় হয়ে পড়ল।