Index

লেবীয় পুস্তক - Chapter 24

1 প্রভু মোশীকে আরও বললেন,
2 তুমি ইস্রায়েল সন্তানদের এই আব্বা দাও : তারা আলোর জন্য তোমার কাছে হামানে প্রস্তুত করা খাঁটি জলপাই তেল আনবে, যেন নিয়ত প্রদীপ জ্বালানো থাকে।
3 সাক্ষাৎ-তাঁবুতে সাক্ষ্য-মঞ্জুষার সামনে যে পরদা রয়েছে, তার বাইরে আরোন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রভুর সামনে নিয়ত তা সাজিয়ে রাখবে; এ চিরস্থায়ী বিধি, যা তোমাদের পক্ষে পুরুষানুক্রমে পালনীয়।
4 সে খাঁটি দীপাধারের উপরে প্রভুর সামনে নিয়ত ওই প্রদীপগুলো সাজিয়ে রাখবে।
5 তুমি সেরা ময়দা নিয়ে বারোখানা পিঠা ভাজবে ; প্রতিটি পিঠা এক এফার দশ ভাগের দুই ভাগ হবে :
6 তুমি এক এক সারিতে ছয় ছয়খানা, এইরূপে দুই সারি করে প্রভুর সামনে শুচি ভোজন-টেবিলের উপরে তা রাখবে।
7 প্রতিটি সারির উপরে বিশুদ্ধ কুদ্দুর দেবে, তা হবে সেই রুটির স্মরণ-চিহ্নরূপে, প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্যরূপে।
8 যাজক নিয়ত প্রতি সাব্বাতে প্রভুর সামনে তা সাজিয়ে রাখবে, তা ইস্রায়েল সন্তানদের দ্বারা সরবরাহ করা হবে: এ চিরস্থায়ী সন্ধি।
9 তা আরোনের ও তার সন্তানদের হবে; তারা কোন পবিত্র স্থানে তা খাবে, কেননা প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্যের মধ্যে তা তাদের পক্ষে পরমপবিত্র এ চিরস্থায়ী বিধি।
10 তখন এমনটি ঘটল যে, ইদ্রায়েলীয়া স্ত্রীলোকের, কিন্তু মিশরীয় পুরুষের এক ছেলে ইস্রায়েলীয়দের মধ্যে বেরিয়ে গেল; আর শিবিরের মধ্যে সেই ইচ্ছায়েলীয়া স্ত্রীলোকের ছেলে ও ইস্রায়েলের কোন একটি পুরুষ বিবাদ করল ;
11 তখন সেই ইস্রায়েলীয়া স্ত্রীলোকের ছেলে পুণ্যনাম নিন্দা করে অভিশাপ দিল, তাতে তাকে যোশীর কাছে আনা হল। তার মায়ের নাম শেলোমি, সে ছিল দান-বংশীয় দিবির মেয়ে।
12 লোকেরা প্রভুর মুখে স্পষ্ট আদেশ পাবার অপেক্ষায় তাকে আটকিয়ে রাখল।
13 প্রভু মোশীকে বললেন,
14 ওই যে লোকটা ঈশ্বরনিন্দা করেছে, ওকে তুমি শিবিরের বাইরে নিয়ে যাও; পরে যারা তার কথা শুনেছে, তারা সকলে তার মাথায় হাত রাখবে ও গোটা জনমণ্ডলী তাকে পাথর ছুড়ে মারবে।
15 আর ইস্রায়েল সন্তানদের তুমি একথা বল : যে কেউ তার আপন পরমেশ্বরকে অভিশাপ দেয়, সে তার আপন পাপের দণ্ড বহন করবে।
16 প্রভুর নাম যে নিন্দা করে, তার প্রাণদণ্ড হবে; গোটা জনমণ্ডলী তাকে পাথর ছুড়ে মারবে; বিদেশীয় হোক বা স্বদেশীয় হোক, সে যদি এই নাম নিন্দা করে, তার প্রাণদণ্ড হবে।
17 যে কেউ কোন মানুষকে এমনভাবে আঘাত করে যে তার মৃত্যু ঘটায়, তার প্রাণদণ্ড হবে।
18 যে কেউ কোন পশুকে এমনভাবে আঘাত করে যে তার মৃত্যু ঘটায়, সে তার জন্য টাকা দেবে : প্রাণের বদলে প্রাণ।
19 যদি কেউ স্বজাতীয়ের দেহে ক্ষত করে, তবে সে যেমন করেছে, তার প্রতি তেমনি করা হবে।
20 ভঙ্গের বদলে ভঙ্গ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত ; মানুষের যে যেমন ক্ষত করে, তার প্রতি তেমনি করা হবে।
21 যে কেউ কোন পশু মেরে ফেলে, সে তার টাকা দেবে; কিন্তু যে কেউ মানুষকেই মেরে ফেলে, তার প্রাণদণ্ড হবে।
22 তোমাদের স্বদেশীয় ও বিদেশীয় দু'জনেরই জন্য একই বিচার হবে, কেননা আমিই প্রভু তোমাদের পরমেশ্বর।'
23 মোশী ইস্রায়েল সন্তানদের এই কথা জানালেন, তখন তারা, যে লোকটা ঈশ্বরনিন্দা করেছিল, তাকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথর ছুড়ে মারল। এইভাবে ইস্রায়েল সন্তানেরা সেই আত্মা পালন করল, যা প্রভু মোশীকে দিয়েছিলেন।