Index

জাখারিয়া - Chapter 6

1 আমি আবার চোখ তুলে তাকালাম, আর দেখ, দু'টো পর্বতের মধ্য থেকে চারটে রথ বের হচ্ছে; পর্বত দু'টো ব্রঞ্জের পর্বত।
2 প্রথম রথে রক্তলাল ঘোড়াগুলো, দ্বিতীয় রথে কালো ঘোড়াগুলো,
3 তৃতীয় রথে সাদা ঘোড়াগুলো ও চতুর্থ রথে রক্তলাল বিন্দুচিত্রিত বলবান ঘোড়াগুলো বাঁধা ছিল।
4 যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁকে আমি জিজ্ঞাসা করলাম, 'প্রভু আমার, এগুলোর অর্থ কী?'
5 স্বর্গদূত উত্তরে আমাকে বললেন, 'এগুলো স্বর্গের চারবায়ু, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাঁড়িয়ে থাকবার পর বের হয়ে আসছে।
6 কালো ঘোড়াগুলো উত্তর দেশের দিকে যাবে, ও তাদের পিছু পিছু সাদাগুলো চলবে, এবং রক্তলাল বিন্দুচিত্রিত ঘোড়াগুলো দক্ষিণ দেশের দিকে যাবে।
7 বলবান ঘোড়াগুলো বেরিয়ে গেল, সারা পৃথিবী জুড়ে ঘোরাফেরা করার জন্য খুবই ব্যস্ত ছিল। তিনি তাদের বললেন, “যাও, পৃথিবীতে ঘোরাফেরা কর।' আর সেগুলো পৃথিবীতে ঘোরাফেরা করার জন্য চলে গেল ;
8 পরে তিনি আমাকে ডেকে বললেন, 'দেখ, যে ঘোড়াগুলো উত্তর দেশে যাচ্ছে, সেগুলো সেই দেশে আমার আত্মাকে বিশ্রাম করিয়েছে।'
9 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
10 তুমি নির্বাসিতদের কাছ থেকে, অর্থাৎ হেদাই, তোবিয়াস ও যেদাইয়ার কাছ থেকে সোনা-রুপো সংগ্রহ করে সেই একই দিনে জেফানিয়ার সন্তান ঘোসিয়ার বাড়িতে যাও; সে বাবিলন থেকে ফিরে এসেছে।
11 পরে সেই সোনা-রুপো নিয়ে একটা মুকুট তৈরি কর, এবং যেহোসাদাকের সন্তান যোওয়া মহাযাজকের মাথায় তা পরিয়ে দাও।
12 তাকে বলবে : সেনাবাহিনীর প্রভু একথা বলছেন: এই যে সেই পুরুষ যাঁর নাম পল্লব, তাঁর পদক্ষেপে সবকিছু পল্লবিত হবে; তিনি প্রভুর মন্দির পুনর্নির্মাণ করবেন।
13 হ্যাঁ, তিনিই প্রভুর মন্দির পুনর্নির্মাণ করবেন, তিনিই প্রভায় পরিবৃত হবেন, নিজ সিংহাসনে আসীন হয়ে কর্তৃত্ব করবেন। এক সিংহাসনে এক যাজক থাকবে ; আর এই দুইয়ের মধ্যে শান্তি বিরাজ করবে।
14 আর এই মুকুট, তা হেদাই, তোবিয়াস, যেদাইয়া, ও জেফানিয়ার সন্তান যোসিয়ার পক্ষে প্রভুর মন্দিরে স্মৃতিচিহ্নরূপে থাকবে।
15 দূর থেকেও লোকেরা এসে প্রভুর মন্দির পুনর্নির্মাণকাজে সহযোগিতা দেবে; এতে তোমরা জানবে যে, সেনাবাহিনীর প্রভুই তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন। তোমরা যদি সযত্নে প্রভুর প্রতি বাধ্য হও, তবে এই সমস্ত কিছু সিদ্ধিলাভ করবে।'