1 পরে আমি চোখ তুলে তাকালাম, আর দেখ, উড়ন্ত একখানি গোটানো পত্র।
2 স্বর্গদূত আমাকে বললেন, ‘কী দেখতে পাচ্ছ?' আমি উত্তরে বললাম, “আমি উড়ন্ত একখানি গোটানো পত্র দেখতে পাচ্ছি: তা কুড়ি হাত লম্বা ও দশ হাত চওড়া।'
3 তিনি বলে চললেন, 'এ সেই অভিশাপ, যা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে : সেই পত্রের এক পিঠ অনুসারে, যে কেউ চুরি করে, সে উচ্ছিন্ন হবে; আর পত্রের অপর পিঠ অনুসারে, যে কেউ মিথ্যাশপথ করে, সে উচ্ছিন্ন হবে।
4 আমি সেই অভিশাপ ঝেড়ে দেব — সেনাবাহিনীর প্রভুর উক্তি—যেন তা চোরের বাড়িতে ও আমার নামে যে মিথ্যাশপথ করে, তার বাড়িতে ঢোকে ; তা সেই বাড়িতে থেকে কড়িকাঠ ও পাথরসুদ্ধ বাড়িটা বিনাশ করবে।'
5 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, পরে তিনি এগিয়ে এসে আমাকে বললেন, 'চোখ তুলে দেখ, ওই কী দেখা দিচ্ছে?
6 আর আমি জিজ্ঞাসা করলাম, “ওটা কী?” তিনি উত্তরে বললেন, “ওটা হল একটা এক্ষাপাত্র যা এগিয়ে আসছে।' তিনি বলে চললেন, “এটা হল সারা দেশব্যাপী তাদের শঠতা।'
7 আর তখনই সীসার একটা ঢাকনা উচ্চ করা হল, আর দেখ, সেই এফাপাত্রের মধ্যে একটা স্ত্রীলোক বসে আছে।
8 তিনি বললেন, 'এটা হল দুষ্কর্ম!' পরে তিনি স্ত্রীলোকটাকে এফাপাত্রের মধ্যে আবার ফেলে দিয়ে পাত্রের মুখে সীসার ঢাকনা দিলেন।
9 আমি আবার চোখ তুলে তাকালাম, আর দেখ, দু'জন স্ত্রীলোক এগিয়ে আসছে : তাদের পাখায় বাতাস ছিল; তাদের সেই পাখা ছিল হাড়গিলের পাখার মত, আর তারা এফাপাত্রকে পৃথিবী ও আকাশের মাঝপথে উঠিয়ে নিয়ে গেল।
10 তখন, যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁকে আমি জিজ্ঞাসা করলাম, ‘ওরা এফাপাত্রটা কোথায় নিয়ে যাচ্ছে?
11 উত্তরে তিনি আমাকে বললেন, “ওরা শিনার দেশে যাচ্ছে, সেখানে তার জন্য এক গৃহ গেঁথে তুলবে। তা প্রস্তুত হলেই পাত্রটা তার নিজের স্তম্ভমূলের উপরে বসানো হবে।'