Index

জাখারিয়া - Chapter 10

1 তোমরা বসন্তকালেই প্রভুর কাছে বর্ষা যাচনা কর; প্রভুই তো মেঘপুঞ্জ গড়ে তোলেন। তিনি প্রচুর বৃষ্টি মঞ্জুর করেন, প্রত্যেকজনের জমিতে ঘাস দান করেন।
2 যেহেতু গৃহদেবতারা অসার কথা বলে, মন্ত্রপাঠকেরা মায়া-দর্শন পায়, মিথ্যা স্বপ্নের কথা বলে, অসার সান্ত্বনা দেয়, সেজন্যই লোকেরা মেষপালের মত উদ্দেশবিহীন ভাবে ঘুরে বেড়ায় পালক না থাকায় তারা দুঃখাত।
3 আমার ক্রোধ পালকদের উপরেই প্রজ্বলিত, আমি ছাগদের উপরেই বর্ষণ করব প্রতিফল, কারণ সেনাবাহিনীর প্রভু তাঁর আপন পাল সেই যুদাকুলকে দেখতে আসবেন, তিনি তাকে যেন নিজের রণ-অশ্বের মত করবেন।
4 যুদা থেকেই উদ্ভূত হবে সংযোগপ্রস্তর ও তাঁবুর গোঁজ, তা থেকেই রণ-ধনু, তা থেকে সমস্ত জননায়ক ;
5 তারা মিলে হবে এমন বীরের মত, যারা যুদ্ধে পথের কাদা মাড়ায় ; তারা যুদ্ধ করবে, কারণ প্রভু তাদের সঙ্গে সঙ্গে আছেন, আর তখন যত অশ্বারোহী লজ্জিত হয়ে পড়বে।
6 আমি ঘুদাকুলকে পরাক্রমী করব, যোসেফকুলকে বিজয়ভূষিত করব: তাদের আমি ফিরিয়ে আনব, কারণ তাদের স্নেহ করি ; তারা এমন হবে, যেন আমি তাদের কখনও ত্যাগ করিনি, কারণ আমিই তাদের পরমেশ্বর প্রভু, আর আমি তাদের সাড়া দেব।
7 এফাইম হবে বীরযোদ্ধার মত, তাদের হৃদয় যেন আঙুররসে মত্ত হয়ে আনন্দিত হবে, তা দেখে তার সন্তানেরা আনন্দে মেতে উঠবে, তাদের হৃদয় প্রভুতে উল্লাস করবে।
8 আমি শিস দিয়ে তাদের জড় করব, কারণ তাদের মুক্তিকর্ম সাধন করলাম, আর তারা যেমন বহুসংখ্যক ছিল, তেমনি বহুসংখ্যক হবে।
9 আমি জাতিসকলের মাঝে তাদের বিক্ষিপ্ত করব, কিন্তু নানা দূর দেশে থাকলেও তারা আমাকে স্মরণ করবে, তারা তাদের সন্তানদের উদ্বুদ্ধ করবে, পরে ফিরে আসবে।
10 আমি মিশর দেশ থেকে তাদের ফিরিয়ে আনব, আসিরিয়া থেকে তাদের সংগ্রহ করব ; আমি গিলেয়াদ দেশে ও লেবাননে তাদের চালনা করব, আর সেই স্থানও তাদের পক্ষে কুলোবে না।
11 তারা মিশরীয় সাগর পেরিয়ে যাবে, তিনি সাগর-মাঝে আঘাত হানবেন, তখন নীল নদীর যত গভীর স্থান শুষ্ক হবে। আসিরিয়ার গর্ব খর্ব হবে, মিশরের রাজদণ্ড দূর করা হবে।
12 আমি তাদের সকলকে প্রস্তুতেই পরাক্রমী করব, আর তারা তাঁর নামে এগিয়ে চলবে—প্রভুর উক্তি।