1 পরে আমি চোখ তুলে তাকালাম, আর দেখ, চারটে শিং।
2 যে স্বৰ্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম : 'এগুলি কী?' তিনি উত্তরে বললেন, 'এ সেই শিংগুলো, যেগুলো খুদা, ইস্রায়েল ও যেরুসালেমকে বিক্ষিপ্ত করেছে।'
3 পরে প্রভু আমাকে চারজন কর্মকার দেখালেন।
4 আমি জিজ্ঞাসা করলাম, 'এরা কী করতে আসছে?' উত্তরে তিনি বললেন, 'সেই শিংগুলো যুদাকে এমন বিক্ষিপ্ত করেছে যে, কেউই মাথা তুলতে সাহস করে না; তাই যে জাতিগুলি যুদা দেশ বিক্ষিপ্ত করার জন্য শিং উঠিয়েছে, তাদের সন্ত্রাসিত করতে ও সেই শিংগুলোকে নিপাত করতেই এরা আসছে।
5 আমি চোখ তুলে তাকালাম, আর দেখ, মাপার সুতো হাতে এক পুরুষ।
6 আমি জিজ্ঞাসা করলাম, 'আপনি কোথায় যাচ্ছেন?' তিনি উত্তরে আমাকে বললেন, ‘যেরুসালেম মাপতে যাচ্ছি, তার গ্রন্থ ও তার দৈর্ঘ্য কত, তা দেখতে যাচ্ছি।'
7 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি বেরিয়ে গিয়ে আর এক স্বর্গদূতের দেখা পেলেন
8 যিনি তাঁকে বললেন, 'দৌড়ে গিয়ে সেই যুবককে বল : যেরুসালেমে মানুষ ও পশুদের অধিক প্রাচুর্যের ফলে তাকে প্রাচীরবিহীন থাকতে হবে।
9 আর “আমি-সেখানে আছি” যে আমি, আমি নিজে—প্রভুর উক্তি—বাইরে তার চারদিকে অগ্নিপ্রাচীর ও তার মধ্যে গৌরব হব।'
10 শীঘ্র, শীঘ্র! উত্তর দেশ থেকে পালিয়ে যাও তোমরা —প্রভুর উক্তি— যাদের আমি আকাশের চারবায়ুতে বিক্ষিপ্ত করেছি —প্রভুর উক্তি।
11 শীঘ্রই ওঠ, হে সিয়োন, তুমি যে বাবিলন-কন্যার সঙ্গে বাস কর, নিজেকে বাঁচাতে পালিয়ে যাও।
12 কারণ যিনি স্বয়ং গৌরব, তিনিই আমাকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আর যে সকল জাতি তোমার সবকিছু লুটপাট করেছে, তাদের বিষয়ে সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : যে কেউ তোমাকে স্পর্শ করে, সে আমার চোখের মণি স্পর্শ করে।
13 এখন দেখ, আমি তাদের উপরে হাত বাড়াব, আর তারা তাদের নিজেদের দাসদের লুটের বস্তু হবে। তাতে তোমরা জানবে যে, সেনাবাহিনীর প্রভুই আমাকে প্রেরণ করেছেন।
14 সানন্দে চিৎকার কর, মেতে ওঠ, সিয়োন কন্যা, কারণ দেখ, আমি তোমার অন্তঃস্থলেই বাস করতে আসছি; —প্রভুর উক্তি।
15 সেদিন অনেক দেশ প্রস্তুতে যোগ দেবে তারা আমার আপন জনগণ হবে। আর আমি বাস করব তোমার অন্তঃস্থলে। তখন তুমি জানবে যে, সেনাবাহিনীর প্রভু আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন।
16 প্রভু পবিত্র ভূমিতে তাঁর আপন উত্তরাধিকার রূপে যুদাকে নিজের জন্য রাখবেন, এবং পুনরায় যেরুসালেম বেছে নেবেন।
17 প্রভুর সম্মুখে মানবকুল নীরব থাকুক। কারণ তিনি তাঁর আপন পবিত্র আবাস থেকে জেগে উঠেছেন।