Index

জাখারিয়া - Chapter 1

1 দারিউসের দ্বিতীয় বর্ষের অষ্টম মাসে প্রভুর বাণী ইদ্দোর পৌত্র বেরেখিয়ার সন্তান নবী জাখারিয়ার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 প্রভু তোমাদের পিতৃপুরুষদের উপর একসময় যথেষ্ট কুপিত ছিলেন।
3 তাই তুমি এই লোকদের বল : আমার কাছে ফিরে এসো— সেনাবাহিনীর প্রস্তুর উক্তি— আমিও তোমাদের কাছে ফিরে আসব – সেনাবাহিনীর স্বয়ং প্রভু একথা বলছেন।
4 হয়ো না তোমাদের পিতৃপুরুষদের মত, যাদের কাছে আগের নবীরা বলত: সেনাবাহিনীর প্রভু একথা বলছেন, তোমাদের যত কুপথ, তোমাদের যত কুকর্ম ছেড়ে ফিরে এসো। কিন্তু তারা কান দিত না, আমার কথায় মনোযোগ দিত না—প্রভুর উক্তি।
5 তোমাদের পিতৃপুরুষেরা এখন কোথায়? এবং নবীরা, তারা কি চিরজীবী?
6 অথচ আমি আমার আপন দাস সেই নবীদের কাছে যা কিছু আজা দিয়েছিলাম, আমার সেই সকল বাণী ও বিধিগুলো কি তোমাদের পিতৃপুরুষদের নাগাল পায়নি? তারা মন ফিরিয়ে বলল: সেনাবাহিনীর প্রভু আমাদের পথ ও কর্ম অনুসারে আমাদের প্রতি যেমন ব্যবহার করবেন বলে ধমক দিয়েছিলেন, আমাদের প্রতি সেইমত ব্যবহার করেছেন।
7 দারিউসের দ্বিতীয় বর্ষের একাদশ মাসের, অর্থাৎ শেবাট মাসের চতুর্বিংশ দিনে প্রভুর বাণী ইদ্দোর পৌত্র বেরেখিয়ার সন্তান নবী জাখারিয়ার কাছে এসে উপস্থিত হয়ে বলল:
8 আমি রাত্রিবেলায় এক দর্শন পাই, আর দেখ, রক্তলাল এক ঘোড়ার পিঠে এক পুরুষ, তিনি গভীরতম এক উপত্যকার গুলমেদি গাছগুলোর মধ্যে দাঁড়িয়ে তাছেন : তাঁর পিছনে আছে রক্তলাল, পাঁশুটে-সবুজ ও সাদা আরও আরও ঘোড়া।
9 আমি বললাম, ‘প্রভু আমার, এগুলি কী?' আমার সঙ্গে যে স্বর্গদূত কথা বলছিলেন, তিনি আমাকে উত্তরে বললেন, 'এগুলি যে কি, তা আমি তোমাকে জানাব।'
10 তখন যে পুরুষ গুলমেদি গাছগুলোর মধ্যে দাঁড়িয়ে ছিলেন, তিনি বললেন, 'এগুলিকেই প্রভু পৃথিবী জুড়ে ঘুরতে পাঠিয়েছেন।'
11 আর তখন, গুলমেদি গাছগুলোর মধ্যে যিনি দাঁড়িয়ে ছিলেন, সেই প্রভুর দূতকে উদ্দেশ করে তারা বলল, 'আমরা পৃথিবী থেকে ঘুরে এসেছি : আর দেখ, সমগ্র পৃথিবী শান্ত নিশ্চল।'
12 তখন প্রভুর দূত বললেন, 'হে সেনাবাহিনীর প্রভু, যাদের উপরে তুমি কুপিত, সেই যেরুসালেমের প্রতি ও যুদার শহরগুলির প্রতি আর কতকাল তোমার স্নেহ দেখাতে অপেক্ষা করবে? এর মধ্যে সত্তর বছর কেটে গেল!
13 আর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁকে উদ্দেশ করে প্রভু নানা মঙ্গলবাণী ও নানা সান্ত্বনাদায়ী বাণী উচ্চারণ করলেন।
14 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি পরে আমাকে বললেন
“তুমি একথা ঘোষণা কর :
সেনাবাহিনীর প্রভু একথা বলছেন :
যেরুসালেমের পক্ষে ও সিয়োনের পক্ষে
আমি অধিক উত্তপ্ত প্রেমের জ্বালায় জ্বলছি;
15 কিন্তু নিশ্চিন্ত দেশগুলির প্রতি আমি কোপেই জ্বলছি ; আমি কিঞ্চিৎ মাত্রই কুপিত ছিলাম, কিন্তু তারা সর্বনাশে সহযোগিতা দিল।
16 এজন্য প্রভু একথা বলছেন : আমি আবার স্নেহভরে যেরুসালেমের প্রতি মুখ তুলে চাইলাম, সেখানে আমার গৃহ পুনর্নির্মিত হবে।— সেনাবাহিনীর প্রভুর উক্তি- এবং যেরুসালেমের উপর মাপার সুতো আবার টানা হবে।
17 তুমি একথাও ঘোষণা কর : সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : আমার শহরগুলি আবার মঙ্গলদানে পরিপ্লুত হবে, প্রভু সিয়োনকে আবার সান্ত্বনা দেবেন, এবং যেরুসালেমকে আবার মনোনীত করবেন।