1 প্রভু মোশীকে আরও বললেন, 'তুমি আরোন-বংশীয় যাজকদের কাছে কথা বল; তাদের বল : স্বজাতীয় মৃতজনের স্পর্শে তাদের কেউই নিজেকে অশুচি করবে না:
2 কেবল তার ঘনিষ্ঠ আত্মীয় মরলে সে অশুচি হতে পারবে, তথা : তার আপন মা, বাবা, ছেলে, মেয়ে বা ভাই,
3 এবং এমন অবিবাহিতা বোন যে তার ঘরে থাকে; এর মৃত্যুতে সে অশুচি হতে পারবে।
4 আপন আত্মীয়দের মধ্যে প্রধান বলে সে নিজেকে কলুষিত করে যেন নিজেকে অশুচি না করে।
5 তারা মাথার চুল খেউরি করবে না, দাড়ির কোণও মুণ্ডন করবে না, নিজেদের দেহে কাটাকাটি করবে না;
6 তারা তাদের আপন পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হবে, ও তাদের আপন পরমেশ্বরের নাম অপবিত্র করবে না, কেননা তারা প্রভুর অগ্নিদগ্ধ অর্ঘ্য উৎসর্গ করে, তাদের আপন পরমেশ্বরের খাদ্য-নৈবেদ্য উৎসর্গ করে ; তাই তারা পবিত্র হবে।
7 তারা বেশ্যা বা ভ্রষ্টা স্ত্রীলোককে বিবাহ করবে না, স্বামী-পরিত্যক্তা স্ত্রীলোককেও বিবাহ করবে না, কেননা যাজক তার আপন পরমেশ্বরের উদ্দেশে পবিত্র।
8 তাই তুমি তাকে পবিত্র বলে গণ্য করবে, কারণ সে তোমার পরমেশ্বরের খাদ্য উৎসর্গ করে; সে তোমার কাছে পবিত্র হবে, কেননা স্বয়ং প্রভু এই আমি, তোমাদের পবিত্র করি যিনি, আমি নিজেই পবিত্র।
9 'কোন যাজকের মেয়ে যদি বেশ্যাগিরি করে নিজেকে অপবিত্রা করে, তবে সে তার আপন পিতাকে অপবিত্র করে; তাকে আগুনে পুড়িয়ে দিতে হবে।
10 ভাইদের মধ্যে প্রধান যাজক, যার মাথায় অভিষেকের তেল ঢালা হয়েছে, যে নিয়োগ-রীতি দ্বারা পবিত্র পোশাক পরিধান করবার অধিকার পেয়েছে, সে নিজের মাথা উষ্কখুষ্ক করবে না ও নিজের পোশাক ছিঁড়বে না।
11 সে কোন লাশের কাছে যাবে না, নিজের পিতা বা মাতার জন্যও সে নিজেকে অশুচি করবে না,
12 পবিত্রধাম ছেড়ে বেরিয়ে যাবে না, তার আপন পরমেশ্বরের পবিত্রধাম অপবিত্র করবে না, কেননা তার পরমেশ্বরের অভিষেকের তেলের পবিত্রীকরণ তার উপরে রয়েছে। আমিই প্রভু!
13 সে কেবল কুমারী এক নারীকেই স্ত্রীরূপে নিতে পারবে।
14 বিধবা, পরিত্যক্তা, স্রষ্টা, বেশ্যা-এদের কাউকে সে বিবাহ করবে না; সে তার আপন জনগণের মধ্যে একটি কুমারীকে বিবাহ করবে।
15 সে তার আপন জনগণের মধ্যে তার বংশ অপবিত্র করবে না, কেননা স্বয়ং প্রভু আমিই তাকে পবিত্র করি।'
16 প্রভু মোশীকে আরও বললেন,
17 “তুমি আরোনকে বল : পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে দেহে যার দোষ থাকে, সে যেন তার পরমেশ্বরের খাদ্য উৎসর্গ করতে এগিয়ে না আসে ;
18 কেননা দেহে যে কোন লোকের দোষ আছে, সে এগিয়ে আসতে পারে না : অন্ধ বা খোঁড়া, চেপটা নাক বা বিকৃত অঙ্গ,
19 ভগ্নপদ বা ভগ্নহস্ত মানুষ নয়,
20 'কুব্জ, বাহন, ছানিপড়া, পাঁচড়া বা মামড়ি আক্রান্ত মানুষ ও ভগ্ন অণ্ডকোষ মানুষও নয়।
21 কোন দৈহিক দোষ-আক্রান্ত যে পুরুষ আরোন যাজকের বংশের মধ্যে আছে, সে প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্য উৎসর্গ করতে যেন এগিয়ে না আসে ; দেহে তার দোষ আছে, সে তার আপন পরমেশ্বরের খাদ্য উৎসর্গ করতে যেন এগিয়ে না যায়।
22 সে তার পরমেশ্বরের খাদ্য, পরমপবিত্র বস্তু ও পবিত্র বস্তু খেতে পারবে,
23 কিন্তু পরদার কাছে এগিয়ে আসতে পারবে না, বেদির কাছেও এগিয়ে যেতে পারবে না, কেননা দেহে তার দোষ আছে; সে আমার পবিত্র স্থানগুলি অপবিত্র করবে না, কেননা স্বয়ং প্রভু আমিই সেই স্থানগুলি পবিত্র করি।'
24 মোশী আরোনকে, তাঁর সন্তানদের ও সমস্ত ইস্রায়েল সন্তানদের এই সমস্ত কথা বললেন।