Index

লেবীয় পুস্তক - Chapter 18

1 প্রভু মোশীকে আরও বললেন,
2 'ইস্রায়েল সন্তানদের কাছে কথা বল; তাদের বল : আমিই প্রভু তোমাদের পরমেশ্বর!
3 তোমরা যেখানে বাস করেছ, সেই মিশর দেশের আচার-আচরণ অনুযায়ী আচরণ করবে না; যে কানান দেশে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, সেখানকার আচার-আচরণ অনুযায়ী আচরণও করবে না ও তাদের বিধি অনুসারেও চলবে না।
4 তোমরা আমারই নিয়মনীতি মেনে চলবে, আমারই বিধিগুলো পালন করবে ও সেই পথে চলবে। আমিই প্রভু তোমাদের পরমেশ্বর!
5 সুতরাং তোমরা আমার বিধিগুলো ও আমার নিয়মনীতি পালন করবে; যে কেউ সেগুলো পালন করবে, সে সেগুলিতে জীবন পাবে। আমিই প্রভু!
6 তোমরা কেউই কোন আত্মীয়ার উলঙ্গতা অনাবৃত করার জন্য তার কাছে যাবে না। আমিই প্রভু!
7 তুমি তোমার মাতার উলঙ্গতা অনাবৃত করে তোমার পিতারই উলঙ্গতা অনাবৃত করবে না : সে তোমার আপন মাতা, তার উলঙ্গতা অনাবৃত করবে না।
8 তোমার পিতার বধূর উলঙ্গতা অনাবৃত করবে না : তা তোমার আপন পিতারই উলঙ্গতা।
9 তোমার বোন—তোমার পিতার কন্যা বা মাতার কন্যা, গৃহজাতা হোক বা অন্যত্র জাতা হোক, তাদের উলঙ্গতা অনাবৃত করবে না।
10 তোমার পৌত্রীর বা দৌহিত্রীর উলঙ্গতা অনাবৃত করবে না, কেননা তা তোমারই উলঙ্গতা।
11 তোমার পিতার বধূর কন্যা যে তোমার পিতার ঘরে জন্মেছে, তার উলঙ্গতা অনাবৃত করবে না: সে তোমার বোন।
12 তোমার পিসির উলঙ্গতা অনাবৃত করবে না : সে তোমার পিতার আপন মাংস।
13 তোমার মাসীর উলঙ্গতা অনাবৃত করবে না : সে তোমার - মাতার আপন মাংস।
14 তোমার জেঠার উলঙ্গতা অনাবৃত করবে না, অর্থাৎ তার বধূর কাছে যাবে না : সে তোমার জেঠীমা।
15 তোমার পুত্রবধূর উলঙ্গতা অনাবৃত করবে না: সে তোমার ছেলের স্ত্রী ; তার উলঙ্গতা অনাবৃত করবে না।
16 তোমার ভাইয়ের স্ত্রীর উলঙ্গতা অনাবৃত করবে না : তা তোমার ভাইয়ের উলঙ্গতা।
17 কোন স্ত্রীলোক ও তার মেয়ের উলঙ্গতা অনাবৃত করবে না; উলঙ্গতা অনাবৃত করার জন্য তার পৌত্রীকে বা দৌহিত্রীকে নেবে না : তারা পরস্পর আত্মীয়; এ জঘন্য কাজ।
18 স্ত্রী জীবিত থাকতে স্ত্রীর প্রতিদ্বন্দ্বী হবার জন্য উলঙ্গতা অনাবৃত করার জন্য তার বোনকে বিবাহ করবে না।
19 কোন স্ত্রীলোকের ঋতুজনিত অশুচিতাকালে তার উলঙ্গতা অনাবৃত করতে তার কাছে যাবে না।
20 তুমি তোমার স্বজাতীয়ের স্ত্রীর কাছে গিয়ে নিজেকে কলুষিত করবে না।
21 তোমার বংশজাত কাউকেও মোলক দেবের উদ্দেশে আগুনের মধ্য দিয়ে যেতে দেবে না ও তোমার পরমেশ্বরের নাম - অপবিত্র করবে না। আমিই প্রভু।
22 স্ত্রীলোকের সঙ্গে যে মিলন, পুরুষলোকের সঙ্গে তেমন মিলনে মিলিত হবে না, তা জঘন্য কাজ।
23 তুমি কোন পশুর সঙ্গে মিলিত হয়ে নিজেকে অশুচি করবে না; কোন স্ত্রীলোক কোন পশুর সঙ্গে মিলিত হবার জন্য তার সামনে দাঁড়াবে না; এ প্রকৃতি-বিরুদ্ধ কাজ।
24 তোমরা এই সমস্ত দিয়ে নিজেদের অশুচি করবে না, কেননা যে জাতিগুলোকে আমি তোমাদের সামনে থেকে দেশছাড়া করতে যাচ্ছি, তারা এই সমস্ত দিয়েই নিজেদের অশুচি করেছে।
25 দেশও অশুচি হয়েছে, তাই আমি তার অপরাধের দণ্ড দিতে যাচ্ছি ও দেশ তার আপন অধিবাসীদের উদ্দিগরণ করল।
26 সুতরাং তোমরা আমার বিবি ও আমার নিয়মনীতি পালন করবে, ওই সকল জঘন্য কাজের কোন কাজ করবে না: স্বদেশীয় হোক, কিংবা সেই বিদেশীয় হোক যে তোমাদের মাঝে প্রবাসী হয়ে বাস করে, কেউই তা করবে না।
27 কেননা তোমাদের আগে যারা সেখানে ছিল, ওই দেশের সেই জনগণ তেমন জঘন্য কাজ করায় দেশ অশুচি হয়েছে।
28 সাবধান, সেই দেশ যেমন তোমাদের পূর্ববর্তী ওই জাতিকে উদ্গিরণ করল, তেমনি যেন তোমাদের দ্বারা অশুচি হয়ে তোমাদেরও উদ্গিরণ না করে!
29 কেননা যে কেউ ওই সকল জঘন্য কাজের মধ্যে কোন কাজ করবে, তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে।
30 সুতরাং তোমরা আমার আদেশ পালন করবে, তোমাদের আগে যে সকল জঘন্য কাজ প্রচলিত ছিল, তার কিছুই তোমরা করবে না, তা করে নিজেদের অশুচিও করবে না। আমিই প্রভু তোমাদের পরমেশ্বর!”