1 প্রভু মোশীকে বললেন,
2 তুমি আরোন ও তার সন্তানদের এই আজ্ঞা দাও। আহুতির অনুষ্ঠান -রীতি এই : আহুতিবলি সকাল পর্যন্ত সারারাত বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকবে; বেদির আগুন জ্বালিয়ে রাখা হবে।
3 যাজক ক্ষোম-কাপড়ের অঙ্গরক্ষিণী ও ক্ষোম-কাপড়ের জাঙাল পরিধান করবে, এবং বেদির উপরে অগ্নিদগ্ধ আহুতির যে ছাই আছে, তা তুলে বেদির পাশে রাখবে।
4 পরে সে পোশাক খুলে অন্য পোশাক পরিধান ক'রে শিবিরের বাইরে কোন শুচি স্থানে সেই ছাই নিয়ে যাবে।
5 বেদির উপরে যে আগুন রয়েছে, তা জ্বেলে রাখতে হবে, নিভে যেতে দেওয়া হবে না; যাজক প্রতিদিন সকালে কাঠ সাজিয়ে তার উপরে আহুতিবলি দেবে ও মিলন-যজ্ঞবলির চর্বি তাতে পুড়িয়ে দেবে;
6 বেদির উপরে সেই আগুন সবসময় জ্বেলে রাখতে হবে, নিভে যেতে দেওয়া হবে না।
7 শস্য-নৈবেদ্যের অনুষ্ঠান-রীতি এই আরোনের সস্তানেরা বেদির অগ্রভাগে প্রভুর সামনে তা আনবে।
8 যাজক নৈবেদ্যের উপরে রাখা সমস্ত তেল ও কুন্দুরু সমেত সেরা ময়দার এক মুঠো তুলে নিয়ে তার স্মরণ-চিহ্ন বেদির উপরে প্রস্তুর উদ্দেশে গ্রহণীয় সৌরভরূপে পুড়িয়ে দেবে।
9 আরোন ও তার সন্তানেরা তার বাকি অংশটা খাবে, বিনা খামিরে, সাক্ষাৎ-তাঁবুর প্রাঙ্গণে, কোন এক পবিত্র স্থানে তা খেতে হবে।
10 খামিরের সঙ্গে তা রাঁধা হবে না। আমি আমার অগ্নিদগ্ধ অর্ঘ্য থেকে তাদের প্রাপ্য অংশ বলে তা দিলাম; পাপার্থে বলির ও সংস্কার-বলির মত তা পরমপবিত্র।
11 আরোনের সন্তানদের মধ্যে সমস্ত পুরুষ তা খেতে পারবে; প্রভুর অগ্নিদগ্ধ অর্থ থেকে এ পুরুষানুক্রমে তোমাদের চিরকালীন অধিকার। যা কিছু তার স্পর্শে আসবে, তা পবিত্র হয়ে উঠবে।'
12 প্রভু মোশীকে আরও বললেন,
13 অভিষেক গ্রহণের দিনে আরোন ও তার সন্তানেরা প্রস্তুর উদ্দেশে যে অর্ঘ্য নিবেদন করবে, তা এই নিত্য শস্য-নৈবেদ্যরূপে এফার দশ ভাগের এক ভাগ সেরা ময়দা—সকালে অর্ধেক ও সন্ধ্যায় অর্ধেক।
14 তা ঝাঁজরিতে ভাজা হবে, তার সঙ্গে তেল মেশানো থাকবে; তা একবার তৈলসিক্ত হলে তুমি তা টুকরো টুকরো করে শস্য-নৈবেদ্যরূপে প্রভুর উদ্দেশে গ্রহণীয় সৌরভরূপে নিবেদন করবে।
15 আরোনের সন্তানদের মধ্যে যে তার পদে যাজকরূপে তৈলাভিষিক্ত হতে যাচ্ছে, সেও এই অর্ঘ্য নিবেদন করবে; এ চিরস্থায়ী বিধি: তা প্রস্তুর উদ্দেশে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হবে।
16 যাজকের প্রতিটি শস্য-নৈবেদ্য পূর্ণাহুতিই হওয়া চাই; তার কিছুই খেতে হবে না।”
17 প্রভু মোশীকে বললেন,
18 তুমি আরোন ও তার সন্তানদের বল, পাপার্থে বলিদানের অনুষ্ঠান-রীতি এই: যেখানে আহুতিবলি জবাই করা হয়, সেইখানে প্রভুর সামনে পাপার্থে বলিও জবাই করা হবে; তা পরমপবিত্র।
19 যে যাজক পাপার্থে তা উৎসর্গ করে, সে তা খাবে; সাক্ষাৎ-তাবুর প্রাঙ্গণে কোন এক পবিত্র স্থানে তা খেতে হবে।
20 যা কিছু তার মাংসের স্পর্শে আসবে, তা পবিত্র হয়ে উঠবে; তার রক্তের ছিটা যদি কোন পোশাকে লাগে, তবে তুমি, যে স্থানে সেই রক্ত লাগে, তা পবিত্র এক স্থানে ধুয়ে দেবে।
21 যে মাটির পাত্রে তা রাধা হয়, তা ভেঙে ফেলতে হবে; যদি ব্রঞ্জের পাত্রে তা রাঁধা হয়, তবে পাত্রটা ঘেষে ঘেষে জল দিয়ে ভালভাবেই ধুয়ে নিতে হবে।
22 যাজকীয় বংশের যে কোন পুরুষ তা খেতে পারবে; তা পরমপবিত্র।
23 কিন্তু পবিত্রধামে প্রায়শ্চিত্ত-রীতি পালন করার জন্য যে কোন পাপার্থে বলির রক্ত সাক্ষাৎ-তাঁবুর ভিতরে আনা হবে, তা খেতে হবে না : তা আগুনে পুড়িয়ে দেওয়া হবে।