Index

লেবীয় পুস্তক - Chapter 7

1 সংস্কার-বলিদানের অনুষ্ঠান-রীতি এই তা পরমপবিত্র।
2 যেখানে আহুতিবলি জবাই করা হয়, সেইখানে সংস্কার বলি জবাই করা হবে; যাজক বেদির চারপাশে তার রক্ত ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দেবে;
3 বলির সমস্ত চর্বি উৎসর্গ করবে, তথা : লেজ, আঁতড়িতে লাগানো চর্বি,
4 দুই মেটে ও তার উপরে লাগানো চর্বি, এবং যকৃতে লাগানো ও মেটে থেকে ছাড়ানো অন্ধ্রাপ্লাবক।
5 যাজক প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্যরূপে বেদির উপরে এই সবকিছু পুড়িয়ে দেবে; এ সংস্কার-বলিদান।
6 যাজকীয় বংশের যে কোন পুরুষ তা খেতে পারবে, কোন এক পবিত্র স্থানে তা খেতে হবে তা পরমপবিত্র।
7 পাপার্থে বলিদান যেরূপ, সংস্কার-বলিদানও সেইরূপ; দু'টোর বিধান একই যে যাজক তা দিয়ে প্রায়শ্চিত্ত-রীতি পালন করে, তা তারই হবে।
8 যে যাজক কারও আহুতিবলি উৎসর্গ করে, সেই যাজক তার উৎসর্গ করা আহুতিবলির চামড়া পাবে;
9 তন্দুরে বা কড়াইতে বা কাজরিতে রাঁধা যত শস্য-নৈবেদ্য, সেইসব কিছুও সেই যাজকেরই হবে যে তা উৎসর্গ করে।
10 তেল-মেশানো বা শুষ্ক শস্য-নৈবেদ্যগুলো সমানভাবে আরোনের সকল সন্তানের হবে।
11 প্রভুর উদ্দেশে যে মিলন-যজ্ঞ উৎসর্গ করতে হবে, তার অনুষ্ঠান-রীতি এই।
12 কেউ যদি তা স্তুতিসূচকই যজ্ঞরূপে নিবেদন করে, তবে সে স্তুতিসূচক সেই যজ্ঞের সঙ্গে তেল মেশানো খামিরবিহীন রুটি, তৈলাক্ত খামিরবিহীন চাপাটি, তৈলসিক্ত সেরা ময়দা ও তৈলসিক্ত পিঠাও নিবেদন করবে।
13 স্তুতিসূচক যজ্ঞবলির সঙ্গে সে অর্ঘ্যরূপে উপরোল্লিখিত পিঠাগুলো ছাড়া খামিরযুক্ত রুটির পিঠাও নিবেদন করবে;
14 সে তা থেকে, অর্থাৎ প্রতিটি অর্থা থেকে, একখানি পিঠা নিয়ে প্রভুর উদ্দেশে বাঁচিয়ে রাখা অর্ঘ্যরূপে নিবেদন করবে; যে যাজক মিলন-যজ্ঞবলির রক্ত ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দেবে, তা তারই হবে।
15 বলির মাংস উৎসর্গের দিনেই খেতে হবে ; তার কিছুই সকাল পর্যন্ত রাখতে হবে না।
16 যজ্ঞটা যদি মানত বা স্বেচ্ছাকৃত যজ্ঞরূপে উৎসর্গ করা হয়, তবে উৎসর্গের দিনেই বলি খেতে হবে, ও তার বাকি অংশ পরদিনে খেতে হবে।
17 কিন্তু তৃতীয় দিনে বলির বাকি মাংস আগুনে পুড়িয়ে দিতে হবে।'
18 “যদি কোন মিলন-যজ্ঞবলির মাংস তৃতীয় দিনে খাওয়া হয়, তবে তা গ্রাহ্য হবে না, সেই যজ্ঞ যে উৎসর্গ করে, তা তার পক্ষে গণ্য হবে না, তা জঘন্য কাজ হবে; এবং তা যে খাবে, সে নিজের অপরাধের দণ্ড নিজে বহন করবে।
19 যে মাংস কোন অশুচি বস্তুর স্পর্শে এসেছে, তা খেতে হবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে।
20 মাংস বিষয়ে নিয়ম এই যে কেউ শুচি, সে মাংস খেতে পারে। কিন্তু অশুচি যে কেউ প্রভুর উদ্দেশে উৎসর্গ করা মিলন-যজ্ঞবলির মাংস খায়, তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে।
21 যদি কেউ কোন অশুচি বস্তু, অর্থাৎ মানব-অশুচি বস্তু বা অশুচি পশু বা কোন অশুচি জঘন্য বস্তু স্পর্শ করে প্রভুর উদ্দেশে উৎসর্গ করা বলির মাংস খায়, তবে তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে।'
22 প্রভু মোশীকে আরও বললেন,
23 ‘ইস্রায়েল সন্তানদের তুমি একথা বল : তোমরা কোন চর্বি খাবে না, বলদেরও নয়, মেষেরও নয়, ছাগেরও নয়।
24 এমনি মরেছে বা পশুর কবলে পড়ে বিদীর্ণ হয়েছে এমন পশুর চর্বি অন্যান্য কাজে ব্যবহার করা যাবে, কিন্তু তোমরা কোন মতে তা খাবে না ;
25 কেননা যে কোন পশু যা প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্যরূপে উৎসর্গ করা যেতে পারে, তার চর্বি যে কেউ। খাবে, তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে।
26 যেইখানে বাস কর না কেন তোমরা কোন পশু বা পাখির রক্ত খাবে না :
27 যে কেউ কোন প্রকার রক্ত খাবে, তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে।'
28 প্রভু মোশীকে আরও বললেন,
29 ইস্রায়েল সন্তানদের তুমি একথা বল : যে কেউ প্রভুর উদ্দেশে মিলন-যজ্ঞ উৎসর্গ করে, সে সেই মিলন-যজ্ঞ থেকেই প্রভুর কাছে অর্ঘ্য এনে দেবে :
30 প্রভুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্থারূপে যা উৎসর্গ করতে (হবে, সে নিজেরই হাতে তা, অর্থাৎ বুকের সঙ্গে চর্বি এনে দেবে; বুকটা দোলনীয় নৈবেদ্যের রীতি অনুসারেই প্রস্তুর সামনে দোলায়িত হবে।
31 যাজক বেদির উপরে সেই চর্বি পুড়িয়ে দেবে, কিন্তু বুকটা আরোনের ও তার সন্তানদেরই হবে।
32 তোমরা নিজ নিজ মিলন-যজ্ঞবলির ডান জঙ্ঘা বাঁচিয়ে রেখে তা কর হিসাবে যাজককে দেবে;
33 আরোনের সন্তানদের মধ্যে যে কেউ মিলন-যজ্ঞবলির রক্ত ও চর্বি উৎসর্গ করে, ডান জঙ্ঘা হবে তার প্রাপ্য।
34 কেননা ইস্রায়েল সন্তানদের কাছ থেকে আমি মিলন যজ্ঞের দোলনীয় নৈবেদ্যের রীতি অনুসারে উৎসর্গীকৃত বুক ও উত্তোলনীয় নৈবেদ্যের রীতি অনুসারে উৎসর্গীকৃত জঙ্ঘা নিজেরই জন্য দাবি করি, এবং তা চিরস্থায়ী বিধিরূপে আরোন যাজককে ও তার সন্তানদের দিলাম।'
35 যেদিনে আরোন ও তাঁর সন্তানেরা প্রভুর যাজকত্ব অনুশীলন করতে নিযুক্ত হলেন, সেদিন থেকে প্রস্তুর উদ্দেশে অগ্নিদগ্ধ অর্ঘ্য থেকে এটিই তাঁদের প্রাপ্য অংশ।
36 তাঁদের অভিষেকের দিনে প্রভু ইস্রায়েল সম্ভানদের তাঁদের এ-ই দিতে আজ্ঞা করলেন: এ তাদের পক্ষে পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধি।
37 এটিই আহুতি, শস্য-নৈবেদ্য, পাপার্থে বলিদান, সংস্কার বলিদান, নিয়োগ-রীতি ও মিলন-যজ্ঞ সংক্রান্ত ব্যবস্থা :
38 এমন ব্যবস্থা, যা প্রভু সিনাই পর্বতে মোশীর সামনে সেদিন জারি করলেন, যেদিন তিনি ইস্রায়েল সম্ভানদের, সিনাই মরুপ্রান্তরে, প্রভুর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করতে আজ্ঞা দিলেন।