Index

জাখারিয়া - Chapter 7

1 দারিউস রাজার চতুর্থ বর্ষে, কিয়েভ নামে নবম মাসের চতুর্থ দিনে, প্রভুর বাণী জাখারিয়ার কাছে এসে উপস্থিত হল।
2 সেসময়ে রাজার প্রধান করুকী বেথেল-সারেজের ও তার লোকেরা প্রভুর শ্রীমুখ প্রশমিত করতে লোক পাঠাল,
3 এবং সেনাবাহিনীর প্রভুর গৃহের যাজকদের এবং নবীদের কাছে একথা জিজ্ঞাসা করতে পাঠাল যে, 'আমি এত বছর ধরে যেভাবে করে আসছি, সেইমত পঞ্চম মাসে কি শোক ও উপবাস পালন করে চলব?'
4 তখন সেনাবাহিনীর প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
5 “তুমি দেশের সকল লোককে ও যাজকদের একথা বল: তোমরা এই সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করছিলে, তখন তা কি আমার, আমারই খাতিরে করছিলে?
6 যখন খাওয়া-দাওয়া করছিলে, তখন তা কি নিজেদেরই খাতিরে করছিলে না?
7 এ কি সেই বাণী নয়, যা প্রভু আগেকার নবীদের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন যখন যেরুসালেম ও তার চারদিকের শহরগুলো শাস্তি ও সমৃদ্ধি ভোগ করছিল এবং নেগেব ও সমতলভূমিতে জনবসতি ছিল?"
8 প্রভুর বাণী আবার জাখারিয়ার কাছে এসে উপস্থিত হয়ে বলল:
9 “সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : তোমরা ন্যায়বিচার সম্পাদন কর, প্রত্যেকে একে অপরের প্রতি সহৃদয়তা ও করুণা দেখাও ;
10 বিধবা, এতিম, প্রবাসী ও দুঃখীকে অত্যাচার করো না। একে অপরের বিরুদ্ধে মনে মনে দুরভিসন্ধি করো না।
11 কিন্তু তারা মনোযোগ দিতে রাজি হল না, আমার প্রতি পিঠ ফিরিয়ে দিল, এবং যেন শুনতে না পায়, সেজন্য নিজেদের কান রুদ্ধ করল।
12 হ্যাঁ, তারা নিজেদের হৃদয় হীরকের মত কঠিন করল, যেন নির্দেশবাণী শুনতে না পায়, এবং সেই সকল বাণীও শুনতে না পায়, যা সেনাবাহিনীর প্রভু তাঁর আত্মা দ্বারা আগেকার নবীদের মধ্য দিয়ে প্রেরণ করছিলেন; এতে সেনাবাহিনীর প্রভু মহা আক্রোশে জ্বলে উঠলেন।
13 তাই যেমন তিনি ডাকলে তারা সাড়া দিল না, তেমনি তারা ডাকলে আমি কান দেব না— সেনাবাহিনীর প্রভু একথা বলছেন।
14 আমি ঘূর্ণিবায়ু দ্বারা সেই সকল জাতির মধ্যে তাদের বিক্ষিপ্ত করলাম যাদের তারা জানত না, এবং দেশ তাদের পরে এমন উৎসন্ন হয়ে পড়ল যে, তা দিয়ে কেউ আর যাতায়াত করতে পারেনি। হ্যাঁ, তারা মনোরম দেশকে উৎসন্ন করল।'