1 সেইদিন পাপ ও অশুচিতা মুছে ফেলার জন্য দাউদকুলের ও যেরুসালেম অধিবাসীদের জন্য একটা ঝরনা উন্মুক্ত হবে।
2 সেইদিন — সেনাবাহিনীর প্রভুর উক্তি—আমি দেশ থেকে দেবমূর্তির যত নাম উচ্ছেদ করব, তাদের কথা আর কারও স্মরণে থাকবে না; নবীদের ও তাদের অশুচিতাজনক আত্মাকেও আমি দেশ থেকে দূর করে দেব।
3 যদি কেউ দুঃসাহস দেখিয়ে নবীয় বাণী দেয়, তবে তার জন্মদাতা পিতামাতা তাকে বলবে : 'তুমি • বাঁচবে না, কারণ তুমি প্রভুর নাম করে মিথ্যাই বলছ; এবং সে নবীয় বাণী দিতে দিতেই তার জন্মদাতা পিতামাতা তাকে বিধিয়ে দেবে।
4 সেইদিন এমনটি ঘটবে যে, নবীরা প্রত্যেকে ভাববাণী দেওয়ার সময়ে নিজ নিজ দর্শনের বর্ণনা দিতে লজ্জাবোধ করবে, প্রবঞ্চনা করার অভিপ্রায়ে তারা তাদের সেই লোমের আলোয়ানও আর পরবে না।
5 কিন্তু তারা প্রত্যেকে বলবে : ‘আমি নবী নই, আমি চাষী, ছেলেবেলা থেকেই আমি কেবল চাষবাদ করে আসছি।'
6 আর যদি কেউ তাকে বলে, “তবে তোমার দু'হাতে ওই সব কাটাকাটির দাগ কী?” তাহলে সে উত্তরে বলবে, “আমার সেই প্রেমিকদের গৃহে থাকাকালে এই সমস্ত আঘাত পেয়েছি।'
7 হে খড়্গ, তুমি আমার পালকের বিরুদ্ধে,
আমার সখার বিরুদ্ধে জেগে ওঠ ;
— সেনাবাহিনীর প্রভুর উক্তি-
পালককে আঘাত কর, পালের মেঘগুলো ছড়িয়ে পড়ুক,
তখন আমি ছোটদের বিরুদ্ধে হাত ফেরাব।
8 সমগ্র দেশ জুড়ে এমনটি ঘটবে—প্রভুর উক্তি—
তিন ভাগের দু'ভাগ লোক উচ্ছিন্ন হয়ে মারা পড়বে ;
আর তৃতীয় ভাগ লোক অবশিষ্ট থাকবে।
9 আমি সেই তৃতীয় অংশকে আগুনের মধ্য দিয়ে পার করাব,
যেমন রুপো শোধন করা হয়, তেমনি তাদের শোধন করব,
যেমন সোনা যাচাই করা হয়, তেমনি তাদের যাচাই করব।
সে আমার নাম করবে আর আমি তাকে সাড়া দেব ;
আমি তাকে বলব : ‘এ আমার আপন জনগণ ;
আর সে বলবে, ‘প্রভুই আমার আপন পরমেশ্বর।'