Index

লেবীয় পুস্তক - Chapter 23

1 প্রভু মোশীকে আরও বললেন,
2 “ইস্রায়েল সন্তানদের কাছে কথা বল ; তাদের বল: তোমরা প্রভুর যে সকল পর্ব পবিত্র সভা বলে ঘোষণা করবে, আমার সেই সকল পর্ব এই :
3 ছ' দিন কাজ করবে, কিন্তু সপ্তম দিন সাব্বাহ্, অর্থাৎ পুরো বিশ্রাম ও পবিত্র সভার দিন। সেদিনে তোমরা কোন কাজ করবে না। তোমাদের সকল বাসস্থানে এ প্রভুর উদ্দেশে সাব্বাৎ।
4 নির্দিষ্ট সময়ে তোমরা যে সকল পবিত্র সভা ঘোষণা করবে, প্রভুর সেই সকল পর্ব এই :
5 প্রথম মাসে, সেই মাসের চতুর্দশ দিন সন্ধ্যাবেলায় প্রভুর পাস্কা হবে।
6 তারপর সেই মাসের পঞ্চদশ দিন হবে প্রভুর উদ্দেশে খামিরবিহীন রুটি পর্ব। তখন সাত দিন ধরে তোমরা খামিরবিহীন রুটি খাবে।
7 প্রথম দিনে একটা পবিত্র সভা অনুষ্ঠিত হবে; সেদিন তোমরা কোন ভারী কাজ করবে না;
8 সাত দিন তোমরা প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্থ নিবেদন করবে। সপ্তম দিনে একটা পবিত্র সভা অনুষ্ঠিত হবে ; তোমরা কোন ভারী কাজ করবে না।”
9 প্রভু মোশীকে আরও বললেন,
10 “ইস্রায়েল সন্তানদের কাছে কথা বল ; তাদের বল : আমি তোমাদের যে দেশ দিতে যাচ্ছি, সেই দেশে প্রবেশ করে তোমরা যখন সেখানে উৎপন্ন শস্য কাটবে, তখন তোমাদের কাটা শস্যের প্রথমাংশ বলে এক আটি যাজকের কাছে আনবে;
11 সে প্রভুর সামনে ওই আটি দোলাবে, যেন তোমাদের জন্য তা গ্রাহ্য হয়; সাব্বাতের পরদিন যাজক তা দোলাবে।
12 যেদিন তোমরা ওই আটি দোলাবে, সেদিন প্রভুর উদ্দেশে আহুতিরূপে এক বছরের এমন মেষশাবক উৎসর্গ করবে, যা খুঁতবিহীন।
13 তার সঙ্গে যে শস্য-নৈবেদ্য নিবেদন করা হবে, তা এফার দশ ভাগের দুই ভাগ তেল মেশানো সেরা ময়দা হবে, অগ্নিদগ্ধ অর্য্যস্বরূপ হবে, প্রভুর উদ্দেশে গ্রহণীয় সৌরভ; পানীয় নৈবেদ্য এক হিনের চার ভাগের এক ভাগ আঙুররস হবে।
14 তোমরা যতদিন পরমেশ্বরের কাছে এই অর্ঘ্য না আন, সেদিন পর্যন্ত রুটি, ভাজা শস্য বা তাজা শিষ খাবে না; এ চিরস্থায়ী বিধি, যা তোমাদের সকল বাসস্থানে পুরুষানুক্রমে পালনীয়।
15 সাব্বাতের পরদিন থেকে, দোলনীয় নৈবেদ্যরূপে সেই আটি আনবার দিন থেকে, তোমরা পুরা সাত সাব্বাৎ গুনবে;
16 সপ্তম সাব্বাতের পরদিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গুনে প্রভুর উদ্দেশে নতুন শস্য-নৈবেদ্য নিবেদন করবে।
17 তোমরা তোমাদের যত বাসস্থান থেকে দোলনীয় নৈবেদ্যরূপে এক এফার দশ ভাগের দুই ভাগের দু'টো রুটি আনবে : সেরা ময়দা দিয়েই তা প্রস্তুত করবে ও খামিরযুক্তই ভাজবে; তা প্রভুর উদ্দেশে প্রথমাংশ।
18 তোমরা সেই রুটির সঙ্গে এক বছরের সাতটা খুঁতবিহীন মেষশাবক, একটা যুবা বৃষ ও দু'টো ভেড়া উৎসর্গ করবে; তা প্রভুর উদ্দেশে আহুতি হবে, এবং সেইসঙ্গে নিয়মিত শস্য-নৈবেদ্য ও পানীয়-নৈবেদ্যও উৎসর্গ করবে; তা হবে গ্রহণীয় সৌরভ, প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্য।
19 তোমরা পাপার্থে বলিরূপে একটা ছাগের বাচ্চা, ও মিলন-যজ্ঞরূপে এক বছরের দু'টো মেষশাবকও নিবেদন করবে।
20 যাজক ওই প্রথমাংশের রুটির সঙ্গে ও দু'টো মেষশাবকের সঙ্গে প্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্যের রীতি অনুসারে সেগুলোকে দোলাবে; রুটি ও মেষশাবক দু'টো প্রভুর উদ্দেশে পবিত্র, তা যাজকেরই হবে।
21 সেইদিনেই তোমরা একটা উৎসব ঘোষণা করবে, একটা পবিত্র সভা অনুষ্ঠিত হবে। কোন ভারী কাজ করবে না। এ চিরস্থায়ী বিধি, যা তোমাদের সকল বাসস্থানে পুরুষানুক্রমে পালনীয়।
22 তোমরা যখন তোমাদের ভূমির ফসল কাট, তখন জমির শেষ কোণ পর্যন্ত ফসল নিঃশেষেই কাটবে না, জমিতে পড়ে থাকা শস্যও কুড়োবে না। তা গরিব ও প্রবাসীর জন্যই ফেলে রাখবে। আমিই প্রভু তোমাদের পরমেশ্বর!'
23 প্রভু মোশীকে আরও বললেন,
24 “ইস্রায়েল সন্তানদের তুমি একথা বল : সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিন তোমাদের পক্ষে সম্পূর্ণ বিশ্রামস্বরূপ : এমন পবিত্র সভা, যা জয়ধ্বনিতেই ঘোষণা করতে হবে।
25 তখন তোমরা কোন ভারী কাজ করবে না, বরং প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্য উৎসর্গ করবে।'
26 প্রভু মোশীকে আরও বললেন,
27 “কিন্তু সেই সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্ত-দিবস হবে; সেই দিনে তোমাদের একটা পবিত্র সভা অনুষ্ঠিত হবে : তোমরা তোমাদের প্রাণ অবনমিত করবে ও প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্য উৎসর্গ করবে।
28 সেইদিন তোমরা কোন কাজ করবে না, কেননা তোমাদের পরমেশ্বর প্রভুর সামনে নিজেদের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালনের উদ্দেশ্যেই তা প্রায়শ্চিত্ত-দিবস।
29 সেইদিন যে কেউ নিজ প্রাণকে অবনমিত না করে, তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে।
30 সেদিন যে কেউ যে কোন কাজ করে না কেন, তাকে আমি তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করব।
31 তোমরা কোন কাজ করবে না। এ চিরস্থায়ী বিধি, যা তোমাদের সকল বাসস্থানে পুরুষানুক্রমে পালনীয়।
32 সেইদিন তোমাদের পক্ষে সম্পূর্ণ বিশ্রামের সাব্বাৎ হবে : তোমরা তোমাদের প্রাণকে অবনমিত করবে; মাসের নবম দিনে সন্ধ্যাবেলায়- এক সন্ধ্যা থেকে অপর সন্ধ্যা পর্যন্ত— তোমরা তোমাদের সাব্বাৎ পালন করবে।"
33 প্রভু মোশীকে আরও বললেন,
34 ইস্রায়েল সন্তানদের তুমি একথা বল : ওই সপ্তম মাসের পঞ্চদশ দিন থেকে সাত দিনব্যাপী প্রভুর উদ্দেশে পর্ণকুটির-পর্ব হবে।
35 প্রথম দিনে একটা পবিত্র সভা অনুষ্ঠিত হবে ; তোমরা কোন ভারী কাজ করবে না।
36 সাত দিন তোমরা প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্থ উৎসর্গ করবে; অষ্টম দিনে; তোমাদের একটা পবিত্র সভা অনুষ্ঠিত হবে। তোমরা প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্য উৎসর্গ করবে : এ পর্বসভা। তোমরা কোন ভারী কাজ করবে না।
37 এগুলোই প্রভুর পর্ব। এই সকল পর্বদিনে তোমরা পবিত্র সভা ঘোষণা করবে, যেন নির্দিষ্ট দিনের কর্তব্য অনুসারে তোমরা প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অৰ্থ, আহুতি, শস্য-নৈবেদ্য, বলি ও পানীয়-নৈবেদ্য উৎসর্গ কর :
38 তাছাড়া প্রভুর সাব্বাতে যা করণীয়, তাও পালন করবে; ও তোমাদের সমস্ত মানত ও তোমাদের স্বেচ্ছাকৃত সমস্ত নৈবেদ্যও পূরণ করে চলবে।
39 কিন্তু সপ্তম মাসের পঞ্চদশ দিনে ভূমির ফল সংগ্রহ করার পর তোমরা সাত দিন প্রভুর পর্ব পালন করবে; প্রথম দিন হবে পুরো বিশ্রামের দিন, অষ্টম দিনও তাই।
40 প্রথম দিনে তোমরা সেরা গাছের ফল, খেজুরপাতা, জড়ানো গাছের শাখা ও নদীতীরে পোঁতা ঝাউগাছ নিয়ে তোমাদের পরমেশ্বর প্রভুর সামনে সাত দিন আনন্দ করবে।
41 তোমরা প্রতিবছর সাত দিন ধরে প্রভুর উদ্দেশে এই পর্ব পালন করবে ; এ চিরস্থায়ী বিধি, যা তোমাদের পক্ষে পুরুষানুক্রমে পালনীয়। তোমরা এই পর্ব সপ্তম মাসেই পালন করবে।
42 তোমরা সাত দিন কুটিরে বাস করবে; ইস্রায়েল-বংশজাত সকলেই কুটিরে বাস করবে।
43 এতে তোমাদের ভাবী বংশ জানতে পারবে যে, আমি ইস্রায়েল সন্তানদের মিশর দেশ থেকে বের করে আনার সময়ে কুটিরে বাস করিয়েছিলাম। আমিই প্রভু তোমাদের পরমেশ্বর!'
44 তখন মোশী ইস্রায়েল সন্তানদের কাছে প্রভুর পর্বগুলো সংক্রান্ত নির্দেশ জারি করলেন।