1 দৈববাণী । প্রভুর বাণী হাদ্রাকের বিরুদ্ধে তা দামাস্কাসের উপরে অধিষ্ঠিত, কারণ আরামের মণি প্রশ্নরই, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীও তাঁরই;
2 তার পার্শ্ববর্তী হামাত্ ও তত বুদ্ধিমতী সেই সিদোনও তাঁরই।
3 তুরস নিজের জন্য একটা দৃঢ়মুর্গ গাঁথছে, সেখানে ধুলিকণার মত রুপো ও পথের কাদামাটির মত সোনা জমিয়ে রেখেছে।
4 দেখ, প্রভু সেই সবকিছু থেকে তাকে অধিকারচ্যুত করতে যাচ্ছেন, সমুদ্রে তার শক্তিতে আঘাত হানবেন, আর সে আগুনে কবলিত হবে।
5 তা দেখে আস্কালোন ভীত হবে, গাজাও তা দেখে তীব্র যন্ত্রণা ভোগ করবে, এক্রোনও সেইমত হবে, কারণ তার আশা মিলিয়ে যাবে : গাজার রাজা নিশ্চিহ্ন হবে, এবং আস্কালোন জনহীন হয়ে পড়বে।
6 আসদোদ হবে জারজ বংশের বসতি, এভাবে আমি ফিলিস্তিনিদের দর্প খর্ব করব।
7 আমি তার মুখ থেকে তার পানীয় রক্ত, ও দাঁতের মধ্য থেকে তার যত ঘৃণ্য বস্তু ছিনিয়ে নেব : কিন্তু তার অবশিষ্ট অংশও আমাদের পরমেশ্বরেরই হবে, যুদার মধ্যে সে গোত্র হয়ে উঠবে, এবং এক্রোন হবে যেনুসীয়দের সদৃশ।
8 আমি নিজে আমার বাড়ির প্রহরীরূপে দাঁড়ার যাতায়াত করে যারা, তাদের প্রতিরোধ করার জন্য ; কোন অত্যাচারী তার মধ্যে আর পা বাড়াবে না, কারণ আমি নিজের চোখেই লক্ষ রাখছি।
9 সিয়োন কন্যা, মহা উল্লাসে মেতে ওঠ; সানন্দে চিৎকার কর, যেরুসালেম কন্যা। এই দেখ! তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি ধর্মময়, তিনি বিজয়ভূষিত। তিনি বিনম্র, একটা গাধার পিঠে আসীন, একটা বাচ্চা, গাধীর একটা বাচ্চারই পিঠে আসীন।
10 তিনি এফ্রাইম থেকে যত রথ, ও যেরুসালেম থেকে যত রণ-অশ্ব বাতিল করে দেবেন, রণ-ধনুকও বাতিল করা হবে; তিনি সর্বদেশের কাছে বলবেন ‘শান্তি!” তাঁর কর্তৃত্ব এক সাগর থেকে অন্য সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্তসীমায় ব্যাপ্ত হবে।
11 আর তোমার বিষয়ে আমি বলছি: তোমার সন্ধির রক্তের খাতিরে আমি তোমার বন্দিদের জলহীন সেই কুয়ো থেকে মুক্ত করব।
12 হে আশায় ভরা বন্দিসকল, দৃঢ়দুর্গে ফিরে এসো, আজই আমি প্রতিশ্রুতি দিচ্ছি: আমি তোমাদের দ্বিগুণ প্রতিদান দেব;
13 কারণ আমি যুদাকে টেনে নিয়েছি আমার নিজের ধনুকরূপে, এফ্রাইমকে ছিলায় লাগিয়েছি তীরেরই মত। আমি তোমার সন্তানদের, হে সিয়োন, তোমার সন্তানদেরই বিরুদ্ধে, হে খাবান, উত্তেজিত করেছি, তোমাকে করেছি বীরের খড়ের মত!
14 তখন প্রভু তাদের উপরে দেখা দেবেন, তাঁর তীর বিদ্যুতের মত চারদিকে ছুটাছুটি করবে ; স্বয়ং প্রভু পরমেশ্বর তুরি বাজাবেন, দক্ষিণা ঝড়ো বাতাসের মধ্যে এগিয়ে আসবেন।
15 সেনাবাহিনীর প্রভু তাদের রক্ষা করবেন; তারা সবই গ্রাস করবে, ফিঙের পাথরগুলি পায়ের নিচে মাড়িয়ে দেবে: আঙুররসের মত রক্ত পান করবে, ভরে উঠবে বড় পূর্ণ বাটির মত, বেদির শিংগুলোর মত।
16 সেইদিন তাদের পরমেশ্বর প্রভু তাদের সকলকে নিজের জনগণ রূপে মেষপালেরই মত বিজয়ভূষিত করবেন, হ্যাঁ, তাঁর দেশের মাটির উপরে মুকুটের রত্নামণির মতই হবে তাদের উজ্জ্বল উদ্ভাস !
17 আহা, কেমন মঙ্গল, কেমন শোভা! গম যুবকদের, ও নতুন আঙুররস যুবতীদের সতেজ করে তুলবে।