1 সেনাবাহিনীর প্রভুর বাণী আবার আমার কাছে এসে উপস্থিত হল।
2 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : আমি সিয়োনের জন্য উত্তপ্ত প্রেমের মহাজ্বালায় জ্বলছি, তার জন্য আমি উত্তপ্ত অন্তজ্বালায়ই জ্বলছি!
3 প্রভু একথা বলছেন : আমি সিয়োনে ফিরে আসব, ও যেরুসালেমের অন্তঃস্থলে বাস করব ; যেরুসালেম “বিশ্বস্ততার নগরী" ব'লে, ও সেনাবাহিনীর প্রস্তুর পর্বত “পবিত্র পর্বত" ব'লে অভিহিত হবে।
4 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : বৃদ্ধ-বৃদ্ধা সকলেই আবার যেরুসালেমের খোলা জায়গায় আসন পাবে, তাদের বৃদ্ধ বয়সের কারণে প্রত্যেকের হাতে লাঠি থাকবে।
5 নগরীর খোলা জায়গা বালক-বালিকায় পরিপূর্ণ হবে, তারা সেইখানে আমোদপ্রমোদ করবে।
6 সেনাবাহিনীর প্রশ্ন একথা বলছেন। এই জনগণের অবশিষ্টাংশের চোখের কাছে তা যদি সেইদিনে অসম্ভব মনে হয়, তবে কি আমার চোখেও তা অসম্ভব মনে হবে? — সেনাবাহিনীর প্রভুর উক্তি।
7 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : দেখ, আমি পুব ও পশ্চিম দেশ থেকে আমার আপন জনগণকে ত্রাণ করব :
8 আমি তাদের ফিরিয়ে আনব আর তারা যেরুসালেমের অন্তঃস্থলে বাস করবে ; তারা হবে আমার আপন জনগণ, আর আমি হব বিশ্বস্ততায় ও ধর্মময়তায় তাদের আপন পরমেশ্বর।
9 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : 'তোমাদের হাত সবল হোক! কেননা এই দিনগুলিতে নবীদের মুখ দিয়ে একথা শোনা যাচ্ছে : আজ সেনাবাহিনীর প্রভুর গৃহের ভিত স্থাপন করা হচ্ছে, হ্যাঁ, মন্দির পুনর্নির্মিত হবে!
10 কিন্তু এই দিনগুলির আগে মানুষের জন্য মজুরি ছিল না, পশুর জন্যও ভাড়া ছিল না; বিরোধীদের কারণে কেউই নিরাপদে ভিতরে আসতে বা বাইরে যেতে পারত না; আমি নিজেই মানুষকে একে অপরের বিরুদ্ধে রেখেছিলাম।
11 কিন্তু এখন থেকে আমি এই জনগণের অবশিষ্টাংশের প্রতি আবার আগেকার দিনগুলির মত ব্যবহার করব— সেনাবাহিনীর প্রভুর উক্তি।
12 কারণ এই বীজ শাস্তিরই বীজ! আঙুরলতা ফলবতী হবে, ভূমি তার আপন ফসল দান করবে, আকাশ শিশির প্রদান করবে : এই জনগণের অবশিষ্টাংশকে আমি এই সবকিছুর অধিকারী করব।
13 হে যুদাকুল ও ইস্রায়েলকুল, জাতিসকলের মধ্যে তোমরা যেমন ছিলে অভিশাপ, তেমনি আমি তোমাদের ত্রাণ করব, তাতে তোমরা হবে আশীর্বাদ! তাই তোমরা ভয় করো না: তোমাদের হাত সবল হোক!'
14 কেননা সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : 'তোমাদের পিতৃপুরুষেরা আমার কোপ প্রজ্বলিত করায় আমি যেমন তোমাদের অমঙ্গল ঘটাতে স্থির করেছি আর রেহাই দিইনি—একথা বলছেন সেনাবাহিনীর স্বয়ং প্রভু—
15 তেমনি এখন আমি মন ফিরিয়েছি আর যেরুসালেম ও যুদাকুলের মঙ্গল সাধন করব বলে সঙ্কল্প নিয়েছি ; তোমরা ভয় করো না।
16 তোমাদের যা করতে হবে, তা এ: তোমরা প্রত্যেকে একে অপরের মধ্যে সততার সঙ্গে কথা বলবে, তোমাদের নগরদ্বারে শান্তিজনক ন্যায়বিচার সম্পাদন করবে।
17 একে অপরের বিরুদ্ধে মনে মনে দুরভিসন্ধি করবে না, মিথ্যা শপথ ভালবাসবে না, যেহেতু এই সমস্ত কিছু আমি ঘৃণা করি।'
18 প্রভুর উক্তি সেনাবাহিনীর প্রভুর বাণী আবার আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
19 “সেনাবাহিনীর প্রভু একথা বলছেন: চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের যে উপবাস, তা যুদাকুলের জন্য আনন্দ, পুলক ও ফূর্তির উৎসব হয়ে উঠবে; তাই তোমরা সত্য ও শান্তি ভালবাস।'
20 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন: 'ভাবীকালে বহুজাতি ও বহু শহরের অধিবাসীরা এখানে আসবে :
21 এবং এক শহরের অধিবাসীরা অন্য শহরে গিয়ে বলবে : চল, আমরা প্রভুর প্রসন্নতা প্রার্থনা করতে ও সেনাবাহিনীর প্রভুর অন্বেষণ করতে যাই; আমি নিজেই যাব ।
22 এইভাবে বহুজাতির মানুষ ও শক্তিশালী দেশ সেনাবাহিনীর প্রভুর অন্বেষণ করতে ও প্রভুর প্রসন্নতা প্রার্থনা করতে যেরুসালেমে আসবে।'
23 সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : 'সেই দিনগুলিতে সর্বজাতির সর্বভাষার দশ দশ পুরুষ এক এক ইহুদী পুরুষের পোশাকের অঞ্চল ধরে একথা বলবে : আমরা তোমার সঙ্গে যাব, কারণ আমরা বুঝতে পেরেছি যে, পরমেশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে আছেন।'